‘ব্যাচেলর পয়েন্ট ৫’ নাকি ‘ফিমেল ৫’, কিসের ইঙ্গিত অমির?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ব্যাচেলর পয়েন্ট ৪’ ও ‘ফিমেল ৪’-এর পোস্টার এবং নির্মাতা কাজল আরেফিন অমি

‘ব্যাচেলর পয়েন্ট ৪’ ও ‘ফিমেল ৪’-এর পোস্টার এবং নির্মাতা কাজল আরেফিন অমি

কমেডি গল্প দিয়ে দর্শক ধরে রাখার জাদু জানেন নির্মাতা কাজল আরেফিন অমি। এই জনরার কাজ দিয়েই তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য নির্মাতা হয়ে উঠেছেন তিনি। অমির তেমনি দুটি কাজ ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফিমেল’ সিরিজ।

দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা কয়েকজন তরুণের ব্যাচেলর লাইফ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটক নির্মাণ করে দারুণ সফলতা পান অমি। দর্শকদের চাহিদার কারণে একে একে চারটি সিজন নির্মিত হয়।

বিজ্ঞাপন

দুই বছর আগে সিজন ফোর শেষ হলেও নির্মাতাকে প্রতিনিয়ত নতুন সিজনের জন্য তাগিদ দিতে থাকেন দর্শক। ঘুরে ফিরে প্রশ্ন ছিল একটি, কবে আসবে সিজন ফাইভ।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর পোস্টার

একইভাবে নারীদের দিয়ে বিভিন্ন বয়সী পুরুষের ফ্যান্টাসি নিয়ে তৈরি কমেডি ড্রামা ‘ফিমেল’ও পায় ব্যাপক জনপ্রিয়তা। এরইমধ্যে এই নাটকের ৪টি কিস্তি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

অবশেষে দর্শকদের চাওয়া পূরণ হতে যাচ্ছে। নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দিলেন অমি। সঙ্গে এই সিরিয়াল নির্মাণ সংশ্লিষ্টরা একসঙ্গে ফেসবুকে ফাইভ লিখে পোস্ট দেন।

নির্মাতা কাজল আরেফিন অমি

পরিচালক অমির পেইজ থেকে ফাইভ লিখে পোস্ট দিলে শুধু সেখানেই লক্ষাধিক লাইক পরে। মন্তব্য দেখা যায় ৩৩ হাজারের বেশি। শেয়ার হয় প্রায় পাঁচ হাজার। বেশীরভাগ দর্শক চাইছেন ফান কমেডি গল্পে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন।

ফাইভ লিখে নিজের ফেসবুকে কিসের ইঙ্গিত দিলেন অমি? অনেকটা রহস্য রেখে তিনি জানালেন, ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি, আবার ফিমেল ফাইভও বানাতে পারি। কোনটি আগে বানাবো সেটি কিছুদিন পর জানাবো। তবে দর্শক যেটা বেশি চাইবে সেটা আগে বানাবো।

‘ফিমেল ৪’-এর পোস্টার

সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে আসতে পারে সুখবর। সেই পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে বললেন নির্মাতা অমি।