মেরিল-প্রথম আলো পুরস্কারে চরকির জয়গান
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় বসছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের তারা ঝলমলে বর্ণাঢ্য আয়োজনের ২৩তম আসর।
বিনোদন জগতের তারকাদের অংশগ্রহণের বিবেচনায় মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান দেশের সবচেয়ে বড় আসর।
নানা কারণে এই পুরস্কারের প্রতি দেশের তারকা ও সাধারণ মানুষের মধ্যে গভীর উত্তেজনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ প্রিয় তারকা নির্বাচনের জরিপে অংশ নেন। আর চূড়ান্ত ফলাফল জানতে পুরস্কার অনুষ্ঠানের দিনটির জন্য কৌতূহল নিয়ে অপেক্ষায় থাকেন।
কোভিড অতিমারির কারণে ২০২০ ও ২০২১ সাল—এই দুই বছর অনুষ্ঠান হয়নি। তাই এবারের আয়োজনে ছিল সবার নজর। কার হাতে উঠবে সেরাদের সেরা পুরস্কার, দর্শক কাকে বেছে নিবে বছরের সেরা শিল্পী হিসেবে... সব প্রশ্ন, উৎসাহ, উদ্দীপনার অবসান ঘটেছে ২৭ মে।
সমালোচক ও দর্শকদের ভোটে পুরস্কার বিজয়ীদের মধ্যে চরকির কাজের জন্য চারজন পুরস্কার জিতেছেন।
*সমালোচকের রায়ে সেরা
সেরা চলচ্চিত্র অভিনেতা: ফজলুর রহমান বাবু (খাঁচার ভেতর অচিন পাখি)
সেরা ওয়েব সিরিজ বিশেষ সম্মাননা: সুকর্ন সাহেদ ধীমান (বাংকার বয়)
সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী: তাসনিয়া ফারিন (তিথির অসুখ)
*তারকা জরিপে সেরা
সেরা গায়িকা: অবন্তী সিঁথি (রূপকথার জগতে: নেটওয়ার্করে বাইরে)
প্রথমবারের মতো মেরিল-প্রথম আলো পুরস্কারের আয়োজনে উপস্থিত ছিল চরকি। আর প্রথমবারেই চরকির কাজগুলো বাজিমাত করেছে বলা যায়।