২০০ কোটির পথে ‘কবির সিং’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

কবির সিং এর পোস্টার, ছবি: সংগৃহীত

কবির সিং এর পোস্টার, ছবি: সংগৃহীত

গত মাসের ২১ জুন সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত শহিদ কাপুরের 'কবির সিং' সিনেমাটি মুক্তির পর থেকেই ছিল আলোচনা সমালোচনায়।

সিনেমাটিকে আখ্যা দেওয়া হয়েছিল নারীবিদ্বেষী, পুরুষতান্ত্রিক সিনেমা হিসাবে। কিন্তু এমন আখ্যার পরও ২০০ কোটি রুপি আয়ের মাইল ফলক ছুঁতে যাচ্ছে সিনেমাটি। এমন তথ্য এক টুইট বার্তায় জানিয়েছে ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ।

তরুণ আদর্শ জানিয়েছেন, মুক্তির পর প্রথম দশ দিনে ১৭৫ কোটি আয় করেছে ‘কবির সিং’। প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ১৩৪ দশমিক ৪২ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ৪৭ দশমিক ১৫ কোটি রুপি। সব মিলিয়ে এ পর্যন্ত সিনেমাটি আয় করেছে ১৮১ দশমিক ৫৭ কোটি রুপি।

মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ প্রযোজিত 'কবির সিং' ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটিতে শহিদ কাপুরের সঙ্গে প্রথমবাবেরর মত জুটি বেঁধেছেন কিয়ারা আদভানি। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুরেশ ওবেরয় ও নিকিতা দত্ত। 

বিজ্ঞাপন