‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ রুনার ‘নীলপদ্ম’

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রুনা খান । পোশাক: অরসি

রুনা খান । পোশাক: অরসি

পর্দা উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্রবিষয়ক আয়োজন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর। আগামী ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের আয়োজনে ৭৫টি দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।

তবে দর্শকের সবচেয়ে আগ্রহ থাকে দেশিয় নতুন ছবিগুলো নিয়ে সাজানো উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’ নিয়ে। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই বিভাগে এবার ১০টি সিনেমা জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন
‘নীলপদ্ম’ সিনেমার পোস্টারে রুনা খান

তারই একটি ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনীত ‘নীলপদ্ম’। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা তৌফিক এলাহী। রুনা খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, শাহেদ আলী, সুজাত শিমুল প্রমূখ।বিশেষ চরিত্রে রয়েছেন রোকেয়া প্রাচীর মতো গুণী অভিনেত্রী। 

এবারই প্রথম নয়, এর আগেও ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ রুনা খানের একাধিক ছবি জায়গা করে নিয়েছিলো। যারমধ্যে রয়েছে তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ও সাজেদুল আওয়াল পরিচালিত ‘ছিটকিনি’। ‘হালাদা’ ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারও জয় করে নেয়।

বিজ্ঞাপন
রুনা খান । পোশাক: অরসি

ফলে এবারের ছবিটি ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের ছবি নিয়ে কতোটা এক্সাইটেড? জানতে চাইলে রুনা খান বার্তা২৪.কমকে বলেন, ‘‘আসলে কিছু প্রাপ্তি থাকে যার কোন তুলনা হয় না। একজন নারী যতোবার সন্তানের মা হন, ততোবারই একই রকম এক্সাইটমেন্ট, একই রকম শিহরনের মধ্য দিয়ে যান। তেমনি একজন শিল্পী যতোবারই জাতীয় পুরস্কার পাক না কেন, অনুভূতি একই রকম আনন্দের থাকে। আমার কাছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের ছবি থাকাও একই রকম আনন্দ ও সম্মানের। কারণ এটি আমাদের দেশের চলচ্চিত্রবিষয়ক সবচেয়ে বৃহৎ ও সমৃদ্ধ আয়োজন।’’

রুনা খান । পোশাক: অরসি

রুনা খানের ‘নীলপদ্ম’ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ দুদিন প্রদর্শীত হবে। প্রথম শো হবে ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টায়, জাতীয় যাদুঘর মিলনায়তনে। পরের শোটি হবে উৎসবের শেষ দিন অর্থাৎ ১৯ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ।

এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘আমি দুদিনই উপস্থিত থেকে ছবিটি দর্শকের সঙ্গে দেখতে চাই। সকল দর্শককে ছবিটি দেখার আমন্ত্রণ জানাই। যতো বেশি দর্শকের কাছে ছবিটি পৌঁছবে ততোই আমাদের পরিশ্রম সার্থক বলে মনে হবে। আমি চাই ছবিটি দেখে দর্শক তাদের সব ধরনের ফিডব্যাক আমাদের দেবেন।’

রুনা খান । পোশাক: অরসি

প্রসঙ্গত, এ বছর রুনা খানের ‘নীলপদ্ম’র পাশাপাশি ‘বাংলাদেশ প্যানারোমা বিভাগ’-এ জায়গা পেয়েছে মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক হওয়া সিনেমা ‘প্রিয় মালতী’, কুসুম সিকদারের রচনা, পরিচালনা, প্রযোজনায় প্রথম সিনেমা ‘শরতের জবা’, তাসনিয়া ফারিনের অভিষেক সিনেমা ‘ফাতিমা’, আদর আজাদ ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’, শরীফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত নিয়ামুল মুক্তা পরিচালিত ওয়েব সিনেমা ‘রক্তজবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’সহ আরও ২টি ছবি।

রুনা খান । পোশাক: অরসি

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘আমরা আগে আটটি সিনেমার নাম ঘোষণা করেছিলাম। এবার আরও দুটিসহ সর্বমোট ১০টি সিনেমার নাম ঘোষণা করেছি। দর্শকদের জন্য শৈল্পিক বিচারে কিছু পরিবর্তনের মাধ্যমে সিনেমাগুলোতে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।’ বরাবরের মতো ঢাকা উৎসব আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি।