নৃত্যশিল্পী অভিরূপ শর্মার একক পরিবেশনা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নৃত্যশিল্পী অভিরূপ শর্মার একক পরিবেশনা

নৃত্যশিল্পী অভিরূপ শর্মার একক পরিবেশনা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তরুণ নৃত্যশিল্পী, প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী এবং এদেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য নৃত্যশিল্পীদের জন্য সম্প্রতি একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করতে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে।

৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিশ্রুতিশীল এবং তরুণ নতুন নৃত্যশিল্পীদের নির্বাচন করার জন্য একটি অডিশন অনুষ্ঠিত হয়েছিল। উৎসবের ১০তম দিনে নৃত্যশিল্পী অভিরূপ শর্মা হৃদয় মঞ্চে তার প্রথম একক পরিবেশন করেন। তিনি ‘সূত্রা’ নামে একটি ভরতনাট্যম আইটেম পরিবেশন করেন।

বিজ্ঞাপন

এটি প্রখ্যাত নৃত্য গুরু রাজদীপ ব্যানার্জি দ্বারা নির্মিত এবং অমিত চৌধুরী দ্বারা প্রশিক্ষিত। তিনজন বিশিষ্ট নৃত্য বিশেষজ্ঞ ড. সোমা মমতাজ, আমানুল হক, নিগার চৌধুরী সমস্ত নৃত্য পরিবেশনা মূল্যায়নের জন্য সেদিন উপস্থিত হয়েছিলেন।

অভিরূপ শর্মার পরিবেশনা শেষে বিচারক, প্রবীণ সবাই মঞ্চে তার প্রথম একক নাচের ভূয়সী প্রশংসা করেন ।

বিজ্ঞাপন