হিম হিম শীতে প্রতীক-কনার সুরের জাদু



উবায়দুল হক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
হিম হিম শীতে প্রতীক-কনার সুরের জাদু। ছবি: বার্তা২৪.কম

হিম হিম শীতে প্রতীক-কনার সুরের জাদু। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রয়াত বিখ্যাত কণ্ঠশিল্পী বাবা খালেদ হাসান মিলু গেয়েছিলেন ‘বেয়াইনসাব’ গানটি। সেই গানটি আজও ভোলেনি শ্রোতারা। এরই মধ্যে ‘বেয়াইনসাব’ নামে আরেকটি গান নিয়ে হাজির হয়েছেন ছেলে প্রতীক হাসান।

শুক্রবার (৩০ নভেম্বর) হিম হিম শীতের রাতে নতুন ‘এই যে বেয়াইন সাব, ভাব নিয়েন না’ গানটি দিয়েই ময়মনসিংহের দর্শক-শ্রোতাদের মাতালেন তিনি।

এদিন প্রতীক কেবল এ গানটিতেই নিজেকে সীমাবদ্ধ রাখলেন না। একে একে তিনি গাইলেন, ‘বন্ধু তুই লোকাল বাস, তুমি তলে তলে টেম্পু চালাও, গ্রামের ওই নওজোয়ানসহ সাড়া জাগানো আরও বেশ কয়েকটি গান। তবে ‘লোকাল বাস’ গানটি পরিবেশনের আগে তিনি স্মরণ করলেন সহোদর অনুজ প্রীতম হাসানকে। বললেন, তার এ গানটি কম্পোজিশন করেছেন প্রীতমই।

দীর্ঘ সময় পর এই প্রতীক হাসানের মাঝেই ময়মনসিংহবাসী যেন আরও একবার খুঁজে পেল খালেদ হাসান মিলুকে। কেননা তিনি গাইলেন বাবার গাওয়া জনপ্রিয় দুটি গান ‘অনেক সাধনার পরে আমি, পেলাম তোমার মন এবং সেই মেয়েটি।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/01/1543635432223.gif

এদিন সুরের ভেলায় প্রতীক হাসানই যে মুগ্ধতা ছড়ালেন বিষয়টি তেমন নয়। এর অংশীদার হালের আরেক জনপ্রিয় তারকা কণ্ঠশিল্পী ‘রেশমি চুড়ি’ খ্যাত দিলশাদ নাহার কনাও। তার দরাজ কণ্ঠের দুয়ার যেন নগরীর দর্শকদের জন্য খুলে দিলেন। আর তার এই কণ্ঠ যাদুতে বিমোহিত হলেন তরুণ-তরণী, যুব-কিশোর থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত।

সুরেলা এই কণ্ঠশিল্পী উপহার দিয়েছেন একেএকে ১০টি গান। এর মধ্যে ‘রেশমি চুড়ি, ইমরানের সঙ্গে গাওয়া গান প্রেমের বাক্স, পোড়ামন-২ সিনেমায় গাওয়া ওহে শ্যাম, আমি ডানা কাটা পরী উল্লেখযোগ্য।

প্রতীক হাসান এবং কনার এমন সুরের যাদুর উপলক্ষ অবশ্য তৈরি করে দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। সিটি করপোরেশনের প্রথম প্রশাসক মো. ইকরামুল হক টিটু টানা সাতবারের মতো একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন। মূলত এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য প্রতিবছরই অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। আর এ অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুও থাকে একটি সংগীতানুষ্ঠান। যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় পর্যায়ের সংগীত শিল্পীদেরও হায়ার করে আনা হয়।

সুহাসিনী গায়িকা কনা এ পর্যন্ত তিনবার এসেছেন ময়মনসিংহের এই অনুষ্ঠানে। বিষয়টি গানের ফাঁকে নিজেই দর্শকদের জানালেন। তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ আমার ভীষণ ভালো লাগে। সিটি করপোরেশনের প্রথম প্রশাসক ইকরামুল হক টিটু ভাইয়ের বদান্যতায় তৃতীয়বারের মতো এ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই উৎফুল্ল। প্রতিবারই এখানে এসে দর্শকদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/01/1543635457808.gif

‘লোকাল বাস’ আর ‘বেয়াইনসাব’ গানটি ইউটিউবে ব্যাপক সাড়া পড়ায় রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান প্রতীক হাসান। তবে সামনে থেকে কখনো তার গান শোনার সৌভাগ্য হয়নি গানপাগল ময়মনসিংহের দর্শকদের। স্বভাবতই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনিই। মঞ্চে ওঠার পর দর্শকদের অনুরোধে শুরুর দিকে ওই গান দুটিতেই মাতোয়ারা করে তুলেন দর্শকদের। আর শেষটা করেন বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসের কিংবদন্তি শিল্পী সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুর গাওয়া ‘তুমি কেন বোঝ না তোমাকে ছাড়া আমি অসহায়’ গানটি দিয়ে।

