‘আমাকে কিছুদিন সময় দিন’- বেবি বাম্প নিয়ে বুবলি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘আমাকে কিছুদিন সময় দিন’- বেবি বাম্প নিয়ে বুবলি

‘আমাকে কিছুদিন সময় দিন’- বেবি বাম্প নিয়ে বুবলি

  • Font increase
  • Font Decrease

সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলি। যার ক্যাপশনে বুবলী লেখেন ‘আমি আমার জীবনের সাথে, ফিরে দেখা আমেরিকা’।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া ছবির ক্যাপশন থেকে বোঝা গেছে এটি ২০২০ সালে তিনি আমেরিকা থাকালীন ছবি। এ ছবির রহস্য উন্মোচনে সাংবাদিকরা যখন তাকে খুঁজে পাচ্ছিলো না, তখন জানা যায় তিনি ‘চাদর’ ছবির শ্যুটিং এ ব্যস্ত।

সেখানে মুখোমুখি হন গণমাধ্যমের। তিনি এ বিষয়ে খুব বেশি কিছু বলতে চাইলেন না।

তিনি শুধু বলেন, আমি এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে...। আজ যেহেতু অন্য একটি সিনেমার শুটিংয়ে আছি, তাই তাদের বিরক্ত করতে চাচ্ছি না। যেহেতু বিষয়টা সেনসিটিভ, আমি কয়েকদিনের মধ্যে সব কিছু আপনাদের জানাবো! আমার প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন দু’টি ভিন্ন বিষয়। তাই আপাতত এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি। দ্রুতই একটি সংবাদ সম্মেলন ডেকে এ বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরবো।

বুবলি আরও বলেন, কিছু ব্যাপার তো আছেই। প্রত্যেকটা ঘটনার পিছনেই ঘটনা থাকে। আপনারা দয়া করা এ নিয়ে কোনো অপব্যাখ্যা দেবেন না। আমরা তারকা হলেও আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে। 


সামাজিক মাধ্যমে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জয়কে শাকিবের শুভেচ্ছা জানিয়ে পোস্টের পরই মূলত বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বুবলী।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল বুবলীর সঙ্গে শাকিব খান প্রেম করছেন। দুজন বিয়ে করছেন বলেও মিডিয়ায় গুঞ্জন আছে!

শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে।

এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু।

যার ফলে রেগে গিয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলী। তবে সত্যিটা কী, তা তো সময়ই বলে দেবে!

নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী। অভিনয়ে আসার আগে তিনি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

   

দর্শককে কাঁদিয়ে ছাড়লেন মোশাররফ-জুই দম্পতি!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি : সংগৃহিত

ছবি : সংগৃহিত

  • Font increase
  • Font Decrease

রোমান্টিক আর থ্রিলার নাটক সিনেমাই এখন বেশি হচ্ছে। এগুলোর ভিউ বেশি বলেই হয়ত নির্মাতারা একই গণ্ডিতে ঘুরপাক খাচ্ছেন। ফলে সামাজিক বার্তা নির্ভর নাটকের কাজ এখন অনেকটাই কমে গেছে। সম্প্রতি একটি নাটক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে যেখানে মূল গল্পটাই ছিল একটা সামাজিক বার্তা পৌঁছানো।

গল্পে দেখা যায়, মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের মানুষকে উপকার করেন কিন্ত সেখানে কিছুটা যন্ত্রণাও দেন। একটা সময় স্ত্রী যখন তাকে প্রশ্ন করে, এমনটা কেন করছে-তখন সে জানায় সেটা পরিকল্পিত এবং ইচ্ছাকৃত। মানুষ মানুষকে উপকার করলে মনে রাখে না, বিপদে এগিয়ে আসে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, এ দম্পতির একটি সন্তান ছিল যে এক্সিডেন্টে মারা যায় এবং সেসময় তার মেয়েকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।

গত মাসে ইউটিউবে মুক্তি পাওয়া এ নাটকের নাম 'লাভে আছে লসে নেই'। এটি এখন পর্যন্ত দেখেছেন প্রায় চল্লিশ লাখ দর্শক। মন্তব্যের ঘরে গল্পের বার্তা নিয়ে অসংখ্য প্রশংসাসূচক মন্তব্য।

