সোলস ব্যান্ড’র সঙ্গে গাইলেন পার্থ বড়ুয়ার কন্যা



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দীর্ঘদিন ধরে ব্যান্ডটির ভোকাল হিসেবে পারফর্ম করে আসছেন নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া। তাই যেকোনও কনসার্টে তাদের কণ্ঠেই ‘সোলস’র গান শোনেন শ্রোতারা। তবে, ব্যতিক্রম অভিজ্ঞতার সাক্ষী হলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নবাসী।

শনিবার (১৬ সেপ্টেম্বর) শুধু পার্থ বড়ুয়াই নয়, কন্যা রূপা বড়ুয়ার কণ্ঠেও ‘সোলস’র গান শুনেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নবাসী। সোলস ব্যান্ড’র মাধ্যমে অনেক তারকার উত্থান। 

৫০ বছর পূর্তি উপলক্ষে নিয়মিত গান প্রকাশ ও কনসার্ট করছে ‘সোলস’। এরই অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর মেলবোর্নের উইলিয়ামস টাউন হলে মিউজিক্যাল নাইট অনুষ্ঠানে পারফর্ম করে ব্যান্ডটি। সেখানে আগে থেকেই বসবাস করেন পার্থ বড়ুয়ার কন্যা রূপা। সেই সুবাদে বাবার ব্যান্ডের সঙ্গে প্রথমবার মঞ্চে গান পরিবেশন করেন তিনি। গেয়ে শোনান ‘রাত এখনও বাকি’ গানটি।

সংগীতশিল্পী পার্থ বললেন, ‘রূপা মেলবোর্নে লেখাপড়া করার পাশাপাশি মাঝে মধ্যে গান করেন। এই অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে গাইবেন, কল্পনা করিনি। এটা সত্যিই আমার জন্য অনেক স্পেশাল। দীর্ঘ সংগীত জীবনে এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

জানা যায়, মেলবোর্নে এই মিউজিক্যাল নাইট শো আয়োজন করেছিল আইকনিক ট্রেড অস্ট্রেলিয়া নামের একটি প্রতিষ্ঠান। আগামী ২৩ সেপ্টেম্বর দেশটির এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে আরও দুটি কনসার্টে নেবে ‘সোলস’। এ মাসের শেষাংশে ব্যান্ডটি ফিরে আসবে দেশে।

চমকের শেষ এখানেই নয়, কনসার্টটি আরও বিশেষ হয়ে উঠেছিল নকীব খানের উপস্থিতিতে। যিনি ‘সোলস’র বহু নন্দিত গানের সুরকার ও সংগীত পরিচালক। ব্যান্ডের সঙ্গে তিনি গেয়ে শোনান ‘মুখরিত জীবন’, ‘তোরে পুতুলের মতো করে’, ‘ভালো লাগে জোৎস্না রাতে’, ‘হৃদয় কাদামাটি’ গানগুলো। সমন্বিত এসব পারফরম্যান্সে মুগ্ধ হন হলভর্তি দর্শক-শ্রোতা।

   

চলে গেলেন সংগীতা খান



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সংগীতা খানের সঙ্গে তার বোন শিল্পী সুমনা হক, অভিনেত্রী শমী কায়সার ও উপস্থাপক পুনম প্রিয়ম

সংগীতা খানের সঙ্গে তার বোন শিল্পী সুমনা হক, অভিনেত্রী শমী কায়সার ও উপস্থাপক পুনম প্রিয়ম

  • Font increase
  • Font Decrease

সফল নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সংগীতা খান আর নেই। ক্যারিয়ারের সফলতার পাশাপাশি সুব্যবহার আর রুচিশীলতার জন্য শোবিজে আলাদা পরিচিতি ছিল এই মানুষটির। তার আরেক পরিচয়, তিনি এ দেশের ‘জিঙ্গেল কুইন’খ্যাত সুমনা হকের বড় বোন।

আজ মঙ্গলবার ভোরে অনেকটা হুট করেই অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন এই গুণী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উদ্যোক্তা সমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনে।

সংগীতা খানের সঙ্গে দুটি আলাদা সময়ের ছবি শেয়ার করে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান ফেসবুকে লিখেছেন, ‘১১ সেপ্টেম্বর সন্ধ্যায় তোমার সাথে দেখা হলো। এত ভীড়ের মধ্যেও কত গল্প, ব্যাংককের কথা, শমী আপুর কথা, অনির কথা, ওমরা করতে যাবে সে গল্প। ৩ মাসও হয়নি! ফ্লোরা-বুলা চলে যাবার পর থেকে আমার খুব মনে হতো, সবই পড়ে থাকে, হঠাৎ করে মানুষটাই শুধু থাকে না! আজ ভোরে তুমি আবার সেটাই শক্ত করে মনে করিয়ে দিলে। যতবার, যত জায়গায় দেখা হয়েছে তুমি আমার গালে-পিঠে হাত বুলিয়ে আদর করে দিয়েছো। কি মায়া করে আমার হাতটা তোমার দুই হাতে ধরে গল্প করতে। আমি তোমাকে দেখতে না পেলেও, দুর থেকে তুমি আমাকে দেখে কাছে এসে জড়িয়ে ধরতে, ‘এই যে আমার মিষ্টি মেয়ে’ বলে! আমার গালে-মুখে হাত বুলানো তোমার আদর, আমার সবসময় মনে থাকবে সংগীতা আপা। আর তোমার আপুজি ডাক। আল্লাহ তোমার আত্মার শান্তি দিন।’

সংগীতা খানের সঙ্গে অভিনেত্রী রুনা খান

সংগীতা খান কর্মজীবন শুরু করেছিলেন ১৯৮৯ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সে। সেখানে চাকরি করেন ২০ বছর। চাকরি করা অবস্থায় যুক্ত হন রেস্তোরাঁ ব্যবসায়। মৃত্যুর আগ পর্যন্ত বনানীতে নিজের ‘ডিভাইন বিউটি লাউঞ্জ’ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

জন্ম তার ১৯৬১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে। আদি বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ। বাবা আনোয়ারুল হক। বাংলাদেশ বস্ত্রকল কর্পোরেশনের (বিটিএমসি) অর্থ পরিচালক (ফিন্যান্স ডিরেক্টর) ছিলেন তিনি। মা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত কবি খালেদা এদিব চৌধুরী। তার বাবা ১৯৯৪ সালে এবং মা ২০০৮ সালে গত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগে ১৯৮৪ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন সংগীতা। তিনি নারী উদ্যোক্তা হিসেবে ‘ইয়েলো ইন্সপায়ারিং ফিমেল অ্যাওয়ার্ড’ পুরস্কারও পেয়েছেন।

সংগীতা খানের সঙ্গে অভিনেত্রী সোহানা সাবা, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও টুটলি রহমান

সংগীতা খান বিয়ের পিঁড়িতে বসেন ১৯৭৯ সালে। প্রকৌশলী এফআর খানকে বিয়ে করেন তিনি। এফআর খান দেশের আবাসন শিল্পের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব। তিনি আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস’র (বিটিআই)-এর ব্যবস্থাপনা পরিচালক। তাদের দুই ছেলেমেয়ে। ২০১২ সালে সংগীতা খান যুক্ত হন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিডাব্লিউসিসিআই) সঙ্গে। সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন তিহনি। এ ছাড়াও তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সাধারণ পর্ষদ সদস্য (জেনারেল বডি মেম্বার), ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (আইবিসিসিআই) পরিচালক ও জার্মান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (জিবিসিসিআই) সদস্য।

;

‘ডাংকি’ কি পারবে হিরানির রেকর্ড টিকিয়ে রাখতে?



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘ডাংকি’র ট্রেলারে শাহরুখ খান

‘ডাংকি’র ট্রেলারে শাহরুখ খান

  • Font increase
  • Font Decrease

আসছে ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘ডাংকি’। এটি এ বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। বিরিতির পর ‘পাঠান’ আর ‘জাওয়ান’ দিয়ে সবাইকে নতুন করে তাক লাগিয়েছেন শাহরুখ। এবার আসছেন ‘ডাংকি’ নিয়ে। তাই ভক্তদের প্রত্যাশার পারদও অনেক চড়াতে। শুধু শাহরুখ খানের জন্যই নয়, এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন মাস্টারমেকার রাজকুমার হিরানি আর বলিউড কিং শাহরুখ খান।

হিরানি বেশ কয়েক বছর পর পর এক একটি ছবি নিয়ে আসেন, আর ছবিটি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির তকমা জিতে নেয়। তবে এবার এটি সহজ হবে না। কারণ খোঁদ শাহরুখের ‘জাওয়ান’ ছবিটিই সর্বকালের সেরা আয় করা ছবির তালিকায় রয়েছে। তার ‘পাঠান’ ছবিটিও দারুণ ব্যবসা করেছে। রণবীর কাপুরের ‘এনিম্যাল’ মাত্র ৩ দিনে ৪০০ কোটি আয় করেছে। এছাড়া প্যান ইন্ডিয়ান সিনেমার মধ্যে রয়েছে বেশকিছু ব্লকবাস্টার।

হিরানির ‘ডাংকি’র ট্রেলার আজই প্রকাশ পেয়েছে। সবাই দারুণ পছন্দ করেছেন ট্রেলার। হিরানি তার কাজের মান ঠিকই রেখেছেন মনে অনেকে মন্তব্য করেছেন। তবে জাওয়ান-এর ট্রেলার প্রকাশের পর যে পরিমান সাড়া পড়েছিল, এ ছবির বেলায় তেমনটি দেখা যাচ্ছে না।

‘ডাংকি’র স্টারকাস্ট

‘জাওয়ান’-এ শাহরুখের বয়স্ক চরিত্র বিক্রম রাঠোর নজর কেড়েছিল ভক্তদের। ‘ডাংকি’তেও শাহরুখকে দেখা যাবে পাকা চুলে। ট্রেলারের শুরুতে দেখানো হয় এক স্টেশনে নামেন শাহরুখ। সেখানে তার সঙ্গে পরিচয় হয় চারজনের। তারা ইংল্যান্ড যেতে ইচ্ছুক তারা। ইংরেজি না পারার কারণে অপদস্ত হতে হয় তাদের। একসময় তারা অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে। এরপর তাদের জীবনে নেমে আসে অন্ধকার। শাহরুখের হাতে হাতকড়াও দেখা যায়। তবে ২৫ বছর পর শাহরুখকে দেখা যায় নতুন লুকে। নতুন মিশন নিয়ে এগিয়ে যায় এই শাহরুখ।

`ডাংকি’তে শাহরুখ ছাড়াও রয়েছে ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানির মতো তারকারা।

;

‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন চঞ্চল চৌধুরী



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
চঞ্চল চৌধুরীর নতুন সম্মাননা, পেলেন ‘সেরা বাঙালি’ পুরস্কার

চঞ্চল চৌধুরীর নতুন সম্মাননা, পেলেন ‘সেরা বাঙালি’ পুরস্কার

  • Font increase
  • Font Decrease

একের পর এক দুর্দান্ত অভিনয়ে দুই বাংলার দর্শকদের মন জয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই বাংলাতে সমানভাবে জনপ্রিয় তিনি। এই অভিনেতার ক্যারিয়ারে নতুন এক সম্মান যুক্ত হয়েছে। কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

অভিনয়শিল্পে অবদানের জন্য এবিপি আনন্দ ‘সেরা বাঙালি’ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেন বাংলাদেশী এই অভিনেতা চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।’

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।’

ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে নিয়ে ‘পদাতিক’ সিনেমা নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে অক্টোবরে ছবিটি প্রথমবার প্রদর্শিত হয়েছে ‘লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসব’-এ। সেখানে দারুণ প্রশংসিত হয় ছবিটি, প্রশংসিত হয় মৃণালরূপী চঞ্চল চৌধুরীর অভিনয়ও। এছাড়াও সিনেমাটি ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

এর আগে ‘সেরা বাঙালি’ পুরস্কার পেয়েছিলেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার ও সাকিব আল হাসান।

;

বুবলীকে নিয়ে শাকিব খানের বিস্ফোরক মন্তব্য!



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বুবলীকে নিয়ে শাকিব খানের বিস্ফোরক মন্তব্য

বুবলীকে নিয়ে শাকিব খানের বিস্ফোরক মন্তব্য

  • Font increase
  • Font Decrease

ঢালিউড সুপারস্টার শাকিব খান শবনম বুবলীকে নিয়ে আবারো মন্তব্য করেছেন। কিছুদিন আগে গানবাংলার কর্নধার কৌশিক হাসান তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর ছড়িয়ে পরে স্যোশাল মিডিয়ায়। তখন ভারতে বারাণসিতে ‘দরদ’ এর শুটিং করছিলেন শাকিব। কাজের ব্যস্ততার মাঝে এসব শুনে থাকলেও কোন মন্তব্য করেননি। এবার তা নিয়েই গণমাধ্যমে কথা বললেন ঢাকাই সিনেমার সুপারস্টার।

শাকিব বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জা লাগে। অপমানিত মনে করব। মুন্নী ভাবীকে আমি যত স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে আমি এত অসহায়ভাবে আশা করিনি। আর এমন একটা মানুষকে নিয়ে কথা, যার সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল। মুন্নী ভাবীর অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি কখনই। কখন কার রূপ যে মিডিয়াতে চেঞ্জ হয়, বলা যায় না। অ্যানিওয়ে, এটা আমার কোনো ম্যাটার না। এই ব্যাপারে আমি জড়াতেও চাই না।’

এর আগেও অনেকের সঙ্গে বুবলী সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করেছেন শাকিব। সেজন্য তাকে সাবধানও করেছিলেন কয়েকবার।

শাকিবের কথায়, ‘তার তো এর আগেও অনেক স্ক্যান্ডাল শুনেছি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন। তার অডিও আমরা সবাই শুনলাম। আমারটা আমি না-ই বললাম।’

তিনি আরো যোগ করে বলেন, আর ওইগুলো (আগের স্ক্যান্ডালগুলো) হয়ত তাদের ওয়াইফরা বলেননি। এই ঘটনাগুলোয় আমি অনেক কিছু আমার ঘাড়ে নিয়েছি। আমার ওপর দিয়ে দোষ গেছে, আমি চুপ করে বসে ছিলাম। তাদের বিরুদ্ধে কখনও কিছু বলতে চাইনি। আজও বলছি না। কাউকে বলছি না যে, তাপসের বউ আমাকে কী বলেছেন!’

শাকিব আরো বলেছেন, ‘আমি আসলে বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার (বুবলীকে বিয়ে) আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষের বাহ্যিক আচরণ দেখে তাকে জাজ করা মুশকিল। সিনেমাতে যেমন দেখা যায়, যাকে চিন্তাই করতে পারি না যে তিনি ক্রিমিনাল হতে পারে। পরে দেখা যায়, তিনি সবচাইতে বড় ক্রিমিনাল।’

২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান।

;