বঙ্গ থেকে অমির সিনেমা ও সিরিজ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গ থেকে অমির সিনেমা ও সিরিজ

বঙ্গ থেকে অমির সিনেমা ও সিরিজ

নির্মাতা কাজল আরেফিন অমি। অল্প সময়ে নাম কামিয়েছেন তিনি। 'ব্যাচেলর পয়েন্ট', হোটেল রিলাক্সসহ বেশ কিছু জনপ্রিয় নাটক বানিয়ে তিনি সুপারহিট নির্মাতার তকমা পান।

২৬ মে দুটি নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন অমি। তার একটি ওয়েব সিরিজ, অন্যটি ওয়েব ফিল্ম। দুটি নির্মাণই আসবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডির ব্যানারে।

বিজ্ঞাপন

২৬ মে অমির সঙ্গে বঙ্গর চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানসহ আরও অনেকে। সেখানে জানানো হয়েছে অমি পরিচালিত নতুন সিরিজটির নাম 'আন্ডারওয়ার্ল্ড'৷ আর ওয়েব সিনেমাটির নাম দেয়া হয়েছে 'অসময়'৷

কাজল আরেফিন অমি বলেন, 'খুব দ্রুতই শিল্পী নির্বাচন সম্পন্ন করে শুরু হবে সিরিজ ও সিনেমাটির শুটিং। আমরা দেশের জনপ্রিয় শিল্পীদের কথাই মাথায় রেখেছি।'

বিজ্ঞাপন

বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, 'কাজল আরেফিন অমি একজন জনপ্রিয় নির্মাতা। তার 'হোটেল রিলাক্স' সিরিজটি আমাদের বেশ সাফল্য এনে দিয়েছে। আশা করছি তার সঙ্গে নতুন যাত্রাও সাফল্যের হবে।'