দায় আমার নয়: চঞ্চল চৌধুরী

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চঞ্চল চৌধুরী । ছবি: ফেসবুক

চঞ্চল চৌধুরী । ছবি: ফেসবুক

দেশর চলমান পরিস্থিতি নিয়ে পুরো দেশের মানুষের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। শোবিজ তারকারাও এর বাইরে নয়। যে যার মানসিকতা অনুযায়ী তাদের অবস্থান নিশ্চিত করছেন। একদল তারকা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায় একাত্বতা ঘোষণার মাধ্যমে। যেমন- মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, আয়মান সাদিক, সাদিয়া আয়মান, এলিটা করিম প্রমুখ।

আরেকদল তারকা শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেননি। একেবারে রাজপথে নেমে এসেছেন ছাত্রদের সঙ্গে প্রতিবাদে অংশ নিতে। যেমন- আশফাক নিপুণ, আজমেরী হক বাঁধন, সিয়াম আহমেদ, মোশাররফ করিম, জাকিয়া বারী মম, সাবিলা নূর, সাফা কবির, আরশ খান, সালমান মুক্তাদির, টয়াসহ অনেকেই।

বিজ্ঞাপন
চঞ্চল চৌধুরী । ছবি: ফেসবুক

আরেক দল তারকা ছিলেন যারা সরাসরি সরকারি দলের প্রতি সমর্থন দিয়েছেন। যেমন- ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, জ্যোতিক জ্যোতি, সোহানা সাবা প্রমুখ।

এমন এক দল তারকা ছিলেন যারা পুরো ঘটনা নিয়ে একেবারেই চুপ ছিলেন। তাদের মধ্যে অন্যতম দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু তারপরও একাধিক গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতার ছবি কিংবা নাম ব্যবহার করে নানা ধরনের বক্তব্য চোখে পড়েছে।

বিজ্ঞাপন

অবশেষে এ বিষয়ে মুখ খুললেন চঞ্চল চৌধুরী। আজ (৯ আগস্ট) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি, আমার নাম ব্যবহার করে কোন বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারন এখন পর্যন্ত আমি কোন পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দেইনি। আমি সাধারন একজন শিল্পী। পেশাগত কারন ছাড়া কোন কিছুর সংগে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারনে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।’

মায়ের সঙ্গে চঞ্চল চৌধুরী । ছবি: ফেসবুক