সাড়া ফেলেছে কনা-মুজা-হৃদির ‘ডানে বামে’

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কনা, হৃদি ও মুজা

কনা, হৃদি ও মুজা

ভালোবাসা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সংগীতশিল্পী ও কম্পোজার মুজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নতুন মিউজিক ভিডিও ‘ডানে বামে’। গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও মুজা। মুজার অন্যান্য গানের মতো এ গানটিও বাংলা, ইংরেজি ও সিলেটি ভাষা মিলিয়ে লেখা হয়েছে। বাঁধনের সঙ্গে গানটি লিখেছেনও এই দুই শিল্পী। আর বরাবরের মতো নিজের গানের সুর ও সংগীতায়োজন করেছেন মুজা নিজেই।

এরইমধ্যে গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে গানের কোরিওগ্রাফি বেশ উপভোগ করছে দর্শক। মুজার আগের গান ‘ঝুমকা’র পর এই গানেও কোরিওগ্রাফারের দায়িত্বে ছিলেন দেশের তারকা নৃত্যশিল্পী ও কম্পোজার হৃদি শেখ।

বিজ্ঞাপন
হৃদি ও মুজা

ডানে বামে’ মিউজিক ভিডিও নিয়ে হৃদি বার্তা২৪.কমকে বলেন, ‘‘মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে নিউ ইয়ারের আগে। মুজা তো বিদেশে থাকেন, তিনি সে সময় দেশে এসেছিলেন। আমি এর আগেও মুজার ‘ঝুমকা’ গানের কোরিওগ্রাফি করেছি। সেটি এরইমধ্যে ইউটিউবে ১০০ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। তাই আমি আরেকটি গানের অপেক্ষায় ছিলাম, সেটিতে ভাইরাল কোন কোরিওগ্রাফি করতে পারি। সেই গানটিই হলো কনা আর মুজার ‘ডানে বামে’। গানটি অল্প কয়েকদিন হলো মুক্তি পেয়েছে। এরইমধ্যে আমি দারুণ সাড়া পাচ্ছি। তবে আমি আর কনা আপু এই গানের একটি ড্যান্স কভার করব। মিউজিক ভিডিওতে হয়ত স্টোরি লাইন কিংবা গ্ল্যামারের কথা চিন্তা করতে গিয়ে কোরিওগ্রাফি কোথাও কোথাও ঢেকে গিয়েছে। আমাদের ড্যান্স কভাওে সেই কোরিওগ্রাফিটি প্রপারলি বোঝা যাবে।’’

হৃদি ও মুজার সঙ্গে ‘আরএস প্রোডাকশন’-এর শিল্পীরা

হৃদি আরও বলেন, ‘‘আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। মুজার সঙ্গে আমি নিয়মিত কাজ করছি। তার একেবারে প্রথম মিউজিক ভিডিও থেকে। এই গানটিও যখন স্টুডিওতে শুনেছি তখনই আমার মনে হয়েছে এটিও একটি হিট গান হবে। সে সময় কনা আপু বললেন, তুমি গানটির কোরিওগ্রাফি কর। এই গানে কনা আর মুজার সঙ্গে আমার ড্যান্স টিম ‘আরএস প্রোডাকশন’-এর শিল্পীরা পারফর্ম করেছে। এটি একটি টেকনিক্যাল এন্টারটেইনমেন্ট এজেন্সি। আমরা শো করার পাশাপাশি তার পেছনের যাবতীয় কাজ, যেমন- কস্টিউম, কোরিওগ্রাফি, ভিডিও প্রোডাকশনসহ সব কাজ করি। ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডে আমার সাড়া ফেলা পারফরমেন্স থেকে এই টিমের যাত্রা শুরু হয়েছে। কনা আপুও বলেছেন, অনেকদিন এতো গোছানো টিমের সঙ্গে কাজ করিনি। আমরা একই দিনে তিনটি সেট নির্মান করে কাজ করেছি। তাছাড়া আমরা রিহার্সেলের জন্য কনা আর মুজাকে মাত্র একদিন পেয়েছি। ফলে আমার টিমের ডেডেকেশন না থাকলে এতো চমৎকার আউটপুট আসা সম্ভব হতো না।’’

বিজ্ঞাপন