কুমার শানুর সঙ্গে গাইলেন বেলি আফরোজ



কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম
কুমার শানুর সঙ্গে গাইলেন বেলি আফরোজ

কুমার শানুর সঙ্গে গাইলেন বেলি আফরোজ

  • Font increase
  • Font Decrease

‘পাওয়ার ভয়েজ’ খ্যাত গায়িকা বেলি আফরোজ। বছরের পুরোটা সময় বিভিন্ন লাইভ কনসার্ট ও টিভি শো নিয়ে ব্যস্ত থাকলেও মৌলিক গানও মাঝে মধ্যে প্রকাশ করে থাকেন তিনি। এবার এই গায়িকা এবার কিংবদন্তি ভারতীয় কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন।

মুম্বাই থেকে বেলি গানটি নিয়ে জানান, গানটি রোমান্টিক ঘরানার। পরিকল্পনা আছে কলকাতা ও ঢাকা থেকে একই সঙ্গে গানটি প্রকাশ করার।

সংগীতজীবনের শুরু থেকেই কুমার শানুর সঙ্গে গান গাওয়ার ইচ্ছা ছিল। এবার পরিচালক এম এইচ রিজভী ভাই সেই সুযোগ করে দিয়েছেন। এরই মধ্যে স্টুডিওতে গানটির ভিডিও ধারণ করেছি আমরা। মুম্বাইয়ের কিছু লোকেশনে আউটডোর শুটিংও করব। গান ও ভিডিও দুটিই দর্শক-শ্রোতারা পছন্দ করবে আশা করি।’

মুম্বাইয়ের ‘পঞ্চম স্টুডিও’তে ১২ আগস্ট গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘হামসফর’ শিরোনামের গানটি বাংলা ও হিন্দি ভাষার মিশেলে তৈরি। এর কথা ও সুর করেছেন কলকাতার পল্লব গৌতম।রেকর্ডিং শেষে কুমার শানুর সঙ্গে তোলা বেশ কিছু ছবি ও গানটির স্টুডিও ভার্সনের অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন বেলি।

উল্লেখ্য, সবশেষ ‘তোকে চাই’ শিরোনামে গান-ভিডিও প্রকাশ করেছিলেন বেলি।

কুড়িগ্রামে ২৫ হাজার দর্শক মাতালেন আঁখি আলমগীর



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
কুড়িগ্রামে ২৫ হাজার দর্শক মাতালেন আঁখি আলমগীর

কুড়িগ্রামে ২৫ হাজার দর্শক মাতালেন আঁখি আলমগীর

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানের পাখি আঁখি এবার এক শো’তে ২৫ হাজার দর্শক মাতালেন। গত শনিবার (১৮ মার্চ) উত্তরবঙ্গের কুড়িগ্রামের নাগেশ্বরীতে এই উল্লেখযোগ্য দর্শকদের সামনে মঞ্চ মাতালেন শ্রোতাপ্রিয় ও সুন্দরী সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। তার সঙ্গে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।

আঁখি জানান, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই পারফর্ম করেন তিনি ও ফেরদৌস। উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টেলিভিশন উপস্থাপিকা মার্জান সুমি।

জানা যায়, এই অনুষ্ঠান উপভোগ ও প্রিয় তারকাদের দেখতে মাঠে ভিড় জমায় হাজার হাজার শ্রোতা-দর্শক। এমনকি অনেকে জায়গা না পেয়ে গাছের ডালে, ভবনের ছাঁদে উঠেও দেখেন অনুষ্ঠানটি। ৫০ বছর পূর্তির ওই অনুষ্ঠানের প্রথম পর্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে এম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর এই অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার শ্রোতা-দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল প্রতিষ্ঠানটি।

প্রায় সিকি লক্ষ দর্শক-শ্রোতার সামনে মঞ্চ মাতানো আঁখি আলমগীর তার প্রতিক্রিয়ায় বলেন, বিপুল দর্শক- শ্রোতার মাঝে লাইভ পারফরমেন্স করার মজাই আলাদা। ওখানকার অডিয়েন্স দারুণ ছিল। খুব ভালো লেগেছে গানে গানে তাদেরকে সুরের মূর্ছনায় মাতিয়ে দিতে।

;

চিত্রনায়ক শাকিবের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক রহমত উল্ল্যাহ। তার এই অভিযোগের খবর প্রকাশ্যে আসার তিন দিন পর ডিবিতে লিখত অভিযোগ দায়ের করেছেন শাকিব খান।

রোববার (১৯ মার্চ) শাকিব খান ডিবি কার্যালয়ে গিয়ে এই অভিযোগ করেন।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন।

তিনি ফোনে বলেন, ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে, তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে সেটি তিনি আমাদের জানাতে চান। এরপর একটি লিখিত অভিযোগসহ ডিবি কার্যালয়ে আসেন নায়ক শাকিব।

ডিবি প্রধান হারুন বলেন, আবেদনে শাকিব দাবি করেছেন- রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এর আগে, শনিবার রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। তবে পুলিশ মামলাটি নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয় তাকে।

তার আগে প্রযোজক খোরশেদ আলম বলেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় রহমত উল্লাহ ও শাকিব খানকে নিয়ে বসেছিলাম আমরা। সেখানে দুই পক্ষেরই বক্তব্য শুনেছি। কথা বলে যা বুঝতে পারছি, বিষয়টি সহসাই সমাধান হচ্ছে না।

খোরশেদ আলম আরও বলেন, দুই পক্ষেরই অসংখ্য অভিযোগ রয়েছে। এ নিয়ে আমাদের আবারও বসতে হবে। তবেই বিষয়টি সমাধান হতে পারে।

তার আগে, বুধবার (১৫ মার্চ) বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান প্রযোজক রহমত উল্লাহ।

অভিযোগপত্রে নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ (NSW Police reference no: E 62494959) এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়া প্রবাসী এ বাঙালি প্রযোজক।

এছাড়াও অস্ট্রেলিয়ায় নারী ধর্ষণ করার মতো অভিযোগ তোলা হয় শাকিব খানের বিরুদ্ধে।

;

ডিবি কার্যালয়ে শাকিব খান



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক রহমত উল্ল্যাহ’র বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

রোববার (১৯ মার্চ) বিকেল ৩টার পর গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন।

তিনি জানান, শাকিব খান তার কোনো সমস্যার বিষয়ে কথা বলতে গোয়েন্দা কার্যালয়ে এসেছেন। গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এর আগে, শনিবার রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। তবে পুলিশ মামলাটি নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেওয়া হয় তাকে।

তার আগে প্রযোজক খোরশেদ আলম বলেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় রহমত উল্লাহ ও শাকিব খানকে নিয়ে বসেছিলাম আমরা। সেখানে দুই পক্ষেরই বক্তব্য শুনেছি। কথা বলে যা বুঝতে পারছি, বিষয়টি সহসাই সমাধান হচ্ছে না।

খোরশেদ আলম আরও বলেন, দুই পক্ষেরই অসংখ্য অভিযোগ রয়েছে। এ নিয়ে আমাদের আবারও বসতে হবে। তবেই বিষয়টি সমাধান হতে পারে।

তার আগে, বুধবার (১৫ মার্চ) বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান প্রযোজক রহমত উল্লাহ।

অভিযোগপত্রে নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ (২০১৭) সিনেমায় অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ (NSW Police reference no: E 62494959) এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন, চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়া প্রবাসী এ বাঙালি প্রযোজক।

এছাড়াও অস্ট্রেলিয়ায় নারী ধর্ষণ করার মতো অভিযোগ তোলা হয় শাকিব খানের বিরুদ্ধে।

;

মিরপুর মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
মিরপুর মাতিয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান

মিরপুর মাতিয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান

  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত কনসার্ট মাতালেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান।

শনিবার (১৮ মার্চ) রাতে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর খেলার মাঠে এ কনসার্টটি অনুষ্ঠিত হয়।

সেখানে গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। তাহসান মঞ্চে একে একে পরিবেশন করেন ‘সামনে তুমি দাঁড়িয়ে’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কেন অবেলায় পেলাম তোমায়’, ‘বিন্দু’, ‘প্রেম তুমি’’ গানগুলো।

সবশেষে গেয়ে শোনান ‘আলো আমার আলো’ গান। সবাই মোবাইলের আলো জ্বেলে তাহসানের গানে কণ্ঠ মিলিয়েছেন। অন্যরকম এক আবহ তৈরি হয় ফুটবল মাঠে। তাঁর বিভিন্ন গানের সঙ্গে নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা তার সঙ্গে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নতুন প্রজন্ম তাহসানের গানের ভক্ত। বিশেষ করে তরুণীদের কাছে তিনি রীতিমত ক্রাশ। কুষ্টিয়ায় তাঁর প্রথমবারের মতো আসা। মিরপুরে অনুষ্ঠিত এই তাহসানের কনসার্টে তার গানে বাঁধভাঙা উচ্ছ্বাস তৈরি হয়।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান কেবলই দর্শক-শ্রোতার কাছে শুধু একজন কণ্ঠশিল্পী নন, তিনি একজন গুণী অভিনয় শিল্পীও। তার অভিনীত নাটক দারুণ জনপ্রিয়। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আবার পেয়েছেন লেখক খ্যাতিও। প্রথম প্রকাশিত বই ‘অনুভূতির অভিধান’ স্থান পেয়েছে ‘বেস্ট সেলার’-এর তালিকায়। আরো অনেক পরিচয় ও সুখ্যাতি রয়েছে তাহসান খানের।

কনসার্টটির আয়োজন করে মিরপুর উপজেলা প্রশাসন। তাহসান ছাড়াও কনসার্টে দুষ্ট পোলাইনখ্যাত শিল্পী ঐশীও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন তার বক্তব্যে বলেন, কামারুল আরেফীন বলেন, বাংলাদেশে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের সময় চলছে। এই বাংলাদেশ আগে ডিজিটাল বাংলাদেশ ছিলো, এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

মিরপুরের মানুষ আজ এই স্মার্ট মানুষ কে দেখতে এসেছে, স্মার্ট শিল্পীর গান শুনতে এসেছে। এখানকার মানুষ যেন তাহসানের গান শুনে মন ভরাতে চাই। আজকের এই ধামাকা অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয় এবং সুশৃঙ্খল হয় এজন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হারুন অর রশীদ বলেন, মনোমুগ্ধকর এই অনুষ্ঠান নিশ্চয়ই মিরপুর উপজেলাবাসীকে আলাদা আনন্দ উল্লসিত উৎফুল্ল করে তুলবে।

গানের ফাঁকে ফাঁকে এ জনপ্রিয় শিল্পী তরুণদের উদ্দেশ্যে বলেন, আত্মহত্যার প্রবনতা কমাতে হবে। তিনি বলেন, জীবন সবার জন্য যুদ্ধ। এটা কিভাবে পাড়ি দিতে হবে সেটা নিজেকেই বেছে নিতে হবে।তোমাকে বাঁচতে হবে এবং এগিয়ে যেতে হবে তোমার নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য। জীবনযুদ্ধে কখনো হারানোর নয়, একসাথে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। তাই এই মিরপুর উপজেলার কেউ যেন আর আত্মহত্যা না করে।

;