স্বাধীনতা দিবসে রফিকুল আলম-আইয়ূব বাচ্চুর উপহার!

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : শিল্পীর সৌজন্যে

ছবি : শিল্পীর সৌজন্যে

প্রখ্যাত গায়ক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রফিকুল আলম। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন একটি দেশের গান উপহার দিয়েছেন তিনি। ‘স্বাধীনতা’ শিরোনামে গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চু। সংগীতায়োজন করেছেন রফিকুল আলমের ছেলে ফরশিদ আলম, যিনি নিজেও একজন গায়ক, সুরকার এবং বেইস প্লেয়ার।

গানটি স্বাধীনতাকে মহিমান্বিত করার কথা বলে। এ দেশের মানুষের কাছে রক্তের বিনিময়ে কেনা এই স্বাধীনতার মূল্য কতোখানি? সেই প্রশ্নও উঠে এসেছে এই গানে। ‘স্বাধীনতা’ গানটি রফিকুল আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে আজ ২৬ মার্চ সকালে।

বিজ্ঞাপন

রফিকুল আলম আইয়ুব বাচ্চুকে বাংলাদেশের ‘ভ্যান হ্যালেন’ বলে ডাকতেন। গানটি তৈরীর নেপথ্যের কথা জানতে চাইলে রফিকুল আলম বলেন, ‘২০০৫ সালে আমি আর বাচ্চু অন্য একটি কাজ করছিলাম। কাজের ভেতরেই বার বার একসাথে একটা গান করার কথা ঘুরে ফিরে আসছিল। অনেক আলোচনার পর হঠাৎ বাচ্চু একদিন নিজের গলায় গানটি গেয়ে আমাকে রেকর্ড করার কথা বলে। কিন্তু দুঃখজনকভাবে গানটা করা হয়নি। এরপর তো বাচ্চুর হঠাৎ চলে যাওয়াটাও অনেক কষ্টের ছিল।’

বাবা রফিকুল আলমের সঙ্গে ফারশিদ

বাবার সাথে এই প্রথম কোন গানের কাজ করলেন ফারশিদ। তিনি বলেন, “আইয়ুব বাচ্চুর কম্পোজিশনে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন গানের স্বাদ সবসময় সমানভাবে বিদ্যমান থাকে। কিন্তু এই গানে উনি তা করেননি। যেহেতু আমার বাবা গানটি গাইছেন, তাই ওয়েস্টার্ন দিকটা উনাকে কম ভাবতে হয়েছে। ফলে
আমার জন্য কাজটা কঠিন হয়ে পড়ে। কারণ আমিও ওয়েস্টার্ন ধাঁচের মিউজিক নিয়েই বেশি চর্চা করি। তারপরও চেষ্টার ত্রুটি ছিল না। আশা করি গানটির প্রতি সুবিচার করতে পেরেছি। খুব ভালো লাগত যদি একবার যদি আইয়ুব বাচ্চুকে গানটি শোনাতে পারতাম।’

বিজ্ঞাপন

রফিকুল আলম বাংলাদেশের একজন প্রখ্যাত প্লেব্যাক গায়ক। পণ্ডিত হরিপদ দাসের কাছে তার হাতেখড়ি। অনেক বিখ্যাত সঙ্গীতপরিচালকদের সাথে কাজ করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল তার যাত্রাপথের একটি মাইলফলক। সে সময়ে তিনি গণসঙ্গীত ও একক কন্ঠে গেয়েছেন। অনেক কালজয়ী গান গেয়েছেন, যার মধ্যে ‘মোদের গরব মোদের আশা’ ছিল অন্যতম।