আজ রণবীর-আলিয়ার বিয়ে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (১৪ এপ্রিল) বিয়ের বন্ধনে জড়াতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বুধবার (১৩ এপ্রিল) ছিলো এই তারকা জুটির হলুদ ও মেহেদী অনুষ্ঠান। সেদিন পাপারাজ্জিদের এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেছেন রণবীরের মা নীতু কাপুর।

অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন রণবীর-আলিয়া। সেই ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েন তারা।

বিজ্ঞাপন
রণবীর কাপুর, নীতু কাপুর ও আলিয়া ভাট

রণবীরের বাড়ি ‘বাস্তু’তে হচ্ছে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

রণবীর-আলিয়ার বিয়েতে কেবলমাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি উপস্থিত থাকবে। মূলত দুই পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত এই বিয়ের অনুষ্ঠানে। পরিচালক করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় নিশ্চিতভাবে এই বিয়ের সাক্ষী থাকবেন। আছেন রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনও।

বিজ্ঞাপন

বিয়েতে ভারতের প্রখ্যাত ডিজাইনার সব্যসাচীর লেহেঙ্গায় সাজবেন আলিয়া। বর রণবীর সাজবেন বন্ধু মণীশ মালহোত্রার পোশাকে। বিয়ের থিম রঙ প্যাস্টেল।


অতিথিদের জন্য থাকছে এলাহি ভোজের বন্দোবস্ত। কাশ্মিরী, দিল্লির স্পেশ্যাল চাট থেকে লাখনৌর স্পেশ্যাল কাবাব, বিরিয়ানি-সবই মজুত থাকবে বিগ ফ্যাট এই ওয়েডিংয়ে।