ছেলেকে নিয়ে আমের স্বাদ নিতে ব্যস্ত আমির

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছেলে আজাদ রাওয়ের সঙ্গে আমির খান

ছেলে আজাদ রাওয়ের সঙ্গে আমির খান

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলে আজাদ রাওয়ের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন আমির খান। যেখানে দেখা যাচ্ছে, প্লেট ভর্তি আম নিয়ে তার স্বাদ গ্রহণ করছেন বাপ-বেটা।

আমিরের শেয়ার করা ছবিগুলোতে কখনও তাকে আম কাটতে দেখা গিয়েছে। আবার কখনও হাত দিয়ে খোসা ছাড়িয়ে আম খেতে দেখা গেছে আমির ও আজাদকে।

বিজ্ঞাপন

ছবিগুলোর ক্যাপশনে আমির খান লিখেছেন, “আপনি কি নিজেকে এবং আপনার পরিবারকে আমের ট্রিট দিয়েছেন?”

ছবিগুলোর নিচে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন আমির খানের ভক্তরা। একজন লিখেছেন, “কতো করে আমগুলো কিনেছেন?”। আরেকজন লিখেছেন, “আমরা এখনও আমের ট্রিট পাইনি। তবে আজাদকে এবং তার কুল বাবাকে দেখে আমাদের ট্রিট পাওয়া হয়ে গেছে।”

বিজ্ঞাপন

আমির খান ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ খান। সারোগেসির (গর্ভভাড়া) মাধ্যমে তার জন্ম হয়েছে। কিন্তু গত বছরের জুলাইতে সংসার জীবনের ইতি টেনেছেন আমির-কিরণ। তবে দু’জনে মিলে একসঙ্গেই সন্তানের লালন-পালন করেন তারা।

অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪ সালের ছবি ‘ফরেস্ট গাম্পে’র রিমেক। ১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। এতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে।