ফিল্মফেয়ার পুরস্কারকে বাথরুমের দরজার হাতল বানিয়েছেন নাসিরুদ্দিন শাহ!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতীয় হিন্দি সিনেমার জগৎ বলিউডে ফিল্মফেয়ার পুরস্কারকে বেশ সম্মানজনক মনে করা হয়। এই পুরস্কার লাভের জন্য প্রতি বছর কী পরিশ্রমটাই না করেন তারকারা। নিজেদের সেরাটা ঢেলে দেন। সেই ফিল্মফেয়ার পুরস্কারকে নাকি বাথরুমের দরজার হাতল বানিয়েছেন ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রবাদ-প্রতিম ব্যক্তিত্ব তিনি। তবে ঠোঁটকাটা স্বভাবের জেরে প্রায়ই বিতর্কে জড়ান নাসিরুদ্দিন। দশকের পর দশক ধরে দর্শকদের একাধিক মনের মতো ছবি উপহার দিয়েছেন নাসিরুদ্দিন, পেয়েছেন অজস্র পুরস্কারও। তবে নাসিরের চোখে পুরস্কারের কোনো মূল্যই নেই! সম্প্রতি এমনই বেফাঁস মন্তব্য করেছেন তিনি।

এখনো পর্যন্ত নিজের ফিল্মি ক্যারিয়ারে তিনটি জাতীয় পুরস্কার জিতেছেন নাসিরুদ্দিন শাহ। ‘পার’, ‘স্পর্শ’, ‘ইকবাল’ ছবির জন্য এই সম্মান এসেছে তার ঝুলিতে। এছাড়া তার ঝুলিতে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার। ‘আক্রোশ’, ‘মাসুম’, ‘চক্র’র মতো ক্লাসিক ছবির জন্য এই পুরস্কারে সম্মানিত হন নাসিরুদ্দিন।

যদিও তার মতে, পুরোটাই ইন্ডাস্ট্রির অন্দরের নোংরা রাজনীতির খেল। পুরস্কার আদতে ইন্ডাস্ট্রির অন্দরের লবির প্রতিফলন মাত্র, বিশ্বাস নাসিরুদ্দিনের। শুধু তাই নয়, নিজের পাওয়া ফিল্মফেয়ার পুরস্কারকে নাকি বাথরুমের দরজার হাতল হিসেবে ব্যবহার করেন তিনি। এমনই মন্তব্য করলেন এক সাক্ষাৎকারে।

নাসিরুদ্দিনের কথায়, ‘যে কোনো অভিনেতা যিনি একটা চরিত্র ফুটিয়ে তুলতে জান-প্রাণ ঢেলে দিয়েছেন, তিনি ভালো অভিনেতা। যদি সবার মধ্যে থেকে একজনকে বেছে নেয়া হয়, আর বলা হয় সবার মধ্যে ইনি সেরা, তাহলে সেটা কি ঠিক? আমার মনে হয় না। আমি ওই অ্যাওয়ার্ডগুলো নিয়ে গর্বিত নই। আমি তো শেষ দুটি পুরস্কার গ্রহণ করতেও যাইনি। তাই যখন আমি খামারবাড়ি বানানোর সিদ্ধান্ত নিই, তখন সেই অ্যাওয়ার্ডগুলো ওখানে রাখার ব্যবস্থা করি। যারাই ওয়াশরুমে যাবে তারা দুটি অ্যাওয়ার্ড হাতে পাবে। কারণ বাথরুমের দরজার হ্যান্ডেল ফিল্মফেয়ার পুরস্কার দুটি।’

নাসিরের কথায়, ‘আমার কাছে ওই সব ট্রফির কোনো মূল্য নেই। আমার বিশ্বাস, ওই অ্যাওয়ার্ড লবির ফসল। কেউ তার কাজের জন্যই পুরস্কৃত হয় তেমনটা নয়। একটা সময় যখন পুরস্কার ত্যাগ করা শুরু করলাম, তারপর এলো ‘পদ্মশ্রী’ আর ‘পদ্মভূষণ’ সম্মান। সেই মুহূর্তে আমার মনে পড়েছিল আমার প্রয়াত বাবার কথা। তিনি বলতেন আমি এসব বেফালতু কাজ করলে নিজেকে গাধা প্রমাণ করে ছাড়ব।’

অভিনেতা বলেন, ‘রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজেকে প্রশ্ন করেছিলাম, বাবা কি আজ এগুলো দেখছে কোথাও থেকে? সেদিন মনে হয়েছিল উনি নিশ্চয়ই গর্বিত। ওই পুরস্কার পেয়ে আমি সম্মানিতবোধ করেছিলাম। তবে ওই ফিল্মি অ্যাওয়ার্ডে আমার আস্থা নেই’।

শেষবার নাসিরুদ্দিনকে দেখা গেছে ‘তাজ: রেইন অব রিভেঞ্জ’ সিরিজে। গত মাসেই জি ফাইভে মুক্তি পেয়েছে এই পিরিয়ড ড্রামা সিরিজ।

   

মারামারির ঘটনায় সাময়িক বন্ধ 'সিসিএল'



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পূর্বঘোষণা অনুযায়ী আজ (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেলিব্রেটি ক্রিকেট লীগ-এর (সিসিএল) সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনার জন্য টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার কথা জানায় সিসিএল আয়োজক কমিটি।

তারা বলেন, গতকালের ঘটনায় অনেক খেলোয়াড় আহত হয়েছেন, যাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তা ছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছেন। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে।

সম্মেলনে আরও জানানো হয়, শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। এই ঘটনার জন্য কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছেন।

আয়োজক কমিটি আরও বলেন, পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে-এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে।

উল্লেখ্য, এ ঘটনায় ৬ জন তারকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

;

তিন বলিউড সুপারস্টার আসছে ‘গণপথ’ নিয়ে



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘গণপথ’ সিনেমায় টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

‘গণপথ’ সিনেমায় টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পরিচালক বিকাশ বহেলের নতুন সিনেমা ‘গণপথ’-এ দেখা যাবে বলিউডের তিন সুপারস্টার টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যাননকে। অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে, টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যাননকে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আগামী মাসের ২০ অক্টোবর ‘গণপথ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটি আধুনিক এবং ভবিষৎ এর বার্তা দেবে এমনটাই দাবি নির্মাতার। এ সিনেমাটিতে রয়েছে ভরপুর অ্যাকশন, আধুনিক প্রযুক্তির ব্যবহার। আন্তর্জাতিক মানের সিনেমাটি তৈরি হয়েছে ২০৭০ সালের প্রেক্ষাপট নিয়ে।

বিগ বাজেটের ‘গণপথ’-এ থাকছে ভিএফএক্সের ব্যবহার যা আগে কোন বলিউড সিনোমায় দেখা যায়নি। প্রযোজক জ্যাকি ভগনানি খুব পরিশ্রম করে কাজটি শেষ করেছেন। টিজার দেখে ভক্তদের অপেক্ষার পালা আরও বেড়ে গেছে।

অভিনেতা টাইগার শ্রফ টিজার শেয়ার করেছেন এবং বলেছেন, অনেক দিনের অপেক্ষা যেন শেষ হলো। আমরা প্রস্তুত আপনাদের নিজেদের দুনিয়ায় নিয়ে যেতে। 

;

যে কারণে পরীমণি সেলিব্রিটি ক্রিকেট লিগে যাননি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
যে কারণে পরীমণি সেলিব্রিটি ক্রিকেট লিগে যাননি

যে কারণে পরীমণি সেলিব্রিটি ক্রিকেট লিগে যাননি

  • Font increase
  • Font Decrease

রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রিটি ক্রিকেট লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছে। এ নিয়ে এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিম। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি পরে মারামারিতে রূপ নেয়।

সেলিব্রিটি ক্রিকেট লিগে এমন অপ্রীতিকর ঘটনা ঘটায় আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল (সেলিব্রিটি ক্রিকেট লিগ)- এ! আল্লাহ বাঁচাইছে।’

পরীমণি তার স্ট্যাটাসে ‘এগ্রেসিভ জানোয়ারটার চেহারা’ বলতে কাকে বুঝিয়েছেন তা তার ভক্ত-অনুরাগীরা বুঝে ফেলেছন। তার এই স্ট্যাটাসের কমেন্টবক্স মুহূর্তেই ভরে যায়। পরীমণির স্টাটাসে মন্তব্য করেছেন, এ প্রজন্মের আরেক চিত্রনায়িকা জাহরা মিতু। তিনি লেখেন, ‘আমিও অন্য আরেকজনের চেহারা দেখতে হবে বলে যাইনি’।

জানা যায়, ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা। কিন্তু ফুটেজ অনুযায়ী মৌসুমীর গায়ে পানির বোতল থেকে মারেন শরিফুল রাজ। তারপরও রাজ রিপা কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

দীপনের দলের খেলোয়াড়দের একজন অভিনেতা মনির হোসেন শিমুল অভিযোগ করে বলেন, তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের ওপর আক্রমণ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী বলে পরিচয় দিয়ে হুমকি দেন। এটা কোন ধরনের সিসিএল খেলা?

ক্রিকেট লিগে মারামারির ঘটনা ঘটার বিভিন্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনরা তাদের বিভিন্নমুখি নিন্দা প্রকাশ করছেন।

;

বিরাট-আনুশকার সংসারে ফের নতুন অতিথি!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সংসারে ফের নতুন অতিথি আসছে। দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন তারা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।

বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে বিরাট-আনুশকার কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা। আবারও আসছে নতুন অতিথি। তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন এই তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন আনুশকা। এমনকি স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে।


সূত্র থেকে আরও জানা গেছে, বিরাট-আনুশকা আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি।

প্রথম সন্তান জন্মের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও, এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা গেছে আনুশকাকে। ক্যামেরা থেকে বেবি বাম্প আড়ালে রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অবলম্বন করেন তিনি।

 

;