কক্সবাজারে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কক্সবাজারে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫। সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেটের বসবাস। ক্রিকেট উন্মাদনায় মেতে উঠে তরুণ থেকে বৃদ্ধ। ক্রিকেটকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। এছাড়া সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র নগরী কক্সবাজারকে বাছাই করার জন্য ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

৩ দিনের ম্যাচের এই টুর্নামেন্টে ১০টি দল অংশ নিচ্ছে। বি-গ্রুপের ৫টি দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ এবং একাডেমি মাঠে। যেখানে উদ্বোধনী দিনে একাডেমি মাঠে ঢাকা মেট্রো বনাম রাজশাহী এবং মূল মাঠে ঢাকা সাউথ বনাম বরিশাল মুখোমুখি হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ, কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্টের সহকারী ম্যানেজার মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্টের বয়সভিত্তিক নির্বাচক হাসিবুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন