ক্যামব্রিজে বঙ্গললনা তানজিকা, শাড়ির রূপে মুগ্ধ নেটিজেন

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে তানজিকা আমিন

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে তানজিকা আমিন

দেশের মেধাবী অভিনেত্রী তানজিকা আমিন বর্তমানে রয়েছেন ইংল্যান্ডে। দুই সপ্তাহের ট্যুরে গিয়েছেন তিনি। লন্ডন থেকে কয়েকটি ছবিও পোস্ট করেছেন ফেসবুকে।

তবে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ঘুরতে গিয়ে যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন তা মন জয় করে নিয়েছেন নেটিজেনদের। একে তো ক্যামব্রিজ, তারওপর সেখানে তানজিকা হাজির হয়েছেন বঙ্গললনার বেশে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাদা শাড়ি লাল পাড়ের তাতের শাড়ি পরে ক্যামব্রিজ চত্ত্বর ঘুরেছেন এই সুন্দরী অভিনেত্রী।

বিজ্ঞাপন
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে তানজিকা আমিন

সেই পোস্টের কমেন্ট বক্সে শোবিজের কয়েকজন তারকাসহ তানজিকার অনুসারীদের দারুণ দারুণ সব মন্তব্য চোখে পড়ছে। অভিনেত্রী নাজনিন হাসান চুমকী লিখেছেন, ‘ও মা গো মা, নারী-পুরুষ নির্বিশেষে কতজন যে এই রূপ দেখে মাথা ঘুরে পড়ে গেছে!’

নির্মাতা গৌতম কৈরী মজা করে লিখেছেন, ‘পেছনের লোকেরা তোমার দিকে তাকাচ্ছে না কেন, বুঝলাম না। অপলক তাকিয়ে থাকারই তো কথা!’ এই কমেন্টের উত্তরে তানজিকাও রসিকতা করে লিখেছেন, ‘না না, ছিলো ছিলো’।

বিজ্ঞাপন
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে তানজিকা আমিন

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘আহ্ কেমব্রিজ। শুটিং করতে গিয়েছিলাম ১২ বছর আগে। কি যে সুন্দর। তোমাকেও শাড়িতে ভালো লাগছে।’

তানজিকার সহকর্মী কামরুজ্জামান রনি লিখেছেন, ‘ক্যামব্রিজে এক টুকরো বাঙ্গালি, আহা বড়ই সৌন্দর্য।’

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে তানজিকা আমিন

এক নেটিজেন লিখেছেন, ‘বিদেশের মাটিতে সাদা-লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে তোমাকে তানজিকা।’

আরেকজন ভক্ত লিখেছেন, ‘তুমি চাঁদ কি না জানি না কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর তুমি ভালো বাসি তোমাকে।’

আরেকজনের মন্তব্য, ‘তানজিকা এসব শুধু তোমাকেই মানায় তোমার তুলনা শুধুই তুমি।’

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে তানজিকা আমিন

আরেকজন লিখেছেন, ‘তোমার জন্য ব্রিটিশ শ্বেতাঙ্গরাও বঙ্গের নাগরিকত্বের আবেদন করবে।’

কেউ আবার লিখেছেন, ‘বিদেশে গিয়েও শাড়ি ছাড়েননি। আপনি আসলেই বাঙালি’

চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘বকুল ফুলের মালা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটক, ওয়েব প্ল্যাটফর্ম ও টিভিসিতে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে তানজিকা আমিন

সম্প্রতি তার একাধিক কাজ এসেছে আলোচনায়। এ সময়ে এসে টেলিভিশনের ধারাবাহিক নাটক করে মানুষের নজরে পড়াই কঠিন। সেখানে দর্শকের মন জয় করা তো প্রায় অসম্ভব। সেই কাজটিই তানজিকা করেছেন ‘হাবুর স্কলারশীপ’ ধারাবাহিকে অভিনয় করে।

এছাড়া হইচই-এর ওয়েব সিরিজ ‘মহানগর ২’ এবং চরকির ওয়েব সিরিজ ‘কালপুরুষ’-এ তানজিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে তানজিকা আমিন