অবশেষে মাথায় আঘাতের বিষয়ে মুখ খুললেন রাজ
ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার তাদের দুজনের এক হওয়ার পরে শোনা গেল দুজনই হাসপাতলে ভর্তি। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে তার দাম্পত্য কলহ থেকে এটি ঘটেছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে পরী বা রাজ কেউই ‘টু’ শব্দটি করেননি।
এসব বিষয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক শরীফুল রাজ। তিনি জানালেন ভালো আছেন। জানালেন, ১৭ আগস্ট তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ভাষ্য, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই এক্সিডেন্টটা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায়।’
জখম হওয়া মাথার তালু প্রসঙ্গে বলেন, ‘এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। গাড়িতে ধাক্কা লাগার মতো হয়েছিল। তখন আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে।’
শুধু নিজেরই নয়, খোঁজ নিয়েছেন স্ত্রী পরীমনিরও। কারণ এ নায়িকা জ্বর নিয়ে এভারকেয়ারে ভর্তি ছিলেন। ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে’-বললেন ‘পরাণ’খ্যাত এ তারকা। নিশ্চিত করে জানালেন বাসায় কোনো দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্ত হননি। অতি উৎসাহী মানুষেরা এটা ছড়াচ্ছে বলেও তিনি মনে করেন।
পরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত পাওয়া গেল রাজের কথায়। তিনি বলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ তাঁর মন্তব্য, ‘বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’
রাজ জানান, ভালোভাবে কাজের সঙ্গে যুক্ত হতে হবে। কাজের মধ্যেই থাকতে হবে। তাহলে জীবনটা স্বাভাবিক হবে।