কেমন আছেন লতা মঙ্গেশকর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে লতা মঙ্গেশকরকে। সেখানে নেওয়ার পরই আইসিইউতে রাখা হয় ভারতের প্রখ্যাত এই সংগীতশিল্পীকে। এখনও সেখানেই রয়েছেন তিনি। তবে তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন লতা মঙ্গেশকরের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক প্রতীত সামদানি।

বিজ্ঞাপন

কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছর বয়সী এই শিল্পীর। তাই কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাকে আইসিইউ ওয়ার্ডেই রাখা হবে বলে হাসপাতালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।

আগামী ১০-১২ দিন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন।

বিজ্ঞাপন

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে চিন্তিত অগণিত ভক্তকূল। কিংবদন্তি শিল্পীর সুস্থতা কামনা করছেন তারা। বালুশিল্পের মাধ্যমে লতা মঙ্গেশকের আরোগ্য কামনা করেছেন শিল্পী সুদর্শন পট্টনায়ক।