১৭২৫ হীরা দিয়ে তৈরি ‘মিস ইউনিভার্স’র মুকুট



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
হারনাজ কৌর সান্ধু

হারনাজ কৌর সান্ধু

  • Font increase
  • Font Decrease

ভারত থেকে শেষবার ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে মুকুট জয় করেছিলেন লারা দত্ত (২০০০)। এরপর লাগাতার ভারতীয় সুন্দরীদের খালি হাতে ফিরতে হয়েছে। কিন্তু এবার ২১ বছর পর আবারও ‌‌‘মিস ইউনিভার্স’র মুকুট এসেছে ভারতের ঝুলিতে। নতুন বিশ্বসুন্দীর হয়েছেন পাঞ্জাবের হারনাজ কৌর সান্ধু।

পড়াশোনার পাশাপাশি মাত্র ১৭ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন চণ্ডিগড়ের কন্যা হারনাজ। ২০১৭ সালে ‘টাইম’স ফ্রেশ ফেস’-এর খেতাব জেতেন তিনি। ২০১৮ সালে মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া জেতেন। এরপর ২০১৯ সালে হারনাজ ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব হন। একই সালেই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সমগ্র দেশে দ্বাদশ স্থান দখল করেন হারনাজ। এরপর এ বছর ইজরায়েলে ৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে ‘মিস ইউনিভার্স’র মুকুট মাথায় তোলেন এই সুন্দরী।


কিন্তু জানেন কী ‘মিস ইউনিভার্স’র খেতাব জয়ের পর হারনাজ তার মাথায় যে মুকুটটি পরেছেন সেটি তৈরি হয়েছে ১৭২৫টি হীরা দিয়ে। মৌওয়াদের ডিজাইনাররা মৌওয়াদ পাওয়ার অব ইউনিটি ক্রাউনটি তৈরি করেন। এই বছর মুকুটের দাম প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩৭ কোটি রুপি। এর ওজন ১ কেজি।

চমকপ্রদ তথ্য হলো- এর আগে কোনও প্রতিযোগীর জন্য এত দামি মুকুট তৈরি হয়নি।

‘মিস ইউনিভার্স’ হওয়ার পর ইতিমধ্যে বেশ পরিবর্তন এসেছে হারনাজের জীবনে। তবে বিশ্ব সুন্দরীররখেতাব জয়ের পর কিছু দায়িত্ব পালন করতে হয় বিজয়ীকে। যার বিনিময়ে পাওয়া যায় বেতনও।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আগামী এক বছরের জন্য নিউইয়র্কের একটি বিলাসবহুল পেন্টহাউসে থাকার সুযোগ পাবেন হারনাজ, যা বিলাসবহুল সামগ্রীতে সাজানো। ‘মিস ইউনিভার্স’ বিজয়ী হওয়ার পরে হারনাজ সান্ধু এখন মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই পদের ফলে তিনি পুরো বিশ্ব ভ্রমণ করতে পারেন। তাকে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মসূচিতে অংশ নিতে হবে। এই সময়, তার পোশাক থেকে ত্বক, ডায়েট সবকিছুর খেয়াল রাখার জন্য থাকবেন বিশেষজ্ঞরা। হারনাজ পাবেন নিজস্ব মেকআপ আর্টিস্ট এক বছরের জন্য। তিনি কী খাবেন, কীভাবে নিজের ত্বকের খেয়াল রাখবেন সবকিছুই খুঁটিয়ে নজর রাখার জন্য থাকবে আলাদা আলাদা লোক। সঙ্গে সিনেমা, বিজ্ঞাপনের শুট করে আয় তো হবেই!

বর্ণাঢ্য আয়োজনে ফুলজান ছবির ট্রেলার উন্মোচন



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বর্ণাঢ্য আয়োজনে ফুলজান ছবির ট্রেলার উন্মোচন

বর্ণাঢ্য আয়োজনে ফুলজান ছবির ট্রেলার উন্মোচন

  • Font increase
  • Font Decrease

বর্ণাঢ্য আয়োজনে ফুলজান চলচ্চিত্রের শুভ মুক্তি ও ট্রেলার উন্মোচন করা হয়েছে। গ্রামীণ মেয়ের জীবনী নির্ভর এই চলচ্চিত্রের ট্রেলার উন্মোচন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (৩০ মে) বিদ্যুৎ ভবনের মুক্তি হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমিনুল ইসলাম বাচ্চুর কাহিনী, চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন- মিষ্টি জান্নাত, রিয়াদ রায়হান অবাক, আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, জেসমিন জারা, লিটন খন্দকার , মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, ইসমাইল খান, শিলা পাপিয়া, সুহিৃত, রাকিব, প্রশান্ত প্রমুখ।

