মিরপুর মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
মিরপুর মাতিয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান

মিরপুর মাতিয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান

  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত কনসার্ট মাতালেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান।

শনিবার (১৮ মার্চ) রাতে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর খেলার মাঠে এ কনসার্টটি অনুষ্ঠিত হয়।

সেখানে গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। তাহসান মঞ্চে একে একে পরিবেশন করেন ‘সামনে তুমি দাঁড়িয়ে’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কেন অবেলায় পেলাম তোমায়’, ‘বিন্দু’, ‘প্রেম তুমি’’ গানগুলো।

সবশেষে গেয়ে শোনান ‘আলো আমার আলো’ গান। সবাই মোবাইলের আলো জ্বেলে তাহসানের গানে কণ্ঠ মিলিয়েছেন। অন্যরকম এক আবহ তৈরি হয় ফুটবল মাঠে। তাঁর বিভিন্ন গানের সঙ্গে নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা তার সঙ্গে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

নতুন প্রজন্ম তাহসানের গানের ভক্ত। বিশেষ করে তরুণীদের কাছে তিনি রীতিমত ক্রাশ। কুষ্টিয়ায় তাঁর প্রথমবারের মতো আসা। মিরপুরে অনুষ্ঠিত এই তাহসানের কনসার্টে তার গানে বাঁধভাঙা উচ্ছ্বাস তৈরি হয়।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান কেবলই দর্শক-শ্রোতার কাছে শুধু একজন কণ্ঠশিল্পী নন, তিনি একজন গুণী অভিনয় শিল্পীও। তার অভিনীত নাটক দারুণ জনপ্রিয়। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আবার পেয়েছেন লেখক খ্যাতিও। প্রথম প্রকাশিত বই ‘অনুভূতির অভিধান’ স্থান পেয়েছে ‘বেস্ট সেলার’-এর তালিকায়। আরো অনেক পরিচয় ও সুখ্যাতি রয়েছে তাহসান খানের।

কনসার্টটির আয়োজন করে মিরপুর উপজেলা প্রশাসন। তাহসান ছাড়াও কনসার্টে দুষ্ট পোলাইনখ্যাত শিল্পী ঐশীও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন তার বক্তব্যে বলেন, কামারুল আরেফীন বলেন, বাংলাদেশে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের সময় চলছে। এই বাংলাদেশ আগে ডিজিটাল বাংলাদেশ ছিলো, এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

মিরপুরের মানুষ আজ এই স্মার্ট মানুষ কে দেখতে এসেছে, স্মার্ট শিল্পীর গান শুনতে এসেছে। এখানকার মানুষ যেন তাহসানের গান শুনে মন ভরাতে চাই। আজকের এই ধামাকা অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয় এবং সুশৃঙ্খল হয় এজন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও হারুন অর রশীদ বলেন, মনোমুগ্ধকর এই অনুষ্ঠান নিশ্চয়ই মিরপুর উপজেলাবাসীকে আলাদা আনন্দ উল্লসিত উৎফুল্ল করে তুলবে।

গানের ফাঁকে ফাঁকে এ জনপ্রিয় শিল্পী তরুণদের উদ্দেশ্যে বলেন, আত্মহত্যার প্রবনতা কমাতে হবে। তিনি বলেন, জীবন সবার জন্য যুদ্ধ। এটা কিভাবে পাড়ি দিতে হবে সেটা নিজেকেই বেছে নিতে হবে।তোমাকে বাঁচতে হবে এবং এগিয়ে যেতে হবে তোমার নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য। জীবনযুদ্ধে কখনো হারানোর নয়, একসাথে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। তাই এই মিরপুর উপজেলার কেউ যেন আর আত্মহত্যা না করে।

পুত্র সন্তানের মা হলেন নায়িকা মাহি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
চিত্রনায়িকা মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি

  • Font increase
  • Font Decrease

প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি পুত্র সন্তানের মা হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন মাহির স্বামী রাকিব সরকার। তিনি বলেন, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

