কঙ্গনা-সোনমের সঙ্গে মিলে গেলো আলিয়ার বিয়ের শাড়িটি
ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে দু’দিন আগে বিয়ের বন্ধনে জড়িয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর জীবনের বিশেষ এই দিনটির জন্য নব-দম্পতি দু’জনেই বেছে নিয়েছিলেন ভারতের প্রখ্যাত ডিজাইনার সব্যসাচীর নকশা করা পোশাক।
বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা সাদা রঙের শাড়ি পরেছিলেন আলিয়া ভাট এবং একই রঙের শেরওয়ানি গায়ে জড়িয়েছিলেন রণবীর।
কিন্তু চমকপ্রদ তথ্যটি হলো- আলিয়া ভাট তার বিয়ের দিন যে শাড়িটি পরেছিলেন সেই ডিজাইনের শাড়িটি অনেক আগেই গায়ে জড়িয়ে ফেলেছেন বলিউডের দুই অভিনেত্রী কঙ্গনা রনৌত ও সোনম কাপুর। তাদের শাড়ি দুটির ডিজাইনারও ছিলেন সব্যসাচী।
বিষয়টি নজর এড়ায়নি নেটিজেনদের। আর এ বিষয়টি নিয়ে কিছুটা হতাশাও প্রকাশ করেছেন তারা। কঙ্গনা-আলিয় ও সোনম তিনজনের একই শাড়ি পরা ছবি কোলাজ করে পোস্ট করেছেন অনেকেই। যার মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “বহু আগেই আলিয়ার বিয়েতে পরা শাড়িটি গায়ে জড়িয়ে ফেলেছেন কঙ্গনা।” আরেকজন লিখেছেন, “আচ্ছা তাহলে এখান থেকে দেখেই বিয়ের শাড়ি তৈরি করেছেন আলিয়া?”
তবে কারও কারও কাছে আরও শাড়ি তিনটির ধরন একই রকমের হলেও এর ডিজাইনটি আলাদা লেগেছে। কেননা কঙ্গনা এবং আলিয়ার শাড়িটি সিল্কের এবং কঙ্গনারটি ফ্লোরাল এবং আলিয়ারটির ডিজাইন বাটারফ্লাই।
অন্যদিকে, সোনম কাপুরের শাড়িটির ডিজাইন কাছাকাছি হলেও এর ফেব্রিক ছিলো একদম ভিন্ন।