‘আজব কারখানা’র জন্য ঢাকায় পরমব্রত, প্রেক্ষাগৃহে আসছে ১২ জুলাই



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

  • Font increase
  • Font Decrease

আসছে ১২ জুলাই সারাদেশে মুক্তি পাচ্ছে শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আজব কারখানা’। তবে ছবিটি এরইমধ্যে দেশ ও বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে পুরস্কারও। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

আর এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশর শীর্ষ র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মেধাবী অভিনেত্রী দিলরুবা দোয়েল। আরও অভিনয় করতে দেখা যাবে বাংলার লোকগানের একাধিক গুণী শিল্পীকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী, আসিফ ইকবালের মতো তারকারা। সামিয়া জামান প্রযোজিত সরকারি অনুদানের এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা, পোস্টার উন্মোচন ও টিজার প্রকাশ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয় এক প্রীতি অনুষ্ঠান। তাতে অংশ নিতে কলকাতা থেকে ছুটে আসেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া সিনেমা সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন / ছবি : ইএন নাঈম

আজ ছিল এই তারকা অভিনেতার জন্মদিন। অনুষ্ঠান শেষে তার জন্মদিনের কেক কেটে উদযাপনও করা হয়।

প্রযোজক সামিয়া জামান বলেন, ‘ছবিটি নিয়ে আমরা অনেক বছর ধরে কাজ করেছি। অবশেষে যে দর্শকের জন্য সিনেমাটি নির্মাণ করেছি তাদের দেখানোর সুযোগ তৈরী হয়েছে। আমরা আগামী ১২ জুলাই থেকে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা শবনম ফেরদৌসী বলেন, ‘‘আমার জন্য আজকের দিনটি খুবই স্পেশ্যাল। কারণ, আজ আমার প্রথম সিনেমার মুক্তির তারিখ সবার সঙ্গে শেয়ার করছি। একইসঙ্গে আমি আরেকটি ছবি শুরু করতে যাচ্ছি যেটার জন্যও সরকারি অনুদান পেয়েছি। অনেক স্বপ্ন আর কষ্ট নিয়ে ‘আজব কারখানা’ করেছি। বাংলাদেশে সরকার এবং প্রযোজক সামিয়া জামান সহায়তা না করলে আমার এই স্বপ্নের ছবিটি আলোর মুখ দেখতো না। পরমব্রত এতো কষ্ট করেছে বলার মতো নয়। এমনও দিন গেছে তার মতো তারকা অভিনেতা খেয়েছে কিনা সেই খোঁজটুকু আমি নিতে পারিনি কাজের চাপে। সে মুখ বুজে কাজ করেছে। এছাড়া প্রতিটি শিল্পী যার যার জায়গা থেকে কাজটি নিজের মনে করে করেছে।’

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন

শবনম আরও বলেন, ‘এই ছবিটি আসলে তৈরী করা খুব দরকরা ছিল। গান আমাদের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ ও ঐতিহ্য। সেই বাংলার গানকে আমরা আরও একটু ছড়িয়ে দিতে চেয়েছি।’

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘ছবিটি করতে রাজী হয়েছিলাম শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকে। কারণ গানের পরিবেশেই আমার বেড়ে ওঠা। আমার বাবা মা দুজনই বাংলা গানের প্রচার প্রসারে কাজ করে গেছেন। আমি নিজেও সাধুসঙ্গসহ অনেক কিছু করেছি বাংলা গানকে ভালো করে জানতে। সেই বাংলার গান নিয়ে একটি চলচ্চিত্র হচ্ছে, যেখানে আমি একজন রকস্টারের চরিত্র করতে পারবো, এই লোভ সামলাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ছবিটি এর আগে কলকাতায় দুবার প্রদর্শিত হয়েছে। একবার প্রদর্শনের সময় আমি উপস্থিত ছিলাম। তখন ছবিটি দর্শকের কেমন লেগেছে সেটি তাদের চোখে মুখে আমি দেখেছি। কারণ গান ভালোবাসে এমন অজস্র দর্শক আমাদের বাংলায় রয়েছে। আমার বিশ্বাস তারা এই ছবিটি দেখবেন।’

আজব কারখানা সিনেমার সংবাদ সম্মেলন

শাবনাজ সাদিয়া ইমি বলেন, ‘‘আমি এমন একটি ছবি দিয়ে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম যেটি নিয়ে সব সময় প্রাউড ফিল করতে পারি। ‘আজব কারখানা’ তেমনি একটি সিনেমা। ছবিটি করতে রাজী হই আমার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা আছে দেখে। তারসঙ্গে কাজ করে আমি অভিনেত্রী হিসেবে অনেক উন্নত হয়েছি বলে মনে করি। আমার আগামী কাজগুলো নির্ভর করবে এই ছবির ফলাফলের ওপর। তাই আমি সবাইকে বলবো আমরা ছবিটি হলে এসে দেখুন, আশা করছি নিরাশ হবেন না।’

