আসিফ আকবরের 'পোটকরা টু ম্যানহাটন'

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আসিফ আকবর, ছবি: সংগৃহীত

আসিফ আকবর, ছবি: সংগৃহীত

গানের মানুষ আসিফ আকবর। তবে এবার গান নয়, বাজারে আসছে আসিফ আকবরের বই। বইটির নাম রাখা হয়েছে 'পোটকরা টু ম্যানহাটন'। সম্প্রতি নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এমন তথ্য জানিয়েছেন তিনি।

গীতিকার সুহৃদ সুফিয়ানের পাণ্ডুলিপির বইটি প্রকাশিত হবে অন্যধারা প্রকাশনী থেকে। তরুণ ঔপন্যাসিক সাদাত হোসাইন সম্পাদনা করছেন বইটি।

বিজ্ঞাপন

নতুন বই নিয়ে আসিফ আকবর বার্তাটোয়েন্টিফোর.কম’কে বলেন, '২০১৪ সালে ফেসবুকে এলাম বাধ্য হয়ে, সেই সঙ্গে ফ্যানদের একটা অদ্ভুত ভালোবাসার চাপে লেখালেখি শুরু করা। সব জায়গায় নিজের একটা বক্তব্য দাঁড় করানোর চেষ্টা ছিল আমার। কারো বিপক্ষে আমি নই। আমি আমার নিজের এবং দেশের পক্ষে কথা বলে চলেছি। আমি ধর্ম আর রাজনীতি কখনোই টেনে আনিনি। লিখতে লিখতে একটি বায়োগ্রাফি রচিত হয়ে গেছে ঘটনাক্রমে। খুব বেশি চাইনি, আবার নিজেকে খুব বেশি ছোটও ভাবিনি। তবুও কীভাবে যেন আমার মতো অতি সাধারণ একজন আসিফের একটা বই প্রকাশ হতে চলেছে।'

উল্লেখ্য, আসিফ আকবর ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম 'ও প্রিয়া তুমি কোথায়' এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন।

বিজ্ঞাপন