প্রিয়াঙ্কার জানা-অজানা
আজ ১৮ জুলাই প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। ৩৬তম জন্মদিনের মতো এবারের জন্মদিনটাও বলিউডের এই অভিনেত্রীর জন্য বিশেষ।
গত বছরের এই দিনটিতে প্রেমিক নিক জোনাসকে নিয়ে লন্ডনের একটি রেঁস্তোরায় ৩৬তম জন্মদিনের কেক কেটেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেদিনই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে তার অনামিকায় একটি হীরার আংটি পরিয়ে দিয়েছিলেন নিক।
এবারও নিক জোনাসের সঙ্গে ৩৭তম জন্মদিন উদযাপন করবেন প্রিয়াঙ্কা। তবে পার্থক্য শুধু এইটুকুই যে, তারা এ বছর প্রেমিক-প্রেমিকা নয়। তারা এখন স্বামী-স্ত্রী। গত ১ ডিসেম্বর নিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা। বিয়ের পর এটি হতে যাচ্ছে পিসির প্রথম জন্মদিন।
১৯৮২ সালের ১৮ জুলাই বিহারের জমশেদপুরে জন্মগ্রহণ করেন প্রিয়াঙ্কা চোপড়া। তার মা মধু চোপড়া ও বাবা অশোক চোপড়া দু’জনই ইন্ডিয়ান আর্মিতে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ২০০০ সালে বিশ্বসু্ন্দরীর মুকুট জয় করেন প্রিয়াঙ্কা। পরে ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
১৬ বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার ছবি। শুধু বলিউড নয়, হলিউড ইন্ডাস্ট্রিতেও দারুণ সফলতা অর্জন করেছেন প্রিয়াঙ্কা। বলিউডের এই অভিনেত্রীর ৩৭তম জন্মদিনে চলুন জেনে নেওয়া যাক তার জানা-অজানা কিছু তথ্য। সেই সঙ্গে রইল কিছু দুর্লভ ছবি।
প্রিয়াঙ্কা চোপড়া তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে তামিল ছবি ‘থামিজহান’ ছবির মধ্য দিয়ে।
শুধু প্রধান নায়িকা হিসেবে নয়, পার্শ্ব চরিত্রে অভিনয় করেও বাজিমাত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘অ্যাতরাজ’, ‘বাজিরাও মাস্তানি’, ‘বারফি’ ও ‘দিল ধাড়কানে দো’ ছবিতে পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা’ ছবির ‘দেশি গার্ল’ গানটিতে অভিনয় করে দেশি গার্ল তকমাটি পান ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।
ফোর্বসের ২০১৭-২০১৮ সালের তালিকা অনুযায়ী ১০০ ‘মোস্ট পাওয়ারফুল ওমেন’-এর মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এবিসি থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অ্যালেক্স পারিশ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে হলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
পারপেল প্যাবেল নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালকিন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা চোপড়া একমাত্র ভারতীয় অভিনেত্রী যার ইনস্টাগ্রাম ফলোয়ার সবচাইতে বেশি।
প্রিয়াঙ্কার ডান হাতে “ড্যাডি’স লিটেল গার্ল” লেখা একটি ট্যাটু রয়েছে। তবে চমকপ্রদ তথ্য হলো- এই ট্যাটু নিজে হাতে লিখে দিয়েছিলেন তার বাবা অশোক চোপড়া।
শুধু ভালো অভিনেত্রী নয়, গায়িকা ও লেখিকাও প্রিয়াঙ্কা চোপড়া।
২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন বলিউডের এই অভিনেত্রী।
প্রিয়াঙ্কার একটি ডাকনাম রয়েছে। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীকে ‘পিগি চপস’ নামে ডাকা হয়।
প্রিয়াঙ্কার সম্মানে একটি পুতুলও তৈরি করা হয়েছে।
খাওয়া-দাওয়া করতে খুব পছন্দ করেন প্রিয়াঙ্কা চোপড়া।
হলিউড ইন্ডাস্ট্রির অনেকেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার বন্ধুতের তালিকায়।
প্রিয়াঙ্কা চোপড়ার বাগদানের জন্য যে আংটি তার হাতে পরানো হয়েছে সেটির মূল্য দেড় কোটি রুপি।