অজপাঁড়া গ্রামে জন্ম নেওয়া সুন্দরী মেয়ে ফুলজানের জীবনী নির্ভর সিনেমা। ফুলজানের বিয়ে, স্বামী-সংসার, সংসারের টানাপোড়েন, সন্দেহ, ষড়যন্ত্র, দ্বন্দ সংঘাত, সংসারের টানাপোড়েনে সুযোগ সন্ধানী বেয়াড়া যুবকের আবির্ভাব। এটুএস মাল্টিমিডিয়া বাংলাদেশ পরিবেশিত ওই সিনেমাটি আগামী ১৬ জুন সিনেমা হলে মুক্তি পাবে।

শুভ মুক্তি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমিনুল ইসলামের মধ্যে লুকায়িত সম্ভাবনা দেখতে পাচ্ছি। সারাদিন কঠিন দাপ্তরিক কাজের পর তার এই প্রচেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের দেশের অনেক মেধাবী রয়েছে, আমাদের আর্টফিল্ম দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে। তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি বাংলা সিনেমার আবার সুদিন আসবে।

পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ছবিটির পরতে পরতে রোমাঞ্চ রয়েছে। মেয়েদের পাশাপাশি পুরুষরাও নানা ভাবে মানসিক যন্ত্রণায় ভুগছে। তাদের সেই কষ্টগুলো, সামাজিক অসঙ্গতিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস ছবি আপনাদের ভালো লাগবে, চিন্তার খোরাক যোগাবে। আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন, তবেই আমাদের শ্রম সার্থক হবে।

;

‘আমাদের সংসার ভাঙলে দায়ী হবে সুনেরাহ’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। বরেণ্য নির্মাতা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে বিয়ে করেন তারা। ঘটনা ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিষয়টি তারা প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। তাদের সংসারে রয়েছে ফুটফুটে এক ছেলে সন্তান। নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

মাঝে সংসার জীবনের টানাপোড়ন চললেও, সন্তানের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলেছেন রাজ-পরী। তবে গত সোমবার দিবাগত রাতে রাজের ফেসবুক থেকে কিছু ‘গোপন’ ছবি ও ভিডিও প্রকাশ হয়। যেখানে শরিফুল রাজ ও ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে পাওয়া গেছে মদ্যপ অবস্থায়। আর ভিডিওতে তাদের কথাবার্তাও ছিল অশ্লীল। যা নিয়ে বেজায় খেঁপেছেন পরী। তার রাগের কারণ ‘গোপন’ ভিডিও না, পরীকে নিয়ে মন্তব্য করায়।

দৈনিক আমাদের সময় অনলাইনকে পরীমণি বলেন, ‘ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন। ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল। আর ওরা কি স্বাভাবিক ছিল। এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি। এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোন হুশ থাকে না।’

পরী আরও বলেন, ‘আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।’

শোবিজে গুঞ্জন আছে, আপনাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। বিষয়টি কি সত্যি? উত্তরে পরী বলেন, ‘এসব আজাইরা কথা মানুষ কই পায়। আমরা ভালো আছি, সুখেই আছি। আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি- এটা কারো পছন্দ হচ্ছে না। তাই এসব কথা ছড়াচ্ছে। গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না!’

রাজ নাকি বাসায় ঠিকমত ফেরে না আর আপনিও নাকি নিজ বাসায় থাকেন? এমন প্রশ্নের জবাবে বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা বলেন, ‘এটা তো রাজের পুরোনো স্বভাব। আর আমি দুই বাসাতেই থাকি। এখন নিজ বাসায় আছি। আর আমাদের সংসার যদি ভেঙে যায়, তাহলে এর পেছনে দায়ী হবে ওই মেয়ে। আমি এর শেষটা দেখে নিতে চাই।’

;

ঈদুল আজহায় থাকছে সিয়াম আহমেদ



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হয়েছে সাইবার থ্রিলার 'অন্তর্জাল'। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

এই চরিত্র নিয়ে এর আগে তিনি বলেন যে, এই চরিত্রটা যখন আমি পাই, তখন সিনেমাটির পরিচালক আমাকে একজন সত্যিকারের লুমিনের সাথে পরিচয় করিয়ে দেয়। আমি সেটা হয়ে ওঠার চেষ্টা করি। আমার-আপনার ফ্রেন্ড সার্কেলের এমন কিছু মানুষ আছে যারা পড়াশোনা শেষ করার পর ভালো সুযোগের আশায় বিদেশে পাড়ি জমায়। লুমিন রাজশাহীর একটা ছেলে। তার আমেরিকা-কানাডায় গিয়ে পড়াশোনা করে সেখানে থাকার সুযোগ ছিল। কিন্তু এটা না করে লুমিন চলে যায় সাঁওতাল পল্লীতে। ছোট বাচ্চাদের প্রোগ্রামিং শিখিয়েছে। আমার মনে হয় এটাই বাংলাদেশ।

