‘চরকি’ আর ‘ফিল্ম সিন্ডিকেট’-এর বিরাট ঘোষণা
চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট প্রায় একই সময়েই যাত্রা শুরু করে। আর চরকির শুরু থেকেই ‘ঊনলৌকিক’ নির্মাণ দিয়ে পাশে ছিল ফিল্ম সিন্ডিকেট। এ পর্যন্ত বেশ বেশ ভালো ও দুর্দান্ত কিছু কনটেন্ট নির্মাণ করে বাংলাদেশের কনটেন্ট জগতে একটা সাড়া ফেলেছে এই প্রতিষ্ঠানটি। সেই সাথে দর্শকও মনমুগ্ধ হয়ে দেখেছে তাদের কাজ।
সৈয়দ আহমেদ শাওকি , তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও সালেহ সোবহান অনীম তাদের নিজ নিজ কাজ দিয়ে জয় করেছে দর্শকের মন। এবার তারা নির্মাণ করবেন চরকির জন্য। ফিল্ম সিন্ডিকেট তাদের ফিল্মগ্রাফির মধ্যে সবচেয়ে বড় কলাবরেশনটা করতে যাচ্ছে চরকির সাথে। আগামী ৩ বছরে নির্মিত হবে ১০টি সিরিজ।
ঢাকা ক্লাবে বুধবার অর্থাৎ ১৩ই মার্চ বিকেলে এক জমকালো আয়োজনে এই ঘোষণা দেয়া হয়।
ফিল্ম সিন্ডিকেট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মীর মোকাররম হোসেন বলেন, ‘ফিল্ম সিন্ডিকেট চরকির শুরু থেকেই তাদের সাথে কাজ করে আসছে। এরপর দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম কীভাবে আমরা একসাথে আরও কাজ করতে পারি। আমরা বিশ্বাস করি, ফিল্ম সিন্ডিকেট যে কনটেন্ট বানাতে চায় তা বিশ্বের সকল বাঙালি তথা সকল দর্শকের কাছে পৌঁছে দিবে চরকি।‘
পরিচালক সৈয়দ আহমেদ শাওকি বলেন, ‘আমাদের একসাথে একটা এক্সসাইটিং জার্নি শুরু করলাম। দর্শকের দেখার ধরন পরিবর্তন হচ্ছে বা হয়েছে সেটা আমরা জানি। ফিল্ম সিন্ডিকেট ও চরকি মিলে দর্শককে নতু কিছু উপহার দিবে এই প্রত্যাশা।‘
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাংলাদেশে ওটিটি কনটেন্টের জার্নি সাথে ফিল্ম সিন্ডিকেটের নাম অতপ্রোতভাবে জড়িত। তারা যে গুণগত কাজ করে তা দর্শক জানে। খুব প্রফেশনাল- ট্যানেন্টেড নির্মাতারা ও প্রযোজকেরা আছেন ফিল্ম সিন্ডিকেটে। চরকির সাথে ফিল্ম সিন্ডিকেটের এই কোলাবরেশনটা বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্য বিশাল ব্যাপার হবে।‘
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা যাকের, নুসরাত ইমরোজ তিশা, এফএস নাঈম, নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, সুষমা সরকার, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, তানজিকা আমিন, ইরেশ যাকের, সুমন আনওয়ার, সৌম্য-দিব্য, আইশা খান, সাদিয়া আয়মান, খাইরুল বাসার, নিশাত প্রিয়ম, সারিকা সাবাহ, পরিচালক শিহাব শাহীন, রায়হান রাফী সহ আরও অনেক তারকারা এসেছিলেন এই আয়োজনে অংশ নিতে।
সেই সাথে উপস্থিত ছিলেন মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি ফিল্ম সিন্ডিকেটের প্রযোজক-পরিচালকদের জানান শুভ কামনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।