তাকে স্মরণ করে তিনি বলেন, ‘শিল্পীদের কখনো মৃত্যু হয় না, সাময়িক প্রস্থান হয় মাত্র। তারা সারাজীবন বেঁচে থাকেন গানপাগল এসব মানুষের মাঝেই।’

অপেক্ষা ছিল কনা আর প্রতীক হাসান ডুয়েট গাইবেন। উপস্থাপক সজল কোরায়শী এই কথাটি মাইকে ঘোষণাও করেছিলেন। মঞ্চে তখন কনা। কিন্তু ঘড়ির কাটায় তখন রাত সোয়া ১১টা। উন্মাতাল তারুণ্যের তখন বাড়ি ফেরার পালা। অভিভাবকরা তাড়া দিচ্ছে সন্তানদের বাড়ি ফিরতে। ফলে কিছুক্ষণ আগেও কনার কণ্ঠের জাদুতে যে তরুণীরা মাতোয়ারা হয়ে নেচেছিল। সেই তরুণীরাই ছাড়তে শুরু করে অনুষ্ঠানস্থল। বিষয়টি দৃষ্টি এড়ায়নি কনার। তবে ছেলেরা মাঠে থাকলেও কনা তাদের হতাশই করলেন। আর শোনা হল না কণা-প্রতীকের ডুয়েট গান।

   

হলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিতে টাবু



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

টাবু / ছবি : ইন্সটাগ্রাম

  • Font increase
  • Font Decrease

ডেনিস ভিলেনিউভ পরিচালিত ব্লকবাস্টার হলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ডুন’-এর প্রিকুয়েল সিরিজ ‘ডুন : প্রোফেসি’তে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের টাইমলেস বিউটি টাবু।

আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, টাবু এই সিরিজে সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় অভিনয় করবেন। যে চরিত্রকে ভ্যারাইটি ‘শক্তিশালী, ‘বুদ্ধিমান’ এবং ‘আকর্ষণীয়’ চরিত্র হিসাবে বর্ণনা করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়ার মতো চরিত্র এটি।

টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

এইবিও ম্যাক্সের সিরিজ ‘ডুন : প্রোফেসি।’ এটি ব্রায়ান হারবার্ট এবং কেভিন জে অ্যান্ডারসনের ‘সিস্টারহুড অফ ডুন’ উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। এর আগে সিরিজটির নাম ছিল ‘ডুন : দ্য সিস্টারহুড।’

এর আগেও আন্তর্জাতিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে টাবুর। তিনি ‘দ্য নেমশেক’, ‘লাইফ অব পাই’ এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’তে অভিনয় করেছিলেন।

‘ডুন : প্রোফেসি’র প্রিমিয়ারের তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা। এই সিরিজে আরও আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রন, সারাহ-সোফি বসনিনা এবং শ্যালম ব্রুন-ফ্র্যাঙ্কলিন।

টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

টাবু অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘ক্রু’। তিন নারী বিমানবালার গল্প নিয়ে তৈরী এই হিন্দি সিনেমা বক্সঅফিসে দারুণ সফলতা পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, কপিল শর্মা প্রমুখ।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

;

মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে টিজার নিয়ে হাজির চঞ্চল



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী

‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী

  • Font increase
  • Font Decrease

২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিদায় নেন উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। তার মৃত্যুতে কলকাতাজুড়ে নেমেছিল শোকের ছায়া। হাজার হাজার দর্শক, সিনেমা অঙ্গনের মানুষ রাস্তায় নেমেছিল প্রিয় নির্মাতাকে শেষ শ্রদ্ধা জানাতে।

গতকাল ছিল (১৪ মে) মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। চিরবিদায়ের সেই দৃশ্য দিয়েই শুরু হয়েছে ‘পদাতিক’ সিনেমার টিজার। যেটা নির্মিত হয়েছে মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে। বানিয়েছেন সৃজিত মুখার্জি। টলিউডের এই ছবি বাংলাদেশের জন্য বিশেষ, কারণ এর কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

‘পদাতিক’-এর দৃশ্য

এক মিনিট ৩৭ সেকেন্ডের এই ঝলকে ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য উপস্থাপন করা হয়েছে। সিনেমার প্রতি মৃণাল সেনের ভালোবাসা, বিশ্ব মঞ্চে বাংলা সিনেমা তুলে ধরা কিংবা স্ত্রীর সঙ্গে গীতা সোমের সঙ্গে তার সম্পর্ক; এসবের টুকরো চিত্র দেখানো হয়েছে টিজারে। আর শেষটা হয়েছে সিনেমাটিক কায়দায়, চঞ্চলের মুখে ‘কাট ইট’ সংলাপ দিয়ে।

‘পদাতিক’-এর দৃশ্য

ছবিটি নিয়ে চঞ্চল চৌধুরী আগেই বলেছেন, ‘মৃণাল সেনের চরিত্রে অভিনয় করাটা একটা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবু দুঃসাহস নিয়ে, কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা। তার ওপর সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করা। সৃজিতের কাজগুলো দেখে আগে থেকেই তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল।’

‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী

‘পদাতিক’-এ মৃণালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ। এছাড়াও ছবিটিতে আছেন জীতু কমল, কোরাক সামন্ত প্রমুখ। ছবির সংগীতের দিকটা সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। টিজার প্রকাশ করা হলেও ছবিটির মুক্তির তারিখ এখনও উন্মোচন করেননি সংশ্লিষ্টরা।

;

পরী, মিমের পর এবার স্বস্তিকার সঙ্গে শরিফুল রাজ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
শরিফুল রাজ ও স্বস্তিকা মুখার্জি

শরিফুল রাজ ও স্বস্তিকা মুখার্জি

  • Font increase
  • Font Decrease

মেধাবী চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ এখন ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চিত। মাঝে নতুন নায়িকার বিপরীতে ‘কাজলরেখা’, `ওমর’ সিনেমাগুলো করলেও সেটি খুব একটা জমে ওঠেনি। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি ছিল জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের বিপরীতে ‘পরাণ’। এর আগে তিনি অভিনয় করেছেন আরেক জনপ্রিয় স্ত্রী এবং তার একসময়ের স্ত্রী পরীমণির সঙ্গে। এবার আরেক প্রখ্যাত নায়িকার বিপরীতে কাজ করতে চলেছেন শরিফুল রাজ।

হিমু আকরামের পরিচালনায় ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি ছবিতে নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, এমন খবর বেশ পুরনো। ছবিটির শুটিংয়ের তারিখ কয়েক দফা পিছেয়েছে।

স্বস্তিকা মুখার্জি

গত বছরের সেপ্টেম্বরে নাট্য নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ ছবির ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, নায়িকা থাকছেন স্বস্তিকা মুখার্জি। তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা জানাতে পারেননি। নির্মাতা বলেছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। অবশেষে পাওয়া গেল স্বস্তিকার নায়ক। তিনি হলেন শরিফুল রাজ। প্রযোজনা সংস্থার সূত্রে স্বস্তিকার নায়ক হিসেবে শরিফুল রাজের চুক্তিবদ্ধ হওয়ার খবর জানা যায়। যদিও এ ব্যাপারে নির্মাতা হিমু আকরামের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

‘আতলাবানু জোসনা দেখেনি’ প্রযোজনা করতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া। শরিফুল রাজ-স্বস্তিকা ছাড়াও ‘আতলাবানু জোসনা দেখেনি’ ছবিতে মামুনুর রশীদ ইরেশ যাকের, সোহেল মণ্ডলসহ অনেকের অভিনয়ের কথা আছে।

শরিফুল রাজ

বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম ছবি বানাবেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে অনেকটা রহস্যে ঘেরা গল্পে এ ছবির শুটিং হওয়ার কথা আছে চলতি বছরে।

;

এবার সেমি ক্ল্যাসিক্যাল গেয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা অনির্বাণ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
অনির্বাণ ভট্টাচার্য

অনির্বাণ ভট্টাচার্য

  • Font increase
  • Font Decrease

‘কিচ্ছু চাইনি আমি’ গেয়ে রাতারাতি গায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন টালিগঞ্জের অন্যতম মেধাবী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমার গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। গানটির জন্য ফিল্মফেয়ারসহ একাধিক পুরস্কারও ঝুলিতে পুরেছেন অনির্বাণ।

গানটি প্রকাশের প্রায় ছয় বছর পর আবারও গান গেয়ে আলোচনায় এলেন এই অভিনেতা কাম নির্মাতা। কলকাতার টিভি চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা লেজেন্ডস’-এর মঞ্চে ‘নয়ন সরসী কেন ভরেছে জলে’ গানের প্রথম কলি গেয়ে প্রশংসা পেয়েছেন অনির্বাণ।

‘সারেগামাপা লেজেন্ডস’-এর মঞ্চে গায়ক অভিজিৎ ভট্টাচার্য ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

মুকুল দত্তের লেখা গানটি কিশোর কুমারের সুরে গেয়েছেন ভারতীয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। অনিবার্ণের কণ্ঠে নিজের গাওয়া গান শুনে অভিজিৎও মুগ্ধ হয়েছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অনির্বাণ।

জি বাংলার ফেসবুক পেজে অনির্বাণের গানের ভিডিওটি প্রকাশ্যে আসার পর সেটি ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই ফেসবুকে লিখেছেন, ‘অপূর্ব। কত কী যে লুকিয়ে রেখেছেন ওই অভিনয়ের আড়ালে!’ কেউ কেউ আবার লিখেছেন, ‘অর্নিবাণ দাদা, এত দিন তোমার মুভিতে অভিনয় দেখেছি। অভিনয়ে তো তুমি সেরা, কিন্তু গানের গলা যে তোমার এত সুন্দর, জানতাম না। তুমি সবেতেই সেরা।’

এর আগে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্রাকুলা স্যার’ সিনেমায় ‘প্রিয়তমা’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

মঞ্চ, চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। বাদল সরকারের নাটক অবলম্বনে ‘বল্লভপুরের রূপকথা’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন অনির্বাণ। আগামী ১৪ জুন মুক্তির অপেক্ষায় থাকা ‘অথৈ’ সিনেমায় দেখা যাবে অনির্বাণকে।

;