এনসিবি’র হেফাজতে বিজ্ঞানের বই পড়ে সময় কাটছে আরিয়ানের

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিয়ান খান

আরিয়ান খান

মাদক ক্রয়, বহন ও সেবক করার দায়ে গ্রেফতার করা হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। বর্তমানে তিনি রয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকতে হবে শাহরুখ পুত্রকে।

গ্রেফতার হওয়ার পর সাধারণ কয়েদিদের মতোই থাকতে হচ্ছে আরিয়ান খানকে। বলিউড কিং শাহরুখ খানের ছেলে হলেও বিশেষ কোনো সুবিধা পাচ্ছেন না আরিয়ান।

বিজ্ঞাপন

শোনা গেছে, আরিয়ন খানের মা গৌরি খান ছেলের জন্য ম্যাকডোনাল্ড থেকে বার্গার নিয়ে গিয়েছিলেন। সেটিও খেতে দেওয়া হয়নি তাকে।

সাধারণত যারা এনসিবি’র হেফাজতে থাকেন তাদের জন্য সদর দফতরের কাছের এক রাষ্ট্রীয় হিন্দু রেস্তোরাঁ থেকে খাবার আনা হয়ে থাকে। সেই খাবারই খেতে হচ্ছে আরিয়ানকে। কারণ অফিস চত্বরে ঘরে রান্না করা খাবার খাওয়া নাকি নিষিদ্ধ।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, এনসিবি’র হেফাজতে থাকা আরিয়ানের ব্যস্ত সময় কাটছে বিজ্ঞানের বই পড়ে।

পড়ার জন্য এনসিবি’র কাছে কিছু বিজ্ঞান বই চেয়েছিলেন আরিয়ান খান। আর তার অনুরোধেই সেই বইগুলো এনে দেওয়া হয়েছে তাকে। যা পড়ে এখন কাটছে তার দিন।