শাহরুখের বাড়িতে কোন অভিযান হয়নি

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ এনসিবি

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ এনসিবি

মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আজ (২১ অক্টোবর) সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখান থেকে ফেরার কয়েক ঘণ্টা পরই বলিউডের এই অভিনেতার বাড়ি ‘মান্নাত’-এ হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ছয় সদস্যের একটি দল কিং খানের বাড়িতে প্রবেশ করে। তবে তারা বাড়ির ভেতরে মাত্র ১৫ মিনিট ছিলেন। এরপরই বেরিয়ে যান।

বিজ্ঞাপন

বের হয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিবির সিনিয়র কর্মকর্তারা সামির ওয়াংখাড়ে। তার কাছে জানতে চাওয়া হয়, কী উদ্দেশ্যে মান্নাতে গিয়েছেন তারা। জবাবে এনসিবির এই কর্মকর্তা বলেন, “এনসিবি যখন কোনও ব্যক্তির বাড়িতে যায়, তার অর্থ এটা নয় যে, তিনিও সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা তদন্তের আওতায় রয়েছেন। এ ছাড়াও বিভিন্ন নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে।”

যোগ করে ওই কর্মকর্তা আরও বলেন, “এটি কোন অভিযান ছিলো। কিছু কাগজপত্রের ব্যাপারে কথা বলতে সেখানে যাওয়া হয়েছিলো।”

বিজ্ঞাপন

এদিকে, শাহরুখ খানের পাশাপাশি বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতেও হাজির হয়েছিলেন এনসিবি’র কর্মকর্তারা। ইতিমধ্যে তার ফোনটিও জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে এনসিবি’র পক্ষ থেকে একটি সমন জারি করা হয়েছে।