ছবিতে রণবীর-আলিয়ার বিয়ের কিছু মুহূর্ত

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট

দীর্ঘ পাঁচ বছর মন দেওয়া-নেওয়ার পর ১৪ এপ্রিল বিয়ের বন্ধনে জড়িয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ধুমধাম নয়, ছোট আয়োজনের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। পাঞ্জাবী রীতিতে হয়েছে এই তারকা দম্পতির বিয়ে।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে নব-দম্পতির জীবনের বিশেষ এই দিনটির বেশ কিছু ছবি। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক রণবীর-আলিয়ার বিয়ের দেখা না দেখা ছবিগুলো-

বিজ্ঞাপন
চাচা রণধীর কাপুরের সঙ্গে রণবীর কাপুর

 

রণবীরের চাচাতো বোন অর্থাৎ ননাশ কারিশমা কাপুরের সঙ্গে আলিয়া ভাট

 

বিজ্ঞাপন
রণবীর-আলিয়ার বিয়েতে কাজিনদের মেলা

 

বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহরের সঙ্গে নব-দম্পতি

 

কেক কাটিং

 

ফুফাতো ভাই আদর জেইনের সঙ্গে আলিয়া ভাট ও রণবীর কাপুর

 

ঋদ্ধিমা কাপুর, রিমা কাপুর, নীতু কাপুর ও নাতাশা কাপুর

 

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একে অপরকে শ্যাম্পেইন খাইয়ে দিচ্ছেন রণবীর-আলিয়া

 

কারিনা কাপুর খান ও করণ জোহর

 

বিয়ের সময় নীতু কাপুর ও ঋষি কাপুর শ্যাম্পেইন পান করেছিলেন। রণবীর-আলিয়াও যেনো তাদের বিয়েতে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন