মান্না স্মরণে আসিফের গান

  • সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মান্না ও আসিফ আকবর

মান্না ও আসিফ আকবর

প্রয়াত চিত্রনায়ক মান্নার জন্মদিন আগামী ১৪ এপ্রিল। তার স্মরণে নতুন একটি গান গাইলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর কথা লিখেছেন মান্নার স্ত্রী শেলী কাদের।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। মঙ্গলবার (৫ এপ্রিল) এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির বিভিন্ন লাইনে মান্নার চিত্রনায়ক হওয়ার স্বপ্ন এবং রুপালি পর্দায় সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

১৯৯৮ সালে মান্না অভিনীত ‘রাজা নাম্বার ওয়ান’ ছবির গান ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ ছিল আসিফের জীবনের প্রথম গান। এরপর মান্না অভিনীত বিভিন্ন ছবিতে আরও অনেক গান গেয়েছেন তিনি।

আসিফ ফেসবুকে এজন্য লিখেছেন, ‘গানটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে। মান্না ভাইয়ের আত্মার শান্তি কামনা করি।’

বিজ্ঞাপন

১৯৬৪ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন মান্না। তার পুরো নাম এ এস এম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে নজরে পড়েন তিনি।

ঢালিউডে অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন মান্না। প্রযোজকদের কাছে তিনি ছিলেন ভরসার প্রতীক। কিন্তু সবাইকে কাঁদিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমান তিনি।