আইসিইউতে পরিচালক তরুণ মজুমদার
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা তরুণ মজুমদার। বর্তমানে কলকাতায় সরকারি এসএসকেএম হাসপাতালে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসায় পাঁচজন চিকিৎসকের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন সদস্যের একটি দল সারাক্ষণ তাকে নজরে রেখেছেন। ক্যাথিটার দিয়ে তাকে প্রস্রাব করানো হচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা থাকায় বর্ষীয়ান এই পরিচালকের করোনা পরীক্ষা করানো হয়েছে। আজই তার রিপোর্ট আসার কথা।৯২ বছর বয়সী এই জনপ্রিয় নির্মাতা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত, হাই ডায়াবেটিসও রয়েছে। নতুন করে শ্বাসকষ্টজনিত সমস্যা এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে তরুণ মজুমদারের।
ভারতীয় বাংলা সিনেমার এই নির্মাতা বর্ণাঢ্য ক্যারিয়ারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন তিনি।