ফাতিমা সানা শেখের পোস্ট, উসকে দিলো আমিরের তৃতীয় বিয়ের জল্পনা!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ফাতিমা সানা শেখের পোস্টে, উসকে দিলো আমিরের তৃতীয় বিয়ের জল্পনা!

ফাতিমা সানা শেখের পোস্টে, উসকে দিলো আমিরের তৃতীয় বিয়ের জল্পনা!

  • Font increase
  • Font Decrease

১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান। তাঁদের দুই সন্তান, ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন রীনা দত্ত। ২০০২ সালের ডিসেম্বরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ। চলতি বছর তাদের ডির্ভোস হয়। তখন থেকেই তৃতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।অনেকেরই ধারণা ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছেন আমির। আর এবার সেই গুঞ্জনকে উসকে দিচ্ছে সানা শেখের সোশ্যাল মিডিয়া পোস্ট।

এদিকে দিনকয়েক আগেই বাগদান সাড়লেন ইরা খান আর নুপূর শিখরে। আর এরমধ্যেই বাবা আমিরের বিয়ে নিয়ে ফের জল্পনা শুরু।


ফতিমা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন। যা বাড়িয়ে দিয়েছে এই বিয়ে নিয়ে জল্পনাটা। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দঙ্গল নায়িকা। আর সেই ছবির ক্যাপশনেই ফাটিয়েছেন আসল বোমা। ক্যাপশনে লিখেছেন, ‘নট বাধব না বাধব না, সেটাই আসল প্রশ্ন!’ (To do or Knot to do, That is the question…) তবে এই নট বলতে তিনি লেহেঙ্গার ব্লাউজের ফিতের কথা বলেছেন, নাকি গাঁটছড়ার তাই এখন লাখ টাকার প্রশ্ন।

ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে পাটের একটি ব্লাউজ পরেছেন ফতিমা। আর ব্লাউজের পিঠের কাছটা পুরোটাই খোলা। ভিন্টেজ এক গাড়ির সামনে পোজ দিয়েছেন সুন্দরী।

আর সব থেকে মজার ব্যাপার হল ফতিমার এই ছবিতে মন্তব্য করেছেন আমির কন্যা ইরা। চোখে হার্ট চিহ্নের একটি ইমোটি আইকন পোস্ট করেছেন। আর সেখানেই আলোচনা শুরু করেছেন নেটজনদের একটা বড় অংশ। একজন লিখেছেন, ‘নতুন মা-র সঙ্গে ভাব জমাচ্ছ নাকি তুমি?’ আরেকজন লিখলেন, ‘নিজের এনগেজমেন্টের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্ন করলেন, ‘বিয়েটা কবে আমির আর ফতিমার?’

   

অনলাইন গেমিং কাণ্ডে রণবীর কাপুরকে তলব



বিনোদন ডেস্ক বার্তা২৪.কম
রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরের ১ ডিসেম্বর বলিউডের রোমান্টিক নায়ক রণবীর কাপুরের ‘এনিমেল’ সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু, এরই মধ্যে অনলাইন বেটিং অ্যাপে প্রতারণা–কাণ্ডে তলব করা হলো এই অভিনেতাকে। আগামী শুক্রবার (৬ অক্টোবর) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে ডাক পড়েছে বলিউড স্টারের। হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছে ইডি। খবর টাইমস অব ইন্ডিয়ার।  

অনেক দিন ধরেই ইডির নজরে মহাদেব গেমিং অ্যাপটি। মুম্বাই, কলকাতা ও ভূপালে একযোগে অভিযান চালিয়ে সংস্থাটির প্রায় ৪১৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গেছে, বেটিং অ্যাপটির নেপথ্যে আছেন সৌরভ চন্দ্রকর। 

সেই মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। 

প্রতিবেদনে থেকে জানা যায়, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরাতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা।

একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদ্‌যাপনেও পার্টি রেখেছিলেন সৌরভ। সেখানেও বসেছিল বলিউড তারকাদের আসর। মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাদের সমীকরণ নিয়ে তারকাদের প্রশ্ন করতে চায় ইডি। পাশাপাশি, অনলাইন গেমিংকাণ্ডে তারা ওয়াকিবহাল কি না, সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন আরও অন্তত ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহাত ফাতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কাক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতারাও। 

;

চারের জন্য সিসিএল বয়কট করলেন রাজ রিপা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
চারের জন্য সিসিএল বয়কট করলেন রাজ রিপা

