করণের সহ-প্রযোজক আলিয়া, আসছে নতুন ছবি ‘জিগরা’
‘ধর্ম প্রোডাকশন’-এর হাত ধরে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী আলিয়া ভাট। ছবির নাম ‘জিগরা’। বাসান বালা পরিচালিত এই ছবি অ্যনাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে এল আজ। ছবির সহকারী প্রযোজক আলিয়া নিজেই।
যে প্রযোজনা সংস্থার হাত ধরে পা রেখেছিলেন রুপালি দুনিয়ায়, এবার তাদের সঙ্গেই হাত মিলিয়েই ছবির প্রযোজনা করছেন অভিনেত্রী আলিয়া ভাট। মুখ্য চরিত্রে তিনিই স্বয়ং। ছবির নাম ঘোষণা হয়েছে আজ, পোস্ট করা হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট টিজারও।
করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনস-এর যৌথ প্রযোজনায় আসতে চলেছে 'জিগরা'। মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। ‘জিগরা’র ঘোষণা করেন কর্ণ জোহর ও আলিয়া ভট্ট দুজনেই।
টিজার শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘নিবেদন করছি জিগরা, প্রতিভাবান বাসান বালা পরিচালিত, এবং ধর্ম প্রোডাকশনস ও ইটারনাল সানশাইন প্রোডাকশনসের যৌথ প্রযোজনায়। ধর্ম প্রোডাকশনের ছবিতে ডেবিউ করা থেকে শুরু করে এখন তাদের সঙ্গেই ছবির প্রযোজনা করা, মনে হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম এতদিনে একটা বৃত্ত সম্পূর্ণ করতে পারছি।' তিনি একইসঙ্গে লেখেন, 'প্রতিদিন এক একটা নতুন দিন... উত্তেজনাপূর্ণ, চ্যালেঞ্জে ভরা (এবং খানিকটা ভয়েরও)... শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, একজন প্রযোজক হিসেবেও এই ছবিটাকে প্রাণ দিয়ে আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরার তর সইছে না। 'জিগরা' প্রেক্ষাগৃহে আসছে ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালে।’
অভিনেত্রীর টিজার পোস্ট করার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মীর থেকে পেয়েছেন শুভেচ্ছাবার্তা। দিয়া মির্জা, জোয়া আখতার, ভূমি পেডনেকর, বেদাঙ্গ রানা, ইরা দুবে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রথম যে লুক প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে আলিয়া প্যান্ট-শার্ট পরে, চুলে পনিটেইল। ব্যাকপ্যাকও রয়েছে। নেপথ্যে আলিয়ার কণ্ঠ শোনা যাচ্ছে, ‘আমার রাখি পরিস না তুই। তুই আমার সুরক্ষায় আছিস। আমি তোর কোনও ক্ষতি হতে দেব না। কখনও না।’
প্রসঙ্গত, ২০১২ সালে ধর্ম প্রোডাকশন-এর ব্যানারে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভাট।
করণ জোহর, আলিয়া ভাট, অপূর্বা মেহতা, সোমেন মিশ্র এই ছবির প্রযোজক।