আরিয়ানের ‘বুকিং’ দিয়ে ভালোবাসার রঙ ছড়াবেন পরী
প্রিয়জন হারানোর শোক কাটিয়ে গত বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিনটা শুটিংয়ে ব্যস্ত ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ঢাকার অদূরে ৩০০ ফিটে মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ ওয়েব সিনেমার কাজ করছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার জানা গেল, নতুন সেই কাজটি নিয়েই পরীমনি ফিরছেন এবারের ভালোবাসা দিবসে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। দুজনকে নিয়ে আপাতত প্রকাশ হয়েছে একটা দৃষ্টিনন্দন রোমান্টিক পোস্টার। যেটার মাধ্যমে যেন দর্শকদের বুকিং দিয়ে রাখলেন ১৪ ফেব্রুয়ারি ছবিটি দেখার জন্য।
নির্মাতা আরিয়ান গণমাধ্যমকে জানান, ‘বুকিং’ ছোট্ট মিষ্টি একটা প্রেমের গল্প। যেখানে তিনি পরীমনি ও এ বি এম সুমনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন। সুন্দর একটা গান আছে। আরিয়ানের ভাষায়, ‘সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প।
এর আগে পরীমনি বলেছেন, ‘বুকিং-এর গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তা ছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এ বি এম সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।’
‘বুকিং’ শর্টফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র ভালোবাসার দিবসের বিশেষ প্রজেক্ট ‘লাভ স্টোরিজ’-এর অংশ। এই প্রজেক্টের বাকী কাজগুলোতে অভিনয় করেছেন সাবিলা নূর, নিলয় আলমগীর, দীঘি, জিয়াউল পলাশ, পারসা ইভানাসহ বেশকজন জনপ্রিয় তারকা।
গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমনি। সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনায় আছেন রেজা ঘটক। এর বাইরে সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। সেটি নিয়েও রয়েছে পরীমনির ব্যস্ততা।
কিছুদিন আগেই ফেসবুক পোস্টে পরীমনি জানিয়েছিলেন যে রাস্তার পাশের দোকানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পারিবারিক আয়োজনে অংশ নিতে ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন পরী। ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন।
ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি, তার সন্তানসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। সবাই সেরে উঠলেও পুণ্য সুস্থ হচ্ছিল না। তাই ১৭ জানুয়ারি সন্তানসহ কলকাতায় যান পরীমনি। ১৭ জানুয়ারি সন্তানের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন পরীমনি। দিন কয়েক পরই অভিনেত্রী জানান, তার সন্তান পুণ্য অনেকটা সেরে উঠেছে।