অমিতাভকে ছুঁতে এক খুদে ভক্তের কাণ্ড!
প্রতি রোববার ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে ‘জলসা’র বাইরে আসেন অমিতাভ বচ্চন। মুম্বাই থাকলে সবসময় তিনি ভক্তদের সামনে হাজির হন। মাঝে করোনার জেরে মাস কয়েক বন্ধ ছিল ফ্যানেদের সঙ্গে অমিতাভের এই সৌজন্য সাক্ষাৎ, তবে এখন আবার পুরোদমে চালু হয়ে গিয়েছে সেই প্রথা।
সবসময়ই নিরাপত্তার কড়া বলয়ে মোড়া থাকে জলসা। রোববার ভিড়ের চাপে নিরাপত্তারক্ষীদের সংখ্যা থাকে আরও বেশি। কিন্তু সেই নিশ্ছিদ্র নিরাপত্তার বেড়াজাল টপকে ‘শাহেনশাহ’র খুদে ভক্ত ঢুকে পড়ে ‘জলসা’র ভিতর।
সম্প্রতি নিজের ব্লগে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন অভিনেতা। সেই খুদে ভক্তের প্রশংসায় পঞ্চমুখ বিগ বি। অমিতাভ জানান, ‘এই ছোট্ট বাচ্চাটা এসেছে সেই ইন্দোর থেকে। চার বছর বয়স ডন ছবিটাও দেখেছে। আর সেই থেকে ওর ইচ্ছা আমার সঙ্গে দেখা করবার। ছবির সংলাপ ওর মুখস্থ। আমাকে দেখে চোখের জল ধরে রাখতে পারিনি, এসে পায়ে লুটিয়ে পড়ল। যেটা আমার একদম ভালো লাগে না কিন্তু….’।
অমিতাভ সেই বাচ্চা ছেলেটির বেশ কিছু ছবিও তুলে ধরেছেন। যেখানে ওই খুদেকে নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে ভিতরে ঢুকে পড়তে দেখা গিয়েছে এবং অমিতাভের পায়ে এসে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে। বাউন্সাররা ওই খুদেকে টেনে নিয়ে যেতে গেলে বাধা দেন অমিতাভ। এরপর কথা বলেন ওই কিশোর ভক্তর সঙ্গে। খুদে ভক্তের ইচ্ছেপূরণে খামতি রাখেননি শাহেনশা। ওই ভক্তকে সান্ত্বনা দিতেও দেখা গিয়েছে অমিতাভকে।
নিজের সঙ্গে অমিতাভের ছবি নিয়ে এসেছিল ভক্ত, সেটাই অটোগ্রাফ নিয়েছে। ইন্দোর থেকে বাবার লেখা একটি চিঠিও অমিতাভের জন্য নিয়ে এসেছিল ওই ভক্ত যা পড়ে আবেগঘন বিগ বি। চারিদিকে এত ভালোবাসার মানুষ তাঁকে অজান্তেই ঘিরে রেখেছে ভেবে আপ্লুত অমিতাভ।