অন্তর্জাল' সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। রোববার ‘অন্তর্জাল’-এর অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলা সিনেমার সময় বদলাচ্ছে, বিশ্বে কদর বাড়ছে আমাদের সিনেমার। নতুন ধরণের বিষয় নিয়ে নতুন নতুন সিনেমা নির্মিত হচ্ছে আর দর্শকও স্বাগত জানাচ্ছে। নতুন ধরণের বাংলা সিনেমার সাথে যারা দর্শকদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, তাদের অন্যতম পরিচালক দীপংকর দীপন এর মুক্তির অপেক্ষায় থাকা সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ নিয়ে মানুষের আগ্রহ আর উত্তেজনার শেষ নেই।’

এরপর লেখা হয়েছে, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ করে সারা দেশে ও বিশ্বব্যাপী ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট প্রযোজিত সিনেমা ‘অন্তর্জাল’। ‘অন্তর্জাল’ সিনেমাটি বাংলাদেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ আর মধ্যপ্রাচ্যে একসাথে ঈদ উল আজহায় মুক্তি পাচ্ছে। স্বপ্ন স্কেয়ারক্রো আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে আমেরিকা ও কানাডার একাধিক শহরে প্রায় শতাধিক সিনেমা হলে নিয়মিত প্রদর্শনীর জন্য রিলিজ করা হচ্ছে সিনেমাটি।’

সিনেমায় রোবটপ্রেমী প্রিয়ম নামের চরিত্রে অভিনয় করবেন সুনেরাহ। সিয়াম-সুনেরাহ এই দুই তারকার সঙ্গে যুক্ত আছেন ছবিতে আরেক তারকা বিদ্যা সিনহা মিম। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।

আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। সিয়াম নতুন এই সিনেমায় ভিন্ন লুকে ঈদে চমক হিসেবে দর্শকের সামনে আসছেন ।

;

আবুধাবিতে জয়া আহসান, সঙ্গে বলিউডের বিজয়!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইআইফা ২০২৩-এ যোগ দিতে বলি তারকাদের মতো আবুধাবিতে গিয়েছিলেন বাংলাদেশের জয়া আহসান। এই মুহূর্তেও তিনি আবুধাবিতেই রয়েছেন। আইফার অনুষ্ঠান থেকেই বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়া। তাঁর সঙ্গে দেখা গিয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরীকে, যিনি কিনা আবার জয়ার হিন্দি ডেবিউ ছবি 'কড়ক সিং'-র পরিচালক। আইআইফা-র অনুষ্ঠানে জয়া নীল ব্লাউজের সঙ্গে ফিউশন শাড়ি পরেছেন। সঙ্গে গলায় পরেছিলেন দামি মুক্ত ও পাথরের গয়না। ধুতি স্টাইলে মসলিন শাড়িটি পরতে দেখা যায় জয়াকে।

এদিকে IIFA-র অনুষ্ঠানেই পছন্দের অভিনেতা বিজয় বর্মার সঙ্গে দেখা হয়ে গেলে তাঁর সঙ্গে লেন্সবন্দি হতেও ছাড়েননি জয়া। জয়ার পোস্টে সেই ছবিও উঠে এসেছে। সেবিষয়ে জয়া আনন্দবাজারকে জানান, ‘বিজয় আমার প্রিয় অভিনেতা। আমি ওঁর দাহাড় সিরিজটি দু’বার দেখেছি।

আবুধাবিতে ওঁর সঙ্গে দেখা হয়। টনি দা (অনিরুদ্ধ রায়চৌধুরী) আমাদের পরিচয় করিয়ে দেন। পছন্দের অভিনেতাকে সামনে পেয়ে ভাবলাম ছবি তোলার সুযোগ মিস করা উচিত নয়। আমরা প্রায় দশ মিনিট কথা বলেছি।' প্রসঙ্গত, এই মুহূর্তে তমান্না ভাটিয়ার সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছ।

অনিরুদ্ধ রায় চৌধুরীর 'কড়ক সিং'টিমের সঙ্গে এবার আবুধাবিতে গিয়েছেন জয়া। জয়ার প্রথম ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সঙ্ঘী, পার্বতী থিরুবতুর মতো অভিনেতারা। ছবিটি একটি পারিবারিক ড্রামা বলেই জানা যাচ্ছে।

এদিকে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে জয়া আহসান অভিনীত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘অর্ধাঙ্গিনী’। প্রসঙ্গত এপার এবং ওপার দুই বাংলাতেই অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জয়া আহসান। এবার তিনি বলিউডের পথেও নিজের পরিচিতি তৈরি করতে চলেছেন।

;