একজন লিখেছেন, এটা শুধু একটা নাটকই না, বর্তমান সময়ে খুব ভালো একটা বার্তা। এরকম একটা গল্পের জন্য পরিচালক ও মোশাররফ করিমকে বিশেষ ধন্যবাদ।
আরেকজন লিখেন, বর্তমান সময়ের বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে। নাটকটি দেখে অনেক কাঁদলাম। এটাই আমাদের সমাজ। উপকার করা মানুষগুলো দিনশেষে কারও উপকার পায় না। খুব খারাপ এই সমাজের মানুষগুলো।

নিজের গল্পে, চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। তিনি বলেন, খুবই সাদামাটা একটা গল্প কিন্তু দর্শক সেটাকে পছন্দ করেছে। ইউটিউব কিংবা সোশ্যালের সব জায়গায় শুধু নাটকটির বার্তা নিয়ে সবাই অনেক প্রশংসা করছেন। আমি যে মেসেজটা সবার কাছে পৌঁছাতে চেয়েছি তারা সেটা অনুভব করতে পেরেছেন। একজন নির্মাতা হিসেবে এটাই সার্থকতা।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাখি চৌধুরী, মিশকাত মাহমুদ, মাহমুদা মাহিয়া, জাভেদ গাজী, হানিফ পালোয়ান, পারভেজ সুমন প্রমুখ।

;

প্রতিবন্ধী দিবসে জ্যোতি সিনহার চলচ্চিত্র



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি : সংগৃহিত

ছবি : সংগৃহিত

  • Font increase
  • Font Decrease

রূপা যখন শহরজীবনে সম্পর্ক-চাকরি নানা বিষয়ে সমস্যায় জর্জরিত, সে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, এমন সময় আলো নামের একটি মেয়ের টেক্সট আসে মেসেঞ্জারে। সে বলে, তার দুঃখের কাছে পৃথিবীর আর সব দুঃখ তুচ্ছ। রূপা আর আলোর মধ্যে একটা ভার্চুয়াল গভীর সম্পর্ক গড়ে ওঠে। আলোর করুণ গল্প শুনে রূপা ভুলে যায় নিজের জীবনের যন্ত্রণা। একদিন রূপা চলে যায় আলোর কাছে। দুজনে মিলে মুক্তির স্বাদ খুঁজে পায়। কিন্তু এর মধ্যে রূপার সংকটগুলো বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত রূপা কি পারবে আলোর জীবনে প্রকৃত সহযাত্রী হয়ে থাকতে?

মানবিকতার টানাপড়েনের এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আলো আমার আলো’ নামের মুক্তদৈর্ঘ্য সিনেমা। আলো নামের একটি পঙ্গু মেয়ের সত্যিকারের গল্প নিয়ে। সেখানে জ্যোতি সিনহা অভিনয় করছেন রূপা চরিত্রে। আলোর ভূমিকায় অভিনয় করছেন অপর্ণা বন্দনা। এতে আরো অভিনয় করেছেন মণি বড়ুয়া, বিলকিস বেগম, বিধান সিংহ সহ আরো অনেকেই। কাহিনিচিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় শুভাশিস সিনহা। প্রযোজক উত্তম কুমার সিংহ।

সিনেমাটিতে কলকাতার প্রখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিক গান করেছেন। আগামী ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে বঙ্গ ড্রামার ইউটিউব চ্যানেলে কাহিনিচিত্রটি প্রকাশিত হবে।

;

ভিন্ন প্রথায় রণদীপ হুদার বিয়ে, ছবি ভাইরাল



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
রণদীপ হুদার বিয়ের ছবি

রণদীপ হুদার বিয়ের ছবি

  • Font increase
  • Font Decrease

প্রেম ছিল সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে। এরপরও একাধিক প্রেমের গুঞ্জন ছিল। কিন্তু বিয়েটা করা হয়ে উঠছিল না। অবশেষে ৪৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের মেধাবী অভিনেতা রণদীপ হুদা।

