ঢাকায় প্রথমবারের মতো গাইলেন বলিউডের র‌্যাপার বাদশাহ

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাপার বাদশাহ

র‌্যাপার বাদশাহ

প্রথমবারের মতো ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করলেন বলিউডের র‌্যাপার, গায়ক আদিত্য প্রতীক সিং। যাকে সবাই বাদশাহ নামেই চেনেন।

রোববার রাতে ঢাকার এক গায়ে হলুদ আয়োজনে গাইতে দেখা গেছে ‘গেন্দা ফুল’খ্যাত বলিউডের শীর্ষ পারিশ্রমিক নেওয়া শিল্পীদের একজন বাদশাহকে। বাদশাহর সঙ্গে আস্থা গিল, প্রকৃতি কক্করসহ আরও কয়েকজন বলিউডি তারকাকে হলুদের আয়োজনে পারফর্ম করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

ঢাকায় প্রথমবারের বাদশাহ’র পরিবেশনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে

ভারতের বীরভূমের নিভৃতচারী লোক সংগীতশিল্পী রতন কাহারের লেখা ‘গেন্দা ফুল’ গানটি বছর বাদশার কণ্ঠে ভাইরাল হয়েছিল ফেইসবুকে। গানের তালে কোমর দুলিয়ে ঝড় তুলেছিলেন বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অনুমতি না নেয়ায় বাংলা গানটি গেয়ে সমালোচনা ও আইনের মুখোমুখিও হতে হয়েছে বাদশাহকে।

বিজ্ঞাপন

রোববার সকালে ঢাকার একটি হোটেলে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রকৃতি কক্কর লিখেছেন, “বছরের দ্বিতীয় দিনে বছরের প্রথম শো।”


২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে সংগীতজীবন শুরুর পর ২০১২ সালে তার থেকে আলাদা হয়ে এককভাবে গান শুরু করেন বাদশাহ। পরবর্তীতে বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে গান করেছন তিনি।

২০১৮ সালে ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিনের তালিকায় ভারতের ৬৩ তম ধনী তারকা হিসাবে তার নাম এসেছে।