রাকিব নিজের অভিব্যক্তি জানান এভাবে আলহামদুলিল্লাহ, সবই ভালোয় ভালোয় হয়েছে। সবার কাছে দোয়া চাই আমাদের ছেলের জন্য।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।

এর আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

;

বাজার মনিটরিংয়ে নায়ক ফেরদৌস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বাজার মনিটরিংয়ে নায়ক ফেরদৌস

বাজার মনিটরিংয়ে নায়ক ফেরদৌস

  • Font increase
  • Font Decrease

নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠ পর্যায়ে জনসচেতনতায় কাজ করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি দলের সঙ্গে ছিলেন তিনি।  

বেইলি রোডে প্রচারণায় গিয়ে ফেরদৌস বলেন, ‘পবিত্র রমজানে মানুষকে সচেতন করতে গতকাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মসূচিতে গতকাল আমি চকবাজারে গিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি রাজধানীর বেইলি রোডে। কারণ চক বাজার ও বেইলি রোডের ইফতারের একটি ঐতিহ্য রয়েছে ‘

তিনি বলেন, ‘ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ ইফতার কিনতে আসেন। আমার এখানে আসা মূলত মানুষকে সচেতন করতে। কারণ আমরা যে খাবারটা খাচ্ছি তা কতটুকু স্বাস্থ্যসম্মত, কতটুকু আমাদের জন্য নিরাপদ। আর যারা খাবারটা বিক্রি করছেন তাদেরকেও সচেতন করা। এই বোধটুকু মানুষের মধ্যে উন্মেষ ঘটনাতে আমার এখানে আসা।’


ফেরদৌস আরও বলেন, ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে আমি গত বছর থেকে কাজ করছি। গতকাল আমরা যে চকবাজার এলাকায় গেছি, সেটার ইমপ্যাক্ট কিন্তু অনেক পড়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে ফোন করে অনেকে বলেছেন, আপনাদের এই উদ্যোগটা ভালো। এই উদ্যোগ যদি পুরো রমজান মাস জুড়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। কারণ রমজান মাসে ভুলভাল ইফতার করে প্রচুর মানুষ অসুস্থ হয়। আর এ বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই উদ্যোগ।’

পরিদর্শনকালে ফেরদৌস সকল প্রতিষ্ঠানকে সচেতনতার বিষয়টি বার বার মনে করিয়ে দেন।

বার্তা২৪.কমকে তিনি জানান, রাজধানীতে মোহাম্মদপুর, খিলগাওসহ অন্যান্য এলাকায়ও অভিযানে তিনি যাবেন। আগামী সপ্তাহে ৮টি বিভাগীয় শহরে এই অভিযানের অংশ হিসেবে তারা সিলেট বিভাগে অভিযান পরিচালনা করবেন এবং পর্যায়ক্রমে তাদের ইচ্ছা রয়েছে ৬৮টি জেলা শহরেও অভিযান পরিচালনা করা।

;

বলিউডের কিছু লোক আমায় দেশ ছাড়তে বাধ্য করে: প্রিয়াঙ্কা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বলিউডের রাজনীতি নিয়ে এবার বোমা ফাটালেন প্রাক্তন 'মিস ওয়ার্ল্ড' প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর দাবি দেশে থাকাকালীন নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি। একপ্রকার বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন। সম্প্রতি, পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় অনেক বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা।

কেন প্রিয়াঙ্কা দেশে ছেড়ে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন? সম্প্রতি সেসমস্ত বিষয়েই খোলসা করেন প্রিয়াঙ্কা চোপড়া। পিগি চপস বলেন, ‘আমি আগে কখনও যা বলিনি, তা আজ বলছি…’। প্রিয়াঙ্কার কথায়, ‘সেসময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ি। আর পেরে উঠছিলাম না। মনে হল একটা বিরতি দরকার।’ প্রিয়াঙ্কা বলেন, ‘সেসময় মিউজিক আমায় অন্য একটি দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়। আমার ম্যানেজারের পরামর্শে আমি আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে কাজ করি। ’

