রণবীর-আলিয়ার বিয়ের ছবি প্রকাশ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটলো। মিস ভাট থেকে মিসেস কাপুর হলেন আলিয়া। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ালেন বলিউডের এই অভিনেত্রী।

নব-দম্পতি

মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রণবীর কাপুরে বাড়ি ‘বাস্তু’তে হয়েছে এই নব-দম্পতির বিয়ের সকল আনুষ্ঠানিকতা। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কfরিনা, কfরিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

বিজ্ঞাপন
মিস্টার অ্যান্ড মিসেস কাপুর

রণবীর-আলিয়ার বিয়েতে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

আলিয়ার সিঁথিতে সিঁদুর পরানোর প্রস্তুতি নিচ্ছেন রণবীর

 

বিজ্ঞাপন
শুভদৃষ্টি

 

ভালোবাসার চুম্বন

 

সাত জনমের বন্ধন

 

স্ত্রীর কপালে রণবীরের চুমু

 

রণবীর-আলিয়ার জীবনের নতুন অধ্যায়ের শুরু