চারের জন্য সিসিএল বয়কট করলেন রাজ রিপা

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অনেক ঘটনার মোড় ঘুরিয়ে দিলো সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। কয়েকদিন ধরে বিনোদন জগতে আলোচিত ও সকলের মুখে মুখে সিসিএল। চিত্রনায়িকা রাজ রিপা তার দাবি চার মারার পরও তাকে দেওয়া হয়নি ও অভিযোগ এনেছিলেন তাকে আঘাত করা হয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে তিনি সেলিব্রেটি ক্রিকেট লিগ বয়কট করলেন।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে অভিনেত্রী রাজ রিপা তার ফেসবুকে লিখেছেন, ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’কে আমি আগেই বয়কট করেছি কিন্তু ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ এর মাঠে তাদের খেলতেই হবে, মাঠে মার খেয়েও না পেয়েছে কোনো বিচার, না করতে পেরেছে অপরাধীদের বিরুদ্ধে জিডি। জিডির কাগজ দেখতে চাওয়াতে বললো আমাকে দেওয়া যাবে না। আবার না বলেছে প্রেস মিডিয়ার সামনে সত্যিই কথাগুলো বলতে।’

তিনি লেখেন, আমি সত্যি কথা বলতে গেলে থামানো হয়েছে বারবার। ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ এ খেলার জন্য শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করে নিজের দল এখন দোষ চাপিয়ে দিচ্ছে এই ছোট্ট মেয়েটার দিকে। বাহ বাহ বাহ! আপনারা ভালোই পারেন। জীবনে যদি সুযোগ পাই শিমুল খান, শিশির সরদার, জয় চৌধুরী তাদের ছাড়া টিমলিডারসহ আমার দলের যত প্লেয়ারদের পাবো সব কয়টার হাতে চুড়ি পরায় দেবো। একটা ডিজিটাল রাজাকার। আমাকে নিয়ে একটা কেউ দেখলাম না প্রতিবাদ করতে, তাদের ক্যারিয়ার হারানোর এত ভয়ে আর মাঠে না খেলতে পরার ভয়ে।

রাজ রিপা আরো লেখেন, ‘মোস্তুফা কামাল রাজ’ খেলার মাঠে নিজের দলের জন্য ফাইট করে পুরুষত্বের পরিচয় দিয়ে জিতেছেন। আমিও জিতেছি আমার প্রতিবাদে। হেরে আমার দলের সততা ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ নিয়ে এটাই আমার লাস্ট পোস্ট। এখন সব দোষ আমার। আসল দোষীদের দোষ ঢাকার কৌশালটা ভালো ছিল। মা যেমন সন্তানকে আগলে রাখে আমিও তেমন আমার ‘‘Runnar Fastiest’’ দলকে ভালোবেসে আগলে রেখেছিলাম। যেটা আমার সবচেয়ে বড় ভুল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িক স্থগিত হয়ে যায় সেলিব্রেটি ক্রিকেট লিগ।

;

২৭ দিনে কত আয় করল ‘জাওয়ান’?



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দীর্ঘ বিরতির পর চলতি বছরের শুরুতেই ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন শাহরুখ খান। ‘পাঠান’ মুক্তির ঠিক নয় মাস পর আবারও ‘জাওয়ান’র মাধ্যমে নিজের জাত চেনালেন বলিউড এই অভিনেতা। 

আর মাত্র ৩ দিন পরেই সিনেমাটি মুক্তির ১ মাস পূর্ণ হবে। এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে বলিউড বাদশার এই সিনেমা। এর মধ্যেই ভারতের বাজারে ৬০০ কোটির রুপি আয় করেছে ‘জাওয়ান’। বিশ্বব্যাপী ‘জাওয়ান’ এখন পৌঁছেছে ১১০০ কোটির ঘরে। সিনেমাটি চতুর্থ সপ্তাহে পৌঁছেও বিপুল ব্যবসা অব্যাহত রয়েছে।

৩ অক্টোবর ‘জাওয়ান’ ভারতে আয় করেছে ২.৫০ কোটি রুপি। শুধু ভারতেই এই সিনেমা’র আয় এখন ৬১৪.১৭ কোটি। সব মিলিয়ে এরই মধ্যে ১ হাজার কোটি রুপি পার করে ফেলেছে সিনেমাটি।

২৭ দিনে এ সিনেমার আয় পৌঁছেছে মোট ১০৮৫.০৭ কোটিতে। খুব তাড়াতাড়িই ‘জাওয়ান’ ১১’শ কোটি অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে।

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘জাওয়ান’। প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৯.০৬ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছিল সিনেমাটি। এরপর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছিল বলিউড বাদশা’র এই সিনেমা।

;

২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢালিউড চলচ্চিত্রের সম্ভাবনাময় নতুন জুটি চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতি। প্রথমবার তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ভালোবাসার গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ নামের সিনেমায়।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। অনেক আগেই সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। নতুন খবর হচ্ছে, আগামী ২৭ অক্টোবর (শুক্রবার) দেশজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান এর নির্মাতা।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি।

তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি। তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। ‘যন্ত্রণা’ তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারব প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবেন।


আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা। সঙ্গীতায়োজনে রবিন ইসলাম।

সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও আরও অভিনয় করেছেন- সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

;