জাজের প্রজেক্ট মানেই আমার কাছে নতুন চ্যালেঞ্জ: সৈকত নাসির
সৈকত নাসির নির্মাতা হিসেবে এরইমধ্যে নিজের শক্ত অবস্থান তৈরী করেছেন। নিজের পরিচালিত প্রথম সিনেমায় চমক দেখান। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেন।
প্রথম সিনেমাটিই জিতে নেয় চার-চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ সিনেমায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর তিনি নির্মাণ করেছেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’ , ‘ক্যাসিনো’, ‘তালাশ’ সিনেমা। এছাড়া ওয়েব সিরিজও নির্মাণ করেছেন এখন।
অনেকদিন পর আবারো জাজের প্রযোজনায় নতুন আরেকটি সিনেমা করতে যাচ্ছেন সময়ের ব্যস্ত এই নির্মাতা । নতুন এ সিনেমার নাম 'পাপ'। এ সিনেমায় ববি, রোশান অভিনয় করতে যাচ্ছেন । আরও থাকছেন আরিয়ানা, জাকিয়াসহ অনেক অভিনয়শিল্পী । সৈকত নাসির বার্তা ২৪ ডট কমকে আজ বলেন, জাজের প্রোজেক্ট মানেই আমার কাছে নতুন চ্যালেঞ্জ।
প্রতিটি কাজে ভিন্নতা আনার চেষ্টা করি। আলাদাভাবে দর্শকের নিকট গল্পটি তুলে ধরতে চাই। পরপর তিনটি সিনেমা জাজের ব্যানারে করার পরিকল্পনা রয়েছে। প্রথমেই করতে যাচ্ছি 'পাপ' সিনেমাটি। তিন মাস আগে এ সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমি। ঢাকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে আগামী ১০ই মার্চ।
এ সিনেমার গল্পটি থ্রিলার ধাঁচের। বাকি দুটি সিনেমা নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, জাজের আরেকটি সিনেমা সামনে করব। যার নাম ‘বারুদ’।’ জাজ কোনো প্রজেক্ট আমাকে দেয়া মানে সেটাকে আমি আলাদা গুরুত্ব দেই। চ্যালেঞ্জ হিসেবে কাজগুলো করার চেষ্টা করি।
সৈকত নাসির সর্বশেষ শ্যুটিং করেছেন জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত সিনেমা মাসুদ রানার। এই ছবির ফুটেজ দেখে জাজ থেকে সৈকত নাসিরকে তাদের ব্যবসাসফল সিরিজ ‘অগ্নি’র তিন নম্বর পর্ব অর্থাৎ ‘অগ্নি থ্রি’ ছবিটি পরিচালনার প্রস্তাব দেন জাজ। 'পাপ', ‘বারুদ’, ‘অগ্নি থ্রি’-ক্রমান্বয়ে এ ছবিগুলো পরিচালনা করবেন তিনি। ছবিগুলো প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। প্রতিটি সিনেমা নির্মাণে দর্শকদের ভিন্ন স্বাদ দিতে চান সৈকত নাসির।