মারমেইড রিসোর্টে ৩ দিন ব্যাপী ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’
সংগীত, শিল্পকলা ও প্রকৃতির মিশেলে ৩ দিন ব্যাপী ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’ আয়োজন করতে যাচ্ছে কক্সবাজার মারমেইড বিচ রিসোর্ট।
যুক্তরাষ্ট্রের ‘বার্নিং ম্যান’ উৎসবের আদলে আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি সমুদ্রতীরে এই উৎসব অনুষ্ঠিত হবে।
এই উৎসবে কিউরেটর হিসেবে যুক্ত হয়েছেন শিল্পী ও লাইটিং ডিজাইনার জিরো এনদো। এছাড়া এখানে বিভিন্ন দেশের শিল্পী, উদ্যোক্ত এবং সৃজনশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী এই উৎসব সম্পর্কে বলেন, ‘টেক এ ব্রেক’–এ উৎসবের মূল ধারণা। আয়োজনের তিন দিনে অতিথিদের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হবে। থাকবে দেশ সেরা রাঁধুনিদের তৈরি করা সুস্বাদু খাবার ও পানীয়র আয়োজন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নেভাডা ব্ল্যাক রক সিটির মরুভূমিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্বের সুপরিচিতি শিল্প ও সংস্কৃতির উৎসব ‘বার্নিং ম্যান’। সৃজনশীলতা, মুক্ত পরিবেশ, স্বাধীনতা হচ্ছে এই উৎসবের মূলমন্ত্র। যুক্তরাষ্ট্রের এই খ্যাতনামা উৎসবের আদলেই কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’।