দীপিকার লেখা প্রথম ও শেষ কবিতা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীপিকা পাড়ুকোনের লেখা কবিতা

দীপিকা পাড়ুকোনের লেখা কবিতা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছে দীপিকা পাড়ুকোনের নামটি। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। কিন্তু বলিউডের এই সুন্দরী যে লেখালেখিও করতে পারেন তা হয়তো অনেকেরই অজানা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের লেখা একটি কবিতার ছবি পোস্ট করে তিনি তার এই প্রতিভার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

নিজের পোস্টে দীপিকা পাড়ুকোন ক্যাপশন দিয়েছেন, “কবিতা লেখার জন্য আমার প্রথম ও শেষ চেষ্টা। সপ্তম শ্রেণিতে পড়ার সময় কবিতাটি লিখেছিলাম। সেসময় আমার বয়স ছিলো ১২ বছর। কবিতাটির শিরোনাম ‘আই অ্যাম।”

দীপিকা পাড়ুকোন বর্তমানে ব্যস্ত আছেন দুটি বড় প্রজেক্ট নিয়ে। একটি যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ এবং অপরটি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ নিয়ে।

বিজ্ঞাপন