বিমান দুর্ঘটনায় ব্রাজিলের গায়িকার মৃত্যু

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মারিলিয়া মেনডোনসা

মারিলিয়া মেনডোনসা

একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে মিনাস জেরাইস যাচ্ছিলেন ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী মারিলিয়া মেনডোনসা। বিমানে উঠে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছিলেন মিরিলিয়া। যেখানে বিমানে বসে সেখানকার খাবারের আনন্দ নিতে দেখা গিয়েছিলো তাকে। কিন্তু মিরিলিয়া কি জানতেন এটিই তার শেষ খাবার। আর এই যাত্রার মধ্যেই তিনি চলে যাবেন পরলোকে। হয়তো একেই বলে ভাগ্য।

শুক্রবার (৫ নভেম্বর) মিনাস জেরাইস রাজ্যে বিমানটি বিধ্বস্ত হয়। সে সময় মিরিলিয়ার পাশাপাশি তার ম্যানেজার ও সহযোগী, বিমানচালক এবং সহকারী বিমানচালকও নিহত হন।

বিজ্ঞাপন

গায়িকার দফতরের তরফে জানানো হয়েছে— বিমানযাত্রীদের কাউকেই বাঁচানো যায়নি।

বিজ্ঞাপন

দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে— বিমানের চাকা মাটি ছোঁয়ার আগে একটি বৈদ্যুতিক তারে ধাক্কা খায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। আর তাতেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

কান্ট্রি ঘরানার গান গেয়ে বেশ পরিচিতি লাভ করেছিলেন মারিলিয়া। ২০১৯ সালে লাতিন গ্র্যামি পুরস্কারও পান তিনি।