বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন। আগেই জানা গিয়েছিল সিরিজটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন ঢালিউডের প্রতিষ্ঠিত নায়ক আরিফিন শুভ। ইতিমধ্যে শুটিংয়ে যোগ দিতে কলকাতায় পৌঁছেছেন নায়ক।
সিরিজটির নাম ‘জ্যাজ সিটি’। গেল সপ্তাহে এর শুটিং শুরু হয়েছে। তবে শুটিংয়ে অংশ নিতে গতকাল শুক্রবার কলকাতায় পৌঁছান শুভ। এরপর আজ শনিবার থেকে শুটে অংশ নেন। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করছেন সৌরসেনী মিত্র।
বিজ্ঞাপন
জানা গেছে, এর শুটিং চলবে আগামি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হলেও বাংলাদেশে এর কোনো শুটিং হবে না। এতে শুভ-সৌরসেনী ছাড়াও থাকছেন টলিউড এবং বলিউডের একাধিক অভিনয়শিল্পী।
সিরিজটি নির্মিত হচ্ছে সনি লিভ ওয়েব প্ল্যাটফর্মের জন্য। ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজটিতে।
বিজ্ঞাপন
এর আগে গেল বছরে ‘জুবিলি’ সিরিজ সাড়া ফেলে দিয়েছিল। এর চিত্রনাট্য ছিল সৌমিকের। বিক্রম মোতওয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কাপুর প্রমুখ।
বাঙালি দর্শক মনে কণ্ঠের জাদু ছড়িয়েছেন ভারতের সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। ভারতবর্ষ জুড়েই তার সুনাম। কেবল কলকাতার বিভিন্ন পুরস্কার নয়, ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে এবার আর দেশের সীমানা নয় কিংবা প্রতিবেশী দেশগুলোতে নয়, ইমনের প্রতিভা ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনে।
২০২৫ সালের মার্চে মাসে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। প্রথম বাংলা গায়িকা হিসেবে এই সম্মাননা পাওয়ার সৌভাগ্য হতে পারে ইমন চক্রবর্তীর। অস্কারের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে তার সদ্য প্রকাশ পাওয়া ‘ইতি মা’ গানটি।
এবছরের অস্কার পুরস্কারের জন্য ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বিচারকের দায়িতে্ব থাকা বিশ্বব্যাপী বিখ্যাত তারকারা গান বাছাইয়ের কাজ করবেন। ভোটিংয়ের মাধ্যমে ১৫ টি গান ও ২০টি সুর বাছাই করার কথা রয়েছে।
প্রাথমিক বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ভোট। সেই বাছাইয়ের তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর। তারপর হবে চূড়ান্ত নির্বাচন। প্রথম প্রকাশিত তালকায় জায়গা পেয়েছে ‘পুতুল’ সিনেমায় গাওয়া ইমনের গান ‘ইতি মা।’ সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়।
হাওড়া জেলার লিলুয়ায় জন্ম নেওয়া গায়িকা ইমনের পরবর্তী গন্তব্য লস অ্যাঞ্জেলাস। এবারের প্রতিযোগিতায় ইমনতে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের সঙ্গে। একটি সঙ্গীত প্রতিযোগিতার শ্যুটিং সেটে বসেই এই খবর পান ইমন। তবে, শিল্পীর নিজেরই বিস্ময়ের ঘোর যেন কাটছে না।
এই দৌড়ে জিততে পারার আশাকে দুঃসাহস মনে করেন বলে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন গায়িকা। তবে বাঙালি সঙ্গীতপ্রেমী হিসেবে এই সম্মাননাও নেহাত কম নয়!
এ বিষয়ে ভুক্তভোগী চিত্রনায়ক ওমর সানী জানান, গতকাল সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট ৪০ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোনসেট চুরি হয়ে গেছে।
তিনি বলেন, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই।
ড্রয়ারে ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিকস মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’
তিনি ধারণা করছেন, মর্নিং ওয়ার্কে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোনসেট ও ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব বলেও মনে করেন এ চিত্রনায়ক।
শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এসেছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বাংলা ভাষার জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করেছে শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।
ইউএসএআইডি-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের শুদ্ধ বাংলা উচ্চারণে সহযোগিতা করার লক্ষ্যে এই ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে।
নির্মিত ৪০টি ছড়ার অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
