রজনীকান্তের মেয়ে সৌন্দর্যা ফের মা হলেন

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রজনীকান্তের মেয়ে সৌন্দর্যা ফের মা হলেন

রজনীকান্তের মেয়ে সৌন্দর্যা ফের মা হলেন

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তামিল সুপারস্টার রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্যা রজনীকান্ত। ছেলের নাম রেখেছেন বীর রজনীকান্ত বনাঙ্গমুড়ি।

পেশায় চলচ্চিত্র নির্মাতা সৌন্দর্যা তার গর্ভাবস্থার সময় থেকেই ফটোশুটের ঝলক শেয়ার করছিলেন। দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিয়ে আরও এক মধুর পারিবারিক ছবি ভাগ করে নিলেন তিনি। সে ছবিতে বড় ছেলে বেদ আর স্বামী বিশাগান জড়িয়ে রয়েছেন সৌন্দর্যাকে। আরও একটি ছবিতে মায়ের সঙ্গে নবজাতকের এক ঝলক উপস্থিতি। বীরের ছোট্ট আঙুল ধরে আছেন সৌন্দর্যা।

বিজ্ঞাপন

ছবি পোস্ট করে সৌন্দর্যা লিখেছেন, “ঈশ্বরের কৃপায় এবং আমাদের বাবা-মায়ের আশীর্বাদে বিশাগান, বেদ এবং আমি আজ, ১১ তারিখে বেদের ছোট ভাই বীর রজনীকান্ত বনাঙ্গমুড়িকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। ডাক্তারদেরও ধন্যবাদ।”

সেই পোস্টের নিচে বলিউড তারকা অভিষেক বচ্চন সৌন্দর্যাকে অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন