করণের সহ-প্রযোজক আলিয়া, আসছে নতুন ছবি ‘জিগরা’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
করণের সহ-প্রযোজক আলিয়া, আসছে নতুন ছবি ‘জিগরা’

করণের সহ-প্রযোজক আলিয়া, আসছে নতুন ছবি ‘জিগরা’

  • Font increase
  • Font Decrease

‘ধর্ম প্রোডাকশন’-এর হাত ধরে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী আলিয়া ভাট। ছবির নাম ‘জিগরা’। বাসান বালা পরিচালিত এই ছবি অ্যনাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে এল আজ। ছবির সহকারী প্রযোজক আলিয়া নিজেই।

যে প্রযোজনা সংস্থার হাত ধরে পা রেখেছিলেন রুপালি দুনিয়ায়, এবার তাদের সঙ্গেই হাত মিলিয়েই ছবির প্রযোজনা করছেন অভিনেত্রী আলিয়া ভাট। মুখ্য চরিত্রে তিনিই স্বয়ং। ছবির নাম ঘোষণা হয়েছে আজ, পোস্ট করা হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট টিজারও।

করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনস-এর যৌথ প্রযোজনায় আসতে চলেছে 'জিগরা'। মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। ‘জিগরা’র ঘোষণা করেন কর্ণ জোহর ও আলিয়া ভট্ট দুজনেই।

টিজার শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘নিবেদন করছি জিগরা, প্রতিভাবান বাসান বালা পরিচালিত, এবং ধর্ম প্রোডাকশনস ও ইটারনাল সানশাইন প্রোডাকশনসের যৌথ প্রযোজনায়। ধর্ম প্রোডাকশনের ছবিতে ডেবিউ করা থেকে শুরু করে এখন তাদের সঙ্গেই ছবির প্রযোজনা করা, মনে হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম এতদিনে একটা বৃত্ত সম্পূর্ণ করতে পারছি।' তিনি একইসঙ্গে লেখেন, 'প্রতিদিন এক একটা নতুন দিন... উত্তেজনাপূর্ণ, চ্যালেঞ্জে ভরা (এবং খানিকটা ভয়েরও)... শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, একজন প্রযোজক হিসেবেও এই ছবিটাকে প্রাণ দিয়ে আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরার তর সইছে না। 'জিগরা' প্রেক্ষাগৃহে আসছে ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালে।’

অভিনেত্রীর টিজার পোস্ট করার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মীর থেকে পেয়েছেন শুভেচ্ছাবার্তা। দিয়া মির্জা, জোয়া আখতার, ভূমি পেডনেকর, বেদাঙ্গ রানা, ইরা দুবে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রথম যে লুক প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে আলিয়া প্যান্ট-শার্ট পরে, চুলে পনিটেইল। ব্যাকপ্যাকও রয়েছে। নেপথ্যে আলিয়ার কণ্ঠ শোনা যাচ্ছে, ‘আমার রাখি পরিস না তুই। তুই আমার সুরক্ষায় আছিস। আমি তোর কোনও ক্ষতি হতে দেব না। কখনও না।’

প্রসঙ্গত, ২০১২ সালে ধর্ম প্রোডাকশন-এর ব্যানারে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভাট।

করণ জোহর, আলিয়া ভাট, অপূর্বা মেহতা, সোমেন মিশ্র এই ছবির প্রযোজক।

   

ষোলকলা পূর্ণ শুভশ্রীর!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
শুভশ্রী গাঙ্গুলী, ছবি : ফেসবুক

শুভশ্রী গাঙ্গুলী, ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

কলকাতার অন্যতম চাহিদাসম্পন্ন নায়িকা তিনি। এক সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকাও ছিলেন। তবে সুপারস্টার দেবের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙণের পর অনেকটাই মুষড়ে পড়েছিলেন। কথায় আছে, একজন সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। তেমনি শুভশ্রী গাঙ্গুলীর জীবনেও এমন একজন পুরুষ আছেন যিনি এসে তাকে পূর্ণতা দিয়েছেন। ভালোবেসে আপন করে নিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। এরপর বিয়ে এবং প্রথম পুত্রসন্তান। এবার সৃষ্টিকর্তা শুভশ্রীর ষোলকলাই যেন পূর্ণ করে দিলেন।

বিয়ের পরও দারুণভাবে সামলেছেন ক্যারিয়ার। ছেলে হওয়ার পরও দিয়েছেন সুপারহিট সিনেমা, ওয়েব সিরিজ। এবার তার কোল জুড়ে এলো কণ্যা সন্তান। দ্বিতীয় বার বাবা হলেন পরিচালক রাজ চক্রবর্তী।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। তখনই চার মাস কেটে গিয়েছিল।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী দম্পতি

সে সময় চুটিয়ে কাজও করছিলেন নায়িকা। তার পর বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। সে সময় ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রী বরাবরই প্রকাশ্যে বলেছেন যে তারা বরাবরই দুটি সন্তান চেয়ে এসেছেন।

২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী৷ তার পর করোনা পরিস্থিতির সময়ে প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন তিনি। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ছেলে ইউভানের জন্ম হয়।

;

‘খোদা হাফেজ’ সিনেমার ফাস্ট লুক আলোচনায়



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
খোদা হাফেজ সিনেমা

খোদা হাফেজ সিনেমা

  • Font increase
  • Font Decrease

সোশ্যাল মিডিয়া বেশ সরগরম ‘খোদা হাফেজ’ সিনেমার ফাস্ট লুক নিয়ে। ঢাকাই চলচ্চিত্রের নতুন জুটি দিদার ও নিপা আহমেদ রিয়েলীকে নিয়ে অনিক বিশ্বাস নির্মাণ করেছেন ‘খোদা হাফেজ’ সিনেমাটি। সিনেমাটির পোস্টার উন্মুক্ত করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টারে নায়ক দিদারের সিক্স প্যাকে অ্যাকশন মুডের উপস্থিতি নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের ৷ স্নিগ্ধ চাহনিতে নজর কেড়েছেন নায়িকা রিয়েলীও। সিনেমা প্রেমীদের অনেককেই পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানাতে দেখা গেছে সিনেমার পরিচালক দিদার-রিয়েলী জুটি ও পুরো টিমকে। তাদের মধ্যে আছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি পোস্টারটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন 'খোদা হাফেজ' টিমকে।

নির্মাতা অনিক বিশ্বাস বলেন, এরই মধ্যে সিনেমাটির দৃশ্যায়ন শেষ হয়েছে। গানের শুটিং শেষেই ডাবিং করা হবে। তারপর জমা পড়বে সেন্সরের টেবিলে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি দর্শকদের ভালো লাগবে আর আমার এই সিনেমায় নতুন জুটি দিদার ও রিয়েলী বেশ ভালো কাজ করেছেন।

তিনি আরও বলেন, দর্শকদের এই নতুন জুটিকে উৎসাহ দিতে ও তাদেরকে আরও অনুপ্রাণিত করার জন্য হলেও সিনেমাটি হলে এসে দেখা উচিত। আশা করি বাংলা সিনেমাপ্রেমী দর্শক নিরাশ হবেন না।

;

আরিয়ানের নাটক দিয়ে শুরু ‘রোম্যান্টিক ফেস্টিভ্যাল’



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
(বাঁমে) মিজানুর রহমান আরিয়ান, (ডানে) হৃদয়ে হৃদয় নাটকের পোস্টার

(বাঁমে) মিজানুর রহমান আরিয়ান, (ডানে) হৃদয়ে হৃদয় নাটকের পোস্টার

  • Font increase
  • Font Decrease

‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’ কিংবা সাম্প্রতিক সময়ের ‘নেটওয়ার্কের বাইরে’, জনপ্রিয় কাজের লিস্ট অনেক লম্বা নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের। বিশেষ করে, প্রেমের নাটকে তার মুন্সিয়ানা চোখে পড়ার মতো। তিনি দর্শকের প্রেমময় অনুভূতি নিয়ে খেলতে পারেন। তাইতো তার নাটকগুলো দর্শককে নিয়ে যায় নিজস্ব প্রেমের ভূবনে।

সেই নির্মাতার নাটক ‘হৃদয়ে হৃদয়’ দিয়ে শুরু হলো ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা।

সাধারনত ভালোবাসা দিবসে ক্লোজআপ এ ধরনের আয়োজন করে থাকে। কিন্তু এবার নভেম্বরের শেষে আর ডিসেম্বরের শুরুতে হচ্ছে প্রেমের নাটকের উৎসব। এ প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বার্তা২৪.কমকে বলেন, ‘এটা আসলে ক্লোজআপ আর সিএমভির আইডিয়া। আমাকে বিষয়টি শেয়ার করার পর খুব ভালোলাগে। তিনটি রোমান্টিক নাটকের এই উৎসবে আমি থাকতে সম্মতি জানাই। এরপর তো হৃদয়ে হৃদয় নির্মান করলাম।’ তিনি আরও বলেন, ‘আসলে আমরা কোন একটি উপলক্ষ্যকে কেন্দ্র করে অনেক কাজ করি। কিন্তু অনেক সময় এক একটি কাজও হয়ে ওঠে উপলক্ষ্য। তেমনি এই যে প্রেমের নাটকের উৎসব এটি যদি দর্শকের মধ্যে সাড়া ফেলে দেখা যাবে আগামী বছর থেকে এই ফেস্টিভ্যালই স্টাবলিশ হয়ে গেছে।’

হৃদয়ে হৃদয় নাটকের পোস্টার

আরিয়ান জানালেন, হৃদয়ে হৃদয় খুব সহজ একটি প্রেমের গল্প। বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম যেমন হয়। দর্শক হয়ত তার নিজের জীবন বা আশেপাশেই এমন প্রেমের গল্প দেখেছেন। ফলে কাজটি দর্শকের মনে সহজে জায়গা করে নিতে পারে বলে তার আশাবাদ।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সিএমভি আয়োজিত ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। উৎসবের শুরুটা হচ্ছে ‘হৃদয়ে হৃদয়’ নাটক দিয়ে। পুরো নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে আজ সন্ধ্যা ৬টায়। উৎসবের অন্য দুই জুটির মধ্যে রয়েছেন অপূর্ব-তটিনী ও তৌসিফ-তিশা। তারা যথাক্রমে অভিনয় করেছেন জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’ এবং প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ নাটকে।

;

শুরু হয়েছে ট্রাম্পের বায়োপিক



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সেবাস্টিয়ান স্ট্যান ও তরুণ ডোনাল্ড ট্রাম্প

সেবাস্টিয়ান স্ট্যান ও তরুণ ডোনাল্ড ট্রাম্প

  • Font increase
  • Font Decrease

বিশ্বব্যাপী পরিচিত নাম ডোনাল্ড ট্রাম্প। নানাকারণে বিভিন্ন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকতেন আমেরিকার সাবেক এই প্রেসিডেন্ট। এবার এই বিখ্যাত মানুষটির বায়োপিক বানানো হচ্ছে। ট্রাম্পের জনপ্রিয়তা ও ক্ষমতার ঘটনা সম্বলিত এই সিনেমার শুটিং শুরু হয়েছে চলতি সপ্তাহেই।

১৯৭০ থেকে ৮০ সালের মধ্যকার কাহিনী দেখানো হবে এই সিনেমায়। ট্রাম্পের তখন যুবক বয়স। নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মোঘল থাকাকালে তার জীবনের প্রথম দিকের কয়েক বছরের গল্প নিয়ে সাজানো হচ্ছে এই সিনেমা। এছাড়াও দেখা যাবে বিখ্যাত আইনজীবী ও তার মেন্টর রয় কোহেনের সাথে তার সম্পর্কের বিস্তৃতি।

কীভাবে কোহেনের কাছে থেকে ট্রাম্প চুক্তি করা ও ম্যানিপুলেশন শিখেছিলেন সেই গল্প সিনেমায় থাকবে। পাশাপাশি তাকে রাজনৈতিক পরামর্শও দিতেন। ট্রাম্পকে ২ বার অভিযুক্ত করা হয়েছে এবং এখনো তিনি ৪ টি ভিন্ন ক্রিমিনাল কেসে ৯১টি চার্জে অভিযুক্ত আছেন। ম্যানহাইটেনে উচ্চমানের প্রতারণামূলক কাজে তার জড়িত থাকার তথ্যও রয়েছে। তবে এতো কিছুর পরও তিনি ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট হওয়ার চেস্টা করবেন বলে জানা গিয়েছে। এই সিনেমা ট্রম্পের বির্তকিত জীবন ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে।

সিনেমায় ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন ক্যাপ্টেন আমেরিকার বাল্যবন্ধু ‘বাকি’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া সেবাস্টিয়ান স্ট্যান। কোহেনের চরিত্রে থাকবেন জেরেমি স্ট্রং। তিনি সম্প্রতি সাকসেশন সিনেমার জন্য অ্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। পরিচালনা করছেন এরানি পরিচালক আলী আব্বাস। তিনি ২০২২ সালের অস্কারেতার থ্রিলার সিনেমা ‘হলি স্পাইডার’এর জন্য শ্রেষ্ঠ পরিচালকের নমিনেশন পেয়েছিলেন।

এছাড়াও বিখ্যাত ভিডিওগ্যেম এডাপটেশন ‘দ্য লাস্ট অফ আস’-এর শেষ দুই পর্ব পরিচালনা করেছেন তিনি। সিনেমার গল্প লিখেছেন সাংবাদিক ও লেখক গ্যাব্রিয়েল শেরম্যান।

;