প্রিয়াঙ্কা বলেন, ‘আমাকে কাজ পেতে হলে কেন কিছু দল, গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করতে হবে? ততদিনে আমি তো অনেক কাজ করে ফেলেছি। তাই ওরা আমার কেরিয়ার নষ্টকরতে উঠে পড়ে লেগেছিল। আমাকে ওদের ছবি থেকেই শুধু বাদ দেওয়া হয়নি, বাকিরাও যাতে না নেয়, তারজন্য উঠে পড়ে লেগেছিল ওরা। সেসময় মিউজিকের হাত ধরেই ঠিক করে ফেলি আমেরিকা চলে যাব।’ প্রিয়াঙ্কা জানান, সেসময় মার্কিন মুলুকের তারকা গায়ক পিটবুল, উইল.আই.অ্যাম (উইলিমায় জেমস অ্যাডামস), ফ্যারেল উইলিয়ামস, মার্কিন র‍্যাপার জায়েজ (JayZ)-দের সঙ্গে কাজ করেছি। তখন বুঝলাম, আমার মিউজের কেরিয়ার এখন শেষ হয়নি। পরবর্তী সময়ে আমি মার্কিন মুলুকে অভিনয়ও কেরিয়ার গড়তে শুরু করি।'

প্রসঙ্গত এবিসির কোয়ান্টিকোতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কাকে। পরবর্তী ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভোলিউশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এ দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে শীঘ্রই সিটাডেলে দেখা যাবে তাঁকে। আগামী মে মাসে মুক্তি পাবে প্রিয়াঙ্কা আরও একটি হলিউড ছবি ‘লাভ এগেইন’।

 

;

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে তাসনিয়া ফারিণ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বৃহস্পতি তুঙ্গে এখন হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের। কারাগার- তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের মুকুটে জুড়লো আরেকটি পালক। একটি স্মার্টফোনের মডেল হয়ে আসছেন।

‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’খ্যাত তাসনিয়া ফারিণ কাজ করছেন গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠা ভিভোর সাথে।

সূত্রমতে, ভিভো ভি সিরিজের নতুন দুই স্মার্টফোন নিয়ে আসছে আগামী মাসে। এর একটি ভিভো ভি২৭ ও অন্যটি ভিভো ভি২৭ই। জানা যায়, ভি সিরিজের নতুন স্মার্টফোনের বিজ্ঞাপনে কাজ করছেন ফারিণ।

চলতি বছরই বিবিএর গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফারিণ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)তে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি। এরইমধ্যে ঢাকার পাশাপাশি সামলাতে হয়েছে কলকাতাও। সম্প্রতি ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী।’ সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। ‘আরো এক পৃথিবী’র দিয়ে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমিদের মন জয় করেছেন তিনি।

বিজ্ঞাপনসহ বিভিন্ন নাটক ও ওয়েবসিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাসনিয়া ফারিণ। এছাড়া আসছে ঈদেও বেশ কিছু নাটকে তাঁকে দেখা যাবে। এরইমধ্যে নতুন খবর এসেছে যে ফারিণ স্মার্টফোনের বিজ্ঞাপনে কাজ করছেন। দ্রুতই বিজ্ঞাপনটি প্রচারিত হবে বলে জানা গেছে।

ভিভোর ভি সিরিজের স্মার্টফোনে ভিডিও ও ক্যামেরা বেশ গুরুত্ব। সম্ভবত এসব বিষয় তুলে ধরতেই ভিভোর বিজ্ঞাপনে কাজ করবেন তিনি। জেনারেশন জেড মানেই নতুন মডেলের ফোনে দারুণ ছবি আর ভিডিও করার সহজ উপায় খোঁজা। একারণেই তরুণ এই তারকা যুক্ত হয়েছেন এই বিশেষ ফোন কোম্পানির সঙ্গে।

উল্লেখ্য আগামী মাসের শুরুতে ভিভোর ভি সিরিজের দুইটি স্মার্টফোন দেশের বাজারে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

;