একে তো এতো বয়সে বিয়ে, তার ওপর ভিন্ন প্রথায় বিয়ের কর্মযজ্ঞ। সব মিলিয়ে রণদীপ হুদার বিয়ের ছবি ভাইরাল হতে আর সময় লাগেনি। গত ২৯ নভেম্বর মণিপুরে ঐতিহ্যবাহী মণিপুরী রীতি মেনে লিন লাইশরামকে বিয়ে করলেন তিনি।

বিয়ের পরে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে, আমরা এক হলাম।’

রণদীপ হুদার বিয়ের ছবি 

বিয়ের অনুষ্ঠানে রণদীপ এবং লিন দুজনকেই মণিপুরী পোশাকে দেখা যায়। রণদীপ পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা ধুতি, ফতুয়া আর চাদর। মাথায় সাদা পাগড়ি, কপালে তিলক।

অন্যদিকে কোনো ডিজাইনার লেহেঙ্গা নয়, লিন পরেছিলেন মেরুন আর সোনালি রঙের পটলোই। এটিও মণিপুরের একটি ঐতিহ্যবাহী পোশাক। মাথায় মুকুট। নজর কেড়েছে লিনের সোনার গয়না।

এ তারকা জুটির বিয়েতে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সকলের জন্য একটি রিসিপশনের আয়োজন করবেন তারা।

২০০১ সালে মনসুন ওয়েডিং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে- জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি।

রণদীপ হুদার বিয়ের ছবি 

অন্যদিকে লিন লাইশরাম ভারতের একজন তারকা মডেল ও অভিনেত্রী। লিন বলিউডে আত্মপ্রকাশ করেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ‘ওম শান্তি ওম’ দিয়ে। তাকে শেষ দেখা গিয়েছিল সুজয় ঘোষের ‘জানে জান’ ছবিতে। লিনের নিজের একটি জুয়েলারি ব্র্যান্ডও রয়েছে।

;

‘১৯৭১ সেই সব দিন’ ঠাকুরগাঁওয়ে প্রদর্শনী হবে ডিসেম্বরে



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঠাকুরগাঁওয়ে ইএসডিও'র সৌজন্যে '১৯৭১ সেই সব দিন' চলচ্চিত্রটি ডিসেম্বর মাসে তিন দিনব্যাপী প্রদর্শনী করা হবে।

বুধবার (২৯ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রধান কার্যালয়ের সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আক্তার, ১৯৭১ সেই সব দিন চলচ্চিত্রটির পরিচালক হৃদি হক, অভিনেতা লিটু আনাম, অভিনেত্রী মৌসুমী হামিদ।

তারা জানান, ৩ ডিসেম্বর ১৯৭১ এ বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় পাকিস্তান হানাদার বাহিনী। নতুন সূর্য ওঠা আলোয় মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ ঠাকুরগাঁও শহরে এই দিনে ওড়ায় বাংলাদেশের লাল সবুজ হলুদ পতাকা। তাই এ ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে আগামী ১,২ এবং ৩ ডিসেম্বর ইএসডিও’র পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় হৃদি হক পরিচালিত চলচ্চিত্র ‘১৯৭১ সেই সব দিন’ ৫টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যা আগামী ১ ও ২ ডিসেম্বর বিকাল ৪ টায়, সন্ধ্যা ৭ টায় এবং ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রদর্শনী করা হবে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে।

একুশে পদক প্রাপ্ত ড. ইনামুল হক এর মূল ভাবনায়, একুশে পদক প্রাপ্ত নাট্যজন লাকী ইনাম এর প্রযোজনায় এবং সরকারী অনুদান প্রাপ্ত “১৯৭১ সেই সব দিন” চলচ্চিত্রটি গত ১৮ আগস্ট বাংলাদেশে মুক্তি পায় এবং দর্শক ও গুণীজন এর মাঝে বিপুলভাবে সমাদৃত হয়। শুধু দেশেই নয় অস্ট্রেলিয়া এবং ইউএস তে মুক্তি পাবার পর দর্শকের উপচে পড়া ভীড় তাদের উচ্ছাস এবং আবেগের বহিঃপ্রকাশ ছিল অপার বলেও জানান তারা।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

;