অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা জিতলেন জনি ডেপ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছেন মার্কিন অভিনেতা জনি ডেপ। এসময় আদালত অ্যাম্বার হার্ডকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার অর্থদণ্ড দিয়েছেন। খবর বিবিসির।

মাত্র ১৫ মাস সংসার করে ২০১৬ সালের মে মাসে বিচ্ছেদের আবেদন করেন হলিউড তরকা দম্পতি জনি ডেপ ও আম্বার হার্ড।

বিজ্ঞাপন

স্ত্রী আম্বারের অভিযোগ ছিল, জনি তাকে শারীরিক, মানসিক ও মৌখিকভাবে নির্যাতন করতেন তার সাবেক স্বামী ডেপ। তবে, সেসব অভিযোগ অস্বীকার করেছেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত এই অভিনেতা।

২০১৮ সালে সেই নির্যাতনের ঘটনা নিয়ে ওয়াশিংটন পোস্ট–এ একটি উপসম্পাদকীয় লেখেন আম্বার হার্ড। স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন, পত্রিকায় এ নিয়ে নিবন্ধন লেখায় অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন ডেপ।

বিজ্ঞাপন

পরে হার্ডও উল্টো ১০০ মিলিয়ন ডলার মানহানির মামলা করেন জনির বিরুদ্ধে। গত মঙ্গলবার মামলার শুনানি শুরু হয়।

শুনানিতে জুরি দেখতে পান যে হার্ড ডেপের বিরুদ্ধে তার অভিযোগগুলি প্রমাণ করতে পারেনি। এবং তারা দেখতে পান ২০১৮ সালে লেখা নিবন্ধনে নিবন্ধনে অভিযোগগুলো মিথ্যা ছিল।