সাউথ ইন্ডিয়ান রীতিতে হবে রাহুল-আথিয়ার বিয়ে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আথিয়া শেঠি ও কেএল রাহুল

আথিয়া শেঠি ও কেএল রাহুল

ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে আথিয়া শেঠির। কিন্তু তারা তাদের প্রেমর কোন আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রেম নিয়ে কোন রাখঢাখ করেন না তারা।

চমকপ্রদ তথ্য হলো- এই তারকা জুটি শিগগিরই বিয়ের বন্ধনে জড়াতে যাচ্ছেন। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই বাজবে রাহুল-আথিয়ার বিয়ের সানাই।

বিজ্ঞাপন
কেএল রাহুল ও আথিয়া শেঠি

জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য ইতিমধ্যে দুই পরিবার সম্মতি দিয়ে দিয়েছেন রাহুল-আথিয়াকে।

এদিকে, আথিয়া শেঠির বাবা বলিউড অভিনেতা সুনিল শেঠি জন্মগ্রহণ করেছেন ম্যাঙ্গালোরের মুলকিতে। এমনকি রাহুলও ম্যাঙ্গালোরের। তাই রাহুল-আথিয়ার বিয়ের সকল আনুষ্ঠানিকতা সাউথ ইন্ডিয়ান রীতিতে সম্পন্ন হবে বলেও শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন
বাবা সুনিল শেঠির সঙ্গে আথিয়া শেঠি

২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় সফর শুরু করেন আথিয়া শেঠি। এরপর মাত্র দু’টি সিনেমায় অভিনয় করেছেন সুনীলকন্যা।