তবে কি ভেঙেই পড়লেন ক্যানসার আক্রান্ত হিনা খান?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হিনা খান / ছবি : ফেসবুক

হিনা খান / ছবি : ফেসবুক

মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াছেন ভারতীতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান। গত ২৮ জুন জানা যায়, স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। আর এ কথা সামাজিক যোগাযোগমাধ্যমে হিনা নিজেই জানিয়েছিলেন।

কিন্তু ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হয়েও তার মনোবল এতটুকু কমেনি। ইনস্টাগ্রামে নানান পোস্টের মাধ্যমে সব সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। তবে হিনার সদ্য এক পোস্টে ঝরে পড়েছে তার নিদারুণ যন্ত্রণা।

বিজ্ঞাপন
কেমোথেরাপি নেওয়ার পর হিনা খান / ছবি : ফেসবুক

হিনা খান তার ইনস্টা স্টোরিতে আল্লাহকে স্মরণ করে লিখেছেন, ‘আল্লাহ ছাড়া আর কেউ আপনার যন্ত্রণা দূর করতে পারবেন না। প্লিজ, আল্লাহ, প্লিজ।’ 

সম্প্রতি হিনা খান এক ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন যে কীভাবে তিনি জেনেছিলেন যে তার ক্যানসার হয়েছে। ইনস্টা স্টোরিতে পোস্ট করা এই ভিডিওতে অভিনেত্রী বলেছিলেন যে তিনি প্রায়ই অসুস্থ থাকতেন, আর তার ঘন ঘন জ্বর আসত।

চিকিৎসকের কাছে গেলে তাকে ক্যানসারের পরীক্ষা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। প্রথমে এ কথা শোনার পর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল বলে জানিয়েছেন হিনা। তবে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়েছিলেন তিনি। আর হাসিমুখে ক্যানসারের বিরুদ্ধে জীবনযুদ্ধে নেমে পড়েছিলেন এই টেলি নায়িকা।

হিনা খান / ছবি : ফেসবুক

কেমোথেরাপির আগে নিজের হাতে নিজের প্রিয় চুল কেটে ফেলেছিলেন হিনা। তার চুল কাটার ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছিল। আর সবাই তার এই অসীম সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছিলেন। হিনার পোস্ট করা এই ভিডিওতে আছড়ে পড়েছিল তার মায়ের আর্তচিৎকার আর কান্না। মেয়ের জন্য দোয়া করছিলেন তিনি। কেমোথেরাপির পর বেশ কিছু ছবি পোস্ট করে হিনা জানান যে তিনি আশার পথ ধরে এগোচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এই ছবিগুলোতে ধরা পড়েছিল তার শরীরে জন্ম নেওয়া নানান ক্ষত। হিনা এই পোস্টে বলেন যে এই ক্ষতগুলো বলে দিচ্ছে তিনি সুস্থতার পথে এগোচ্ছেন। আর এই লড়াইকে ঘিরে তিনি আশাবাদী বলে জানিয়েছিলেন।

হিনা খান / ছবি : ফেসবুক

৩৬ বছর বয়সী হিনা খান টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহলাতা হ্যায়’-এর হাত ধরে সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। এ ছাড়া তিনি বেশ কিছু ওয়েবসিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন।