বলিউডে অভিষেক, তবু মন ভালো নেই মিথিলার
মুক্তি পেলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ বিজয়ী তানজিনা জামান মিথিলার চলচ্চিত্র ‘রোহিঙ্গা’। চলচ্চিত্রটির মাধ্যমে বলিউডে পা ফেললেন বাংলাদেশের এই তরুণ প্রতিভা। ভারতজুড়ে বড়পর্দায় চলচ্চিত্রটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারি বিবেচনায় থমকে আছে সে পরিকল্পনা। তবে, সোমবার চলচ্চিত্রটি বিশ্বজুড়ে মুক্তি পেয়ে গেছে ওটিটি প্লাটফর্ম অ্যাপল টিভিতে।
এ নিয়ে আনন্দ ও বেদনা দুই’ই অনুভব করছেন মিথিলা। তিনি বলেন, “রোহিঙ্গা বলিউডের ভিন্নধারার ছবি। আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা উপজীব্য নয়। তাদের দুরবস্থার কথাই উঠে এসেছে। সিনেমাটা হলে মুক্তি পাচ্ছে না বলে আমার মন কিছুটা খারাপ। করোনাভাইরাসে সবকিছু এলোমেলো হয়ে গেল।”
রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষার ব্যাবহার রয়েছে চলচ্চিত্রটিতে। রোহিঙ্গা তরুনী হতে রোহিঙ্গাদের ভাষাও রপ্ত করতে হয়েছে মিথিলাকে। চলচ্চিত্রটিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ভুটানের চিত্রনায়ক ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হায়দার খান। মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে সিনেমাটির শ্যুটিং করেছেন তিনি।
২০২০ সালে চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হন মিথিলা। নির্মাণ কাজ দ্রুত শেষ হলেও করোনা মহামারির ফেরে পড়ে মিথিলাকে পড়তে হয় দীর্ঘ অপেক্ষায়।