বিয়ের আগের ও পরের শহিদের মধ্যে নাকি এখন আকাশ-পাতাল তফাৎ। কেননা বিয়ের পর নিজের অভ্যাসে নাকি তুমুল পরিবর্তন এনেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে এমনটি নিজে মুখেই জানালেন বলিউডের এই অভিনেতা।
ওই সাক্ষাৎকারে শহিদ কাপুর জানান, বিয়ের পর থেকে তিনি নিজের ইচ্ছে অনুযায়ী পয়সা খরচ করেন না। আর যদি খরচ করতেই হয় তাহলে তার জন্য স্ত্রী মীরার থেকে অনুমতি নেন তিনি।
বিজ্ঞাপন
স্ত্রীর থেকে অনুমতি নেওয়া প্রসঙ্গে শহিদের ভাষ্য, আমি এখন একজন ফ্যামিলি ম্যান। বউ-বাচ্চা আছে। তাই সবকিছু নিয়ে চিন্তাভাবনা করতে হয়। অনুমতি নিতে হয় কিছু করার জন্য।
মজা করে শহিদ আরও বলেন, কিন্তু আমি যখন বয়েজ ট্রিপে যাই তার জন্য মীরার থেকে কোন অনুমতি নেই না। কারণ এটি আমার অধিকার। আমি মনে করি প্রতিটি ছেলে একবার হলেও বয়েজ ট্রিপ পাওয়ার অধিকার রাখে।
বিজ্ঞাপন
স্ত্রীর হাতের রান্নার প্রশংসাও করেছেন শহিদ কাপুর। এ প্রসঙ্গে তিনি বলেন, মীরা থাই ফুড খুব ভালো বানাতে পারে। এমনকি কন্টিনেন্টাল ফুড তৈরিতেও দক্ষ। ভালো স্যান্ডউইচ বানানোর পাশাপাশি দুর্দান্ত সালাদ তৈরি করতে পারে সে।
২০১৫ সালে দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান শহিদ কাপুর। মিশা এবং জেইন নামে তাদের দুটি সন্তানও রয়েছে।
গত ২২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর।
এবার মাদক সম্পৃক্ততায় ওঠে এলো দেশের শীর্ষস্থানীয় তিন নাট্যাভিনেত্রীর নাম। এরা হলেন তানজিন তিশা, সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী টয়া। সম্প্রতি তাদের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ ওঠেছে। এই তিন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে এই বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আরও জানা গেছে, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য, প্রমাণসহ সাফা, টয়া, তিশা এবং জনপ্রিয় গায়ক অর্ণবের স্ত্রী গায়িকা সুনিধি নায়েকের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এই প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন গণমাধ্যমকে বলেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারকোটিক্স সূত্রে জানা গেছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন দীপ। ওই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি ও কুসসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নারকোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে ২ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির একপর্যায়ে দীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকী তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডারসংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় বলে জানা গেছে।
আরও জানা যায়, দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা, টয়া, তিশা এবং সুনিধি নায়েকের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামেই রেজিস্ট্রেশনকৃত। তবে তানজিন তিশার নম্বরটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমার নামে। অভিযোগ প্রসঙ্গে এখন পর্যন্ত তিন অভিনেত্রী তাদের প্রতিক্রিয়া জানাননি।
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ নিয়ে বড় পর্দায় আসছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এর মধ্যে আরেকটি সুখবর দিলেন তিনি। এবার বিশ্বের অন্যতম সম্মানজনক ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তার আরেক সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ার হবে। শুধু তাই নয়, সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিতও হয়েছে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘কুসুম চরিত্রটি করার জন্য যেকোনো অভিনয়শিল্পী মুখিয়ে থাকেন। চরিত্রটি করা আমার জন্য আনন্দের ছিল।'
ছবিটি রটারড্যাম উৎসবে নির্বাচিত হওয়া নিয়ে জয়া বলেন, ‘ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই গুরুত্বপূর্ণ উৎসবে। আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। আমার এত বছরের চলচ্চিত্র জীবনে এ এক বিশিষ্ট প্রাপ্তি। আর অবশ্যই এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই ছবির নির্মাণে। তাদের জানাই আমার কুর্নিশ।’
পরিচালক সুমন মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’
আগামী ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে উৎসবের মূল আসর। কবে ছবিটির প্রিমিয়ার হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে। ২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল। আগামী মে মাসে ছবিটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, আসছে ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘নকশী কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতিসহ অনেকে।
দেশের প্রেক্ষাগৃহে সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। ৯ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়।
আগামী ২০ ডিসেম্বর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর । তাই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তারই ফলশ্রুতিতে আজ (১৮ ডিসেম্বর) মেহজাবীন তার সিনেমার টিম নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে। এ নিয়ে তুমুল সমালোচনার স্বীকার হয়েছেন এই অভিনেত্রী।
জানা যায়, সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবীন। শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার টিমকে।
পরে সেখানে বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। এ বিষয়ে মেহজাবীন চৌধুরী সবার কাছে ক্ষমা প্রার্থনা করে তার সোশ্যাল হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণ বসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি। আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য। ’
ঢালিউড কুইন শাবনূরের এবারের জন্মদিনটি খুব একটা ভালো কাটলো না! জন্মদিনে তাকে ভক্ত থেকে শুরু করে তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু শাবনূরের কেন যেন অতীতের স্মৃতি খুব মনে পড়ে গেছে। গণমাধ্যমে সেই তিক্ত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই শক্তিমান অভিনেত্রী।
একইদিনে তিনি হারিয়েছেন তার ক্যরিয়ারের একাধিক সফল সিনেমার নির্মাতাকে। গতকালই ছিলো শাবনূরের জন্মদিন। আর সেদিনই পরলোক গমন করেন বাংলাদেশ চলচিত্র জগতের স্বনামধন্য পরিচালক আজাদী হাসনাত ফিরোজ।
এ প্রসঙ্গে শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আজ আমাদের সবাইকে কাদিঁয়ে পরলোকগত হয়েছেন বাংলাদেশ চলচিত্র জগতের স্বনামধন্য পরিচালক আজাদী হাসনাত ফিরোজ। আর আজ আমার জন্মদিন। জীবনের এই বিশেষ আনন্দময় দিনের শুরুতে একজন প্রিয় মানুষের মৃত্যুর খবর আমাকে সারাদিনময় বেদনাচ্ছন্ন করে রেখেছে। আমার অভিনীত ‘কাজের মেয়ে’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ও ‘ফুলের মতো বউ’সহ আরো অনেক সফল সিনেমার পরিচালক ছিলেন তিনি। তার এই অসময়ে চলে যাওয়ার সংবাদে আমি স্মৃতিবিজড়িত হয়ে পড়েছি। তার অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি মহান রবের দরবারে যেন তিনি তার আত্মাকে বেহেস্ত নসিব করেন।’
শাবনূর আরও লিখেছেন, ‘আজকে যারা আমাকে স্মরণ করে, আমাকে ভালবেসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চলচিত্র এবং মাতৃভূমি থেকে এতবছর দূরে থাকার পরও আমার ভক্তকূল আমাকে আজও ভালোবাসে নিজেদের মনের ভিতর সযত্নে রেখে দিয়েছেন, আপনাদের এই ভালোবাসার ঋণ কোন কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি আমি যেন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান আমৃত্যু ধরে রাখতে পারি। সবাই ভাল থাকুন।’
এদিকে, সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন জনপ্রিয় শাবনূর। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তার। অভিনয় দক্ষতায় ইতিহাস গড়া শাবনূরকে এখনও ‘আইডল’ মানেন বর্তমান সময়ের অনেক নায়িকা।
জন্মদিনে গণমাধ্যমকে শাবনূর বলেন, ‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ংকর অভিজ্ঞতা, যে কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। একমাত্র পুত্র আইজানের জন্যই ভবিষ্যতে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
শাবনূর আরও বলেন, ক্যারিয়ারে লম্বা এই সময়ে যত ঝড়ঝাপটা আমার ওপর এসেছে পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধহয় এতটা করতে হয়নি। প্রথম সিনেমা ‘চাঁদনী রাতে’র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, এরপর সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন, সালমানের হত্যা বা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া, কী ফেস করতে হয়নি আমাকে! একইসঙ্গে পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন।’
কাজে ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, গেল বছর ‘রঙ্গনা’ নামে একটি সিনেমায় অভিনয়ের কাজ শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে চলচ্চিত্রটির কাজ এখনও শেষ হয়নি। শিগগিরই কাজে ফেরার ইচ্ছা আছে।