গুলিবিদ্ধ গোবিন্দর ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুলিশ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গোবিন্দ

গোবিন্দ

নিজের লাইসেন্স করা রিভলবার থেকে নিজেই নিজেকে অসাবধানতাবশত গুলিবিদ্ধ করে আইসিউইতে আছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা গোবিন্দ, এমন খবরে গতকাল হইচই পড়ে যায় ভারতে। গতকালই একটু সুস্থ হয়েই এই জনপ্রিয় তারকা এক ভিডিও বার্তায় এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন গোবিন্দ। এর আগে জানা যায়, হয়েছেন এই বলিউড অভিনেতা। তবে পুলিশ জানিয়েছে, গোবিন্দর ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তারা। 

পুলিশের সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেতা যেভাবে গুলির ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, তাতে পুলিশ সন্তুষ্ট নয়। পুরোপুরি সুস্থ হওয়ার পর আবারও তার জবানবন্দি রেকর্ড করা হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আজ অভিনেতার শারীরিক অবস্থার অগ্রগতির খবরও জানা গেছে। গোবিন্দর মেয়ে অভিনেত্রী টিনা আহুজা জানিয়েছেন, তার বাবার অবস্থার উন্নতি হয়েছে।

গোবিন্দ

গোবিন্দর অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডনও। এক সময়ের সহ-অভিনেতা সম্পর্কে তিনি বলেন, ‘তাকে আগের চেয়ে ভালো লাগছে। তাকে দেখেও মনে হয়েছে, অবস্থার উন্নতি হয়েছে। আশা করি শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবে।’

খবর: হিন্দুস্তান টাইমস