দিলরুবা দোয়েল বলেন, ‘ছবিটিতে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। পরমব্রত চট্টোপাধ্যায়ের মতে অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে জেনে যেমন আনন্দ লাগছিলো, তেমনি ভয়ও পাচ্ছিলাম। তবে তিনি অনেক সাপোর্টিভ। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আশা করছি দর্শকেরও ছবিটি ভালো লাগবে।’

‘সূচনা’ নিয়ে মঞ্চে চার অভিনেত্রী



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: মঞ্চে অভিনয় করছেন চার অভিনেত্রী

ছবি: মঞ্চে অভিনয় করছেন চার অভিনেত্রী

  • Font increase
  • Font Decrease

নাটকটিতে একসময় নিয়মিত অভিনয় করতেন প্রয়াত অভিনেত্রী মিতা চৌধুরী। ‘সূচনা’ নাটকে এখন খুবই জনপ্রিয় লেখিকা চরিত্র রাশেদা চরিত্রে অভিনয় করছেন ওয়াহিদা মল্লিক জলি, বিখ্যাত গায়িকা সবিতা চরিত্রে চিত্রলেখা গুহ, ধনী গৃহিণী শেলী চরিত্রে ড. নাজনীন চুমকি ও প্রখ্যাত সমাজকর্মী চরিত্রে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। চারজনকেই ষাটোর্ধ্ব মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা গেয়েছে।

সেগুনবাগিচার ‘কচি কাঁচার মিলনায়তন-এ মঞ্চস্থ হবে নাটক ‘সূচনা। প্রয়াত অভিনয়শিল্পী মিতা চৌধুরী ও শাহীদুর রহমান স্মরণে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হয়েছে নাটকটির। ‘সূচনা’ রচনা করেছেন একুশে অভিনেতা আবুল হায়াত। নির্দেশনা দিচ্ছেন রহমত আলী।

সূচনা ও সূচনায় অভিনয় প্রসঙ্গে ওয়াহিদা মল্লিক জলি বলেন, ‘আমাদের ভীষণ প্রিয় শিল্পী প্রয়াত মিতা চৌধুরী ও তার স্বামী শাহীদুর রহমানকে উৎসর্গ করে আজ মঞ্চস্থ হবে নাটক সূচনা।’

চিত্রলেখা গুহ বলেন, ‘আমরা প্রতি মুহূর্তেই মিতা আপাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিগত কয়েকদিনে বিশেষভাবে মিতা আপাকে মিস করেছি। নাটকটি উপভোগ করার জন্য দর্শককে অনুরোধ জানাচ্ছি।’

নাটকটি নিয়ে ড. নাজনীন চুমকি বলেন, ‘আমি ধনী গৃহিণী শেলী চরিত্রে অভিনয় করছি। এ চরিত্রেই অভিনয় করতেন মিতা আপা। আমার জন্য এ চরিত্রে অভিনয় করাটা ভীষণ চ্যালেঞ্জিং। এটা সত্যি যে মিতা আপার মতো শেলী চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য অনেক কঠিন। তার পরও মিতা আপাকে উৎসর্গ করে শেলী চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা আমার অন্তর থেকেই।’

তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘সূচনা আমার মঞ্চ জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নাটক। আমি ছাড়া অন্য যে তিনজন শিল্পী অভিনয় করছেন তারা প্রত্যেকেই ভীষণ অভিজ্ঞ। তাদের সঙ্গে রিহার্সেলে অংশ নিয়ে আমি আমার চরিত্রটি যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছি। আশা করছি সূচনায় আমাদের উপস্থাপন দর্শকের ভালো লাগবে।’

এ দুই নাট্য ব্যক্তিত্বকে স্মরণ করা হচ্ছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে। সে আয়োজনে গতকাল মঞ্চস্থ হয়েছে ‘দ্য জু স্টোরি’।

;

যুবকের মৃত্যুর জন্য দায়ী ‘কে পপ’!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘কে পপ’-এর অন্যতম জনপ্রিয় দল ব্ল্যাকপিঙ্ক

‘কে পপ’-এর অন্যতম জনপ্রিয় দল ব্ল্যাকপিঙ্ক

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার শত্রুতা বহুদিনের। এবার এই শত্রুতার বলি হতে হলো ২২ বছর বয়সী এক যুবককে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সালে কে-পপ গান শোনা এবং দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র দেখার অপরাধে এক যুবককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তথ্যটি ৬৪৯ জন উত্তর কোরিয়া ত্যাগ করা ব্যক্তির সাক্ষ্য থেকে নেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াংহাই প্রদেশের সেই যুবকের বিরুদ্ধে ৭০টি কে-পপ গান শোনা এবং ৩টি দক্ষিণ কোরিয়ান সিনেমা দেখার অভিযোগ রয়েছে।

উত্তর কোরিয়ায় বিনোদনের পেছনে অতিরিক্ত খরচ করা নিষিদ্ধ। যারা এই নিয়ম লঙ্ঘন করে, তাদের কঠিন শাস্তি দেয়া হয়। উত্তর কোরিয়ার বাসিন্দাদেরকে পশ্চিমী সংস্কৃতি থেকে দূরে রাখার জন্যই এই আইন করা হয়েছে। উত্তর কোরিয়ার সরকার মনে করে কে-পপ গান শুনলেও জনগণের ওপরে নেতিবাচক প্রভাব পড়বে।

‘কে পপ’-এর আইকন বিটিএস

প্রতিবেদনটিতে মূলত বাইরের সংস্কৃতির প্রবাহকে আটকানোর জন্য পিয়ংইয়ংয়ের মরিয়া প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে। নববধূদের সাদা পোশাক পরা, বরের সানগ্লাস পরা বা ওয়াইন গ্লাস থেকে অ্যালকোহল পান করা এসব বিষয়কে দক্ষিণ কোরিয়ার রীতি হিসেবে দেখা হয়। স্কিনি জিন্স এবং টি-শার্টের পাশাপাশি রঙ্গিন বা লম্বা চুলেও নিষেধাজ্ঞা আছে উত্তর কোরিয়ায়।

তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

;

প্রখ্যাত বলিউড বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের পোস্টে ‘‌তুফান’-এর নতুন খবর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
অমিতাভ বচ্চনের সঙ্গে তরণ আদর্শ

অমিতাভ বচ্চনের সঙ্গে তরণ আদর্শ

  • Font increase
  • Font Decrease

বলিউডের বিখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শর পোস্টে প্রথমবার কোনও বাংলাদেশি সিনেমার পোস্টার শোভা পেলো। ঢালিউডের জন্য এটাও এক ধরণের উন্নয়নসূচক বটে।

২৯ জুন নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে ‘তুফান’ ছবির পোস্টার শেয়ার করে এই বিশ্লেষক জানান, বাংলাদেশের সুপারহিট ছবি ‘তুফান’ ৫ জুলাই মুক্তি পাচ্ছে ভারতে।

যে পোস্ট থেকে অনুমান করা যাচ্ছে, ছবিটি শুধু পশ্চিমবঙ্গে নয়, মুক্তি পাচ্ছে ভারতজুড়ে হিন্দি-বাংলাসহ নানাবিধ ভাষায়।

এর আগে ২৮ জুলাই বিশ্বের আরও ১৫টি দেশে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ছবিটি। তারও আগে ঈদ উপলক্ষে ১৭ জুন বাংলাদেশের সর্বাধিক হলে মুক্তি পেয়েছে ছবিটি। যারা এখনও চলছে প্রায় হাউজফুল।

‘তুফান’ নিয়ে তরণ আদর্শের পোস্ট

ধারণা করা হচ্ছে, ছবিটি ভারতসহ বিশ্বজুড়েও সেই মান রাখবে। যদিও ছবিটির স্টোরি টেলিং নিয়ে রয়েছে বিতর্ক।

বলা ভালো, এর আগেও তরণ আদর্শের পোস্টে বাংলাদেশ ছিলো। তবে সেটি ছিলো ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি। প্রথমটি ‘শিকারী’ পরেরটি ‘মুজিব’।

;

জয়া-বাঁধনের পর বলিউডে আরিফিন শুভ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
আরিফিন শুভ

আরিফিন শুভ

  • Font increase
  • Font Decrease

এর আগেও বাংলাদেশের বেশকিছু তারকার নাম জড়িয়েছে বলিউডের সঙ্গে। তবে বলিউডের মূলধারার কাজ করে সাম্প্রতিক সময়ে সুনাম কুড়িয়েছেন জয়া আহসান ও আজমেরী হক বাঁধন। এবার তেমনি একটি কাজের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ’র নাম। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এবার হিন্দি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। সেই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে শুভকে। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

আরিফিন শুভ

খবরে বলা হয়েছে, বলিউডের এই সিরিজটিতে আরিফিন শুভর সঙ্গে এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র। গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এরমধ্যে একাধিকবার মুম্বাই পাড়ি দিতে দেখা গেছে আরিফিন শুভকেও। তাহলে এই সিরিজের জন্যই কি তাদের মুম্বাই সফর, সেটা হয়তো কিছুদিন পরেই জানা যাবে। কারণ এ বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউই কোনোকিছু স্পষ্ট করেননি। এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেছেন, ‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’

আরিফিন শুভর সঙ্গে এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র

শোনা যাচ্ছে, সিরিজটির প্রযোজনায় থাকছেন কলকাতার গুণী অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। সিরিজটি নির্মিত হবে সনি লিভের জন্য।

প্রসঙ্গত, সর্বশেষ গেল বছর সৌমিক সেনের চিত্রনাট্যে মুক্তি পেয়েছে সিরিজ ‘জুবিলি’। এতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরি, রাম কাপুর, অপারশক্তি খুরানা প্রমুখ। তার সর্বশেষ নির্মাণ ‘নাকাব’। তার নির্মিত উল্লেখযোগ্য কাজ হলো ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’।

;