এ সম্পর্কে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাশে (এসডিব্লউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্ম শাহ আলম বলেন, আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুরে ভাষা শেখায় দারুণ সহায়ক। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা। যা আমাদের শিশুদের শিখন প্রক্রিয়াকে আরও বেশি আনন্দময় ও অর্থবহ করবে। আমরা আশাকরি বরাবরের মতো বাংলাদেশ শিশু একাডেমি আমাদের এই উদ্যোগের পাশে থাকবে।
সিসিমপুর সূত্রে জানা গেছে, নির্মিত ছড়াগুলো ইতোমধ্যেই সিসিমপুরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে। এছাড়া সিসিমপুর এপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের কাছে ছড়াগুলো পৌঁছানো হবে।
কে-ড্রামা হোক বা কে-পপ, বিনোদন মাধ্যমে দক্ষিণ কোরিয়া দিন দিন ছাপিয়ে যাচ্ছে বড় বড় সব ইন্ডাস্ট্রিকে। বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কোরিয়ান ড্রামা, সিরিজ, গান এমনকি শিল্পীরাও। তাই আসন্ন সব কোরিয়ান প্রজেক্ট নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।
ড্রামা সিরিজের ক্ষেত্রে এই পরিবর্তন এসেছে কোরিয়ান থ্রিলারধর্মী সিরিজ স্কুইড গেমের হাত ধরে। ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশ পাওয়ার পর এই সিরিজ নেটফ্লিক্সের সব রেকর্ড ভেঙে ফেলেছিল। শৈশবের আনন্দ স্মৃতিঘেরা মজার সব খেলাকে ভয়ংকর এক রূপে উপস্থাপন করেছিল কোরিয়ান ড্রামা সিরিজ স্কুইড গেম। ৩ বছর পর অবশেষে সিরিজটির দ্বিতীয় কিস্তি আসছে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে।
বড়দিন এবং নতুন বছরের উপহার হিসেবে ভক্তদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হবে চলতি বছরের শেষেই। তবে মূল আকর্ষণ মাসের শেষে হলেও, মাসজুড়ে ভক্তদের কাঙ্ক্ষিত আরও অনেক কোরিয়ান সিরিজ আসতে চলেছে।
১. সিন্ড্রেলা গেম:মাসের শুরুতেই প্রকাশ পেয়েছে ‘সিন্ড্রেলা গেম’ নামক ড্রামা সিরিজ। ২ ডিসেম্বর প্রকাশ পাওয়া সিরিজে অভিনয় করেছেন হান গ্রু, না ইয়ং হি, চই সাং, কউন ডো হিয়ুং সহ অনেকে। এটি মূলত এক নারীর প্রতিশোধ নেওয়ার গল্প।
২. দ্য রোড ইন বিটউইন: আজ (৩ ডিসেম্বর) প্রকাশ পাবে কোরিয়ান সিরিজ ‘দ্য রোড ইন বিটউইন’। রোমান্টিকধর্মী সিরিজটিতে এক ব্যতিক্রম চিন্তার পরিচালকের প্রেম কাহিনী দেখানো হয়েছে। তার সিনেমা পরিচালনার দক্ষতার বিপরীতে, আনাড়ি এক নারী পরিচালকের প্রতি মন দিয়ে বসেন! তাদের মধ্যের প্রেম ও খুনশুটি ফুটে উঠেছে দ্র রোড় ইন বিটউইন সিরিজে।
৩. লাইট শপ:২০২৪ সালের ডিসেম্বরে কোরিয়ান ড্রামাপ্রেমীদের জন্য আসতে চলেছে সিরিজ ‘লাইট শপ’। মাসের প্রথম বুধবার (৪ ডিসেম্বর) প্রকাশ পাবে সিরিজটি। সাসপেন্সধর্মী সিরিজটির গল্প সাজানো হয়েছে ৮ পর্বে। কিছু অপরিচিত লোক একটি লাইটের দোকানে একত্রিত হয়। একে একে প্রকাশিত হতে থাকে তাদের অভিজ্ঞতা। কেন আর কিভাবে তারা এই লাইটের দোকানে এসে জড়ো হয়েছে- সেই রহস্যই ধাপে ধাপে উন্মোচিত হবে। ডিজনি প্লাস প্লাটফর্মে প্রকাশ পাওয়া সিরিজটির পরিচালনায় রয়েছেন কিম হি-উন।
৪. সরি নট সরি: লাইট শপের ঠিক একদিন পর ৫ ডিসেম্বর প্রকাশ করা হবে ‘সরি, নট সরি’ সিরিজ। সদ্য বাগদান ভেঙে ফেলা জুন সো মিন নামের নারীর গলে্প দেখানো হবে জীবিকার তাগিদে কত নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে।
৫. টু মাই লোনলি সিস্টার: ১০ ডিসেম্বর প্রকাশ পাবে ‘টু মাই লোনলি সিস্টার’। হা নেউল এবং নো এউল নামক দুই ভাই বোনের মধ্যকার ভালোবাসা ফুটে উঠেছে এই সিরিজে। ঘরকুনো বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা প্রকাশ পাবে সিরিজটিতে।
৬. হু ইজ শি:‘ওহ মাল সুন’ নামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধার বয়স হঠাৎ করেই ২০ বছরের হয়ে যায়। তখন তিনি নিজের জীবনকে আরেকবার একেবারে নিজের মতো করে বাঁচতে চায় এবং স্বপ্ন পূরণে পা বাড়ায়। ‘হু ইজ শি!’ শীর্ষক এই সিরিজটি ‘মিস গ্র্যানি’ সিনেমার রিমেক।
৭. চ্যেক ইন হ্যানইয়াং: ‘চ্যেক ইন হ্যানইয়াং‘ নামক সিরিজে একটি হিস্টোরিক্যাল রোমান্টিক গল্প দেখানো হয়েছে। জোসেঅনের সবচেয়ে বড় রেস্তোরার এই জোড়া লাভস্টোরি প্রকাশ পাবে ডিসেম্বরের ২১ তারিখ।
৮. স্কুইড গেম সিজন ২:অবশেষে ২৬ ডিসেম্বর প্রকাশ পাবে ‘স্কুইড গেম: সিজন ২’। গত সিজনের শেষ থেকেই এই সিজনের গল্প শুরু হবে। রহস্যময় সার্ভাইভাল গেমের বিজয়ী হওয়ার পর, সিয়ং জি হুন আবারও ফিরবে স্কুইড গেমের আরেক পর্বে। মানুষের জীবন নিয়ে এই ছেলেখেলার রহস্য উন্মোচন কি করতে পারবে- সেটাই